ETV Bharat / state

মালদায় আড়াই লাখের জাল নোট সহ গ্রেপ্তার তিন যুবক

মোথাবাড়ি থানার পুলিশ কালিয়াচক-মোথাবাড়ি রোডের পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় আজ হানা দেয় । সেখান থেকে তিন যুবককে গ্রেপ্তার করে পুলিশ ৷ তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে 2 লাখ 50 হাজার টাকার জাল নোট উদ্ধার করে ।

taka
author img

By

Published : Nov 13, 2019, 11:26 PM IST

মালদা, 13 নভেম্বর : 2 লাখ 50 হাজার টাকার জাল নোট সহ তিন যুবককে গ্রেপ্তার করল মোথাবাড়ি থানার পুলিশ । ধৃতদের আজ 7 দিনের পুলিশি হেপাজতের আবেদন জানিয়ে মালদা জেলা আদালতে তোলা হয় ।

মোথাবাড়ি থানার পুলিশ কালিয়াচক-মোথাবাড়ি রোডের পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় আজ হানা দেয় । সেখান থেকে তিন যুবককে গ্রেপ্তার করে পুলিশ ৷ ধৃতদের নাম প্রসেনজিৎ মণ্ডল, প্রদীপ মণ্ডল ও শিবচাঁদ মণ্ডল । তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে 2 লাখ 50 হাজার টাকার জাল নোট উদ্ধার করে । নোটগুলি দুহাজার টাকার । প্রসেনজিতের বাড়ি কালিয়াচকের রাজনগর এলাকায় । প্রদীপ ও শিবচাঁদ যথাক্রমে মোথাবাড়ির মেঘুটোলা ও বৈষ্ণবনগরের পারচরবাহাদুরের বাসিন্দা । ধৃতদের থেকে মোবাইল ফোন ও একটি মোটর বাইক বাজেয়াপ্ত করা হয়েছে ।

জেরায় ধৃতরা জানিয়েছে, বাংলাদেশ সীমান্ত থেকে জালনোট নিয়ে তারা মোথাবাড়ি, কালিয়াচক ও ঝাড়খণ্ডে সেগুলি পাচার করার ছক কষেছিল । তদন্ত শুরু করেছে পুলিশ ।

মালদা, 13 নভেম্বর : 2 লাখ 50 হাজার টাকার জাল নোট সহ তিন যুবককে গ্রেপ্তার করল মোথাবাড়ি থানার পুলিশ । ধৃতদের আজ 7 দিনের পুলিশি হেপাজতের আবেদন জানিয়ে মালদা জেলা আদালতে তোলা হয় ।

মোথাবাড়ি থানার পুলিশ কালিয়াচক-মোথাবাড়ি রোডের পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় আজ হানা দেয় । সেখান থেকে তিন যুবককে গ্রেপ্তার করে পুলিশ ৷ ধৃতদের নাম প্রসেনজিৎ মণ্ডল, প্রদীপ মণ্ডল ও শিবচাঁদ মণ্ডল । তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে 2 লাখ 50 হাজার টাকার জাল নোট উদ্ধার করে । নোটগুলি দুহাজার টাকার । প্রসেনজিতের বাড়ি কালিয়াচকের রাজনগর এলাকায় । প্রদীপ ও শিবচাঁদ যথাক্রমে মোথাবাড়ির মেঘুটোলা ও বৈষ্ণবনগরের পারচরবাহাদুরের বাসিন্দা । ধৃতদের থেকে মোবাইল ফোন ও একটি মোটর বাইক বাজেয়াপ্ত করা হয়েছে ।

জেরায় ধৃতরা জানিয়েছে, বাংলাদেশ সীমান্ত থেকে জালনোট নিয়ে তারা মোথাবাড়ি, কালিয়াচক ও ঝাড়খণ্ডে সেগুলি পাচার করার ছক কষেছিল । তদন্ত শুরু করেছে পুলিশ ।

Intro:মালদা, ১৩ নভেম্বর: গোপন সূত্রে খবর পেয়ে ২ লক্ষ ৫০ হাজার টাকার জাল নোট সহ তিন যুবককে গ্রেফতার করল মোথাবাড়ি থানার পুলিশ। ধৃতদের আজ ৭ দিনের পুলিশি হেপাজতের আবেদন জানিয়ে মালদা জেলা আদালতে পেশ করা হয়।Body:গোপন সূত্রে খবর পেয়ে বুধবার মোথাবাড়ি থানার পুলিশ কালিয়াচক মোথাবাড়ি রোডের পেট্রোলপাম্প সংলগ্ন এলাকায় হানা দেয়। তথ্য অনুযায়ী তিন যুবককে আটক করে তল্লাশি চালিয়ে ২ লক্ষ ৫০ হাজার টাকার জাল নোট উদ্ধার হয়। ধৃতদের নাম প্রসেনজিত মণ্ডল, প্রদীপ মণ্ডল ও শিবচাঁদ মণ্ডল। প্রসেনজিতের বাড়ি কালিয়াচকের রাজনগর এলাকায়। প্রদীপ ও শিবচাঁদ যথাক্রমে মোথাবাড়ির মেঘুটোলা ও বৈষ্ণবনগরের পারচরবাহাদুরের বাসিন্দা। উদ্ধার হওয়া সমস্ত নোটগুলি ২ হাজার টাকার। ধৃতদের হেপাজত থেকে মোবাইল ফোন ও একটি মোটর বাইক বাজেয়াপ্ত করা হয়েছে।Conclusion:মোথাবাড়ি থানার পুলিশ জানিয়েছে, আজ সকালে গোপন সূত্রের ভিত্তিতে কালিয়াচক-মোথাবাড়ি রোডের পেট্রোলপাম্প সংলগ্ন এলাকায় হানা দিয়ে ১২৫টি ২ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। ধৃতরা জিজ্ঞাসাবাদে জানিয়েছে, বাংলাদেশ সীমান্ত থেকে জালনোট নিয়ে তারা মোথাবাড়ি, কালিয়াচক ও ঝাড়খণ্ডে এই জাল নোট পাচার করার ছক কষেছিল। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় আইনের 489(B)/489(C)/120(B) ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে। ধৃতদের আজ ৭ দিনের পুলিশি আবেদন জানিয়ে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে।

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.