ETV Bharat / state

ঝাড়খণ্ড থেকে ফেরার পথে দুর্ঘটনায় মৃত মালদার তিন শ্রমিক, জানে না প্রশাসন - গাড়ি দুর্ঘটনা

ঝাড়খণ্ডের পাহাড়ি রাস্তায় গাড়ি দুর্ঘটনা । প্রাণ গেল মালদার তিন শ্রমিকের ।

নিয়ন্ত্রন হারিয়ে খাদে শালপাতা বোঝাই গাড়ি
নিয়ন্ত্রন হারিয়ে খাদে শালপাতা বোঝাই গাড়ি
author img

By

Published : Mar 24, 2021, 9:52 AM IST

মালদা, 24 মার্চ : ঝাড়খণ্ড থেকে শালপাতা নিয়ে ফেরার সময় পাহাড়ি রাস্তায় গাড়ি দুর্ঘটনা । মৃত্যু হল মালদার তিন শ্রমিকের ৷ রবিবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের পাকুড় জেলার লাবদাঘাট এলাকায়৷ তিনটি কফিনবন্দী মৃতদেহ সোমবার রাতে মালদায় নিয়ে আসা হয় ৷ সেই রাতেই মৃতদেহগুলি কবর দেওয়া হয় বলে পরিবার সূত্রে জানা গেছে ।

মৃতরা হলেন সাহিল শেখ (18), রাজ শেখ (18) ও ছোটন শেখ (23) ৷ এদের সবার বাড়ি পুরাতন মালদার মঙ্গলবাড়ি সংলগ্ন পাড়া সামুণ্ডাইয়ে ৷ ছোটন শেখ ছিলেন পেশায় লরিচালক ৷ সাহিল ছিলেন গাড়ির খালাসি ও রাজ শ্রমিকের কাজ করতেন ৷

নিহতদের পরিবারের সঙ্গে গতকাল দেখা করেন স্থানীয় তৃণমূল নেতারা ৷ তবে এখনও পর্যন্ত প্রশাসনের কেউ দেখা করেনি বলে জানিয়েছে নিহতদের পরিবার ৷

আরও পড়ুন : ময়নাগুড়িতে বাস দুর্ঘটনায় মৃত 2, আহত 42

শনিবার বিকেলে সাহিল, রাজ ও ছোটন লরি নিয়ে শালপাতা আনতে লাবদাঘাট যান৷ পাতা বোঝাই করে রবিবার রাতে মালদায় ফিরছিলেন তাঁরা৷ পুরাতন মালদারই মৌলপুর এলাকায় একটি ফ্যাক্টরিতে সেই শালপাতা রাখার কথা ছিল ৷ কিন্তু গভীর রাতে পাহাড়ি পথে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন ছোটন৷ গাড়ি রাস্তা থেকে প্রায় 70 মিটার নীচে খাদে পড়ে যায়৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় সাহিল, রাজ ও ছোটনের ৷

নিয়ন্ত্রন হারিয়ে খাদে শালপাতা বোঝাই গাড়ি

সোমবার সকালে দুর্ঘটনাস্থল থেকে তিনজনের দেহ উদ্ধার করে ঝাড়খণ্ড পুলিশ ৷ ময়নাতদন্তের পর সোমবার রাতেই দেহ তিনটি মালদায় পাঠিয়ে দেওয়া হয় ৷ স্থানীয় বাসিন্দা সুরজ শেখ বলেন, “পাহাড়ি রাস্তায় গাড়ি নামার সময় দুর্ঘটনা ঘটে৷ ওরা তিনজন গাড়িতে ছিল৷ তাদের মধ্যে একজন হয়ত গাড়ি থেকে লাফিয়ে নামার চেষ্টা করে ৷ কিন্তু গাড়ির নীচে চাপা পড়ে যায় সে৷ ঘটনাস্থলেই মারা যায় তিনজন ৷”

তবে এই ঘটনার পর এখনও পর্যন্ত ঝাড়খণ্ড প্রশাসনের তরফে কোনও খবর মালদা জেলা পুলিশ ও প্রশাসনের কাছে এসে পৌঁছায়নি বলে জানা গিয়েছে ৷

মালদা, 24 মার্চ : ঝাড়খণ্ড থেকে শালপাতা নিয়ে ফেরার সময় পাহাড়ি রাস্তায় গাড়ি দুর্ঘটনা । মৃত্যু হল মালদার তিন শ্রমিকের ৷ রবিবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের পাকুড় জেলার লাবদাঘাট এলাকায়৷ তিনটি কফিনবন্দী মৃতদেহ সোমবার রাতে মালদায় নিয়ে আসা হয় ৷ সেই রাতেই মৃতদেহগুলি কবর দেওয়া হয় বলে পরিবার সূত্রে জানা গেছে ।

মৃতরা হলেন সাহিল শেখ (18), রাজ শেখ (18) ও ছোটন শেখ (23) ৷ এদের সবার বাড়ি পুরাতন মালদার মঙ্গলবাড়ি সংলগ্ন পাড়া সামুণ্ডাইয়ে ৷ ছোটন শেখ ছিলেন পেশায় লরিচালক ৷ সাহিল ছিলেন গাড়ির খালাসি ও রাজ শ্রমিকের কাজ করতেন ৷

নিহতদের পরিবারের সঙ্গে গতকাল দেখা করেন স্থানীয় তৃণমূল নেতারা ৷ তবে এখনও পর্যন্ত প্রশাসনের কেউ দেখা করেনি বলে জানিয়েছে নিহতদের পরিবার ৷

আরও পড়ুন : ময়নাগুড়িতে বাস দুর্ঘটনায় মৃত 2, আহত 42

শনিবার বিকেলে সাহিল, রাজ ও ছোটন লরি নিয়ে শালপাতা আনতে লাবদাঘাট যান৷ পাতা বোঝাই করে রবিবার রাতে মালদায় ফিরছিলেন তাঁরা৷ পুরাতন মালদারই মৌলপুর এলাকায় একটি ফ্যাক্টরিতে সেই শালপাতা রাখার কথা ছিল ৷ কিন্তু গভীর রাতে পাহাড়ি পথে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন ছোটন৷ গাড়ি রাস্তা থেকে প্রায় 70 মিটার নীচে খাদে পড়ে যায়৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় সাহিল, রাজ ও ছোটনের ৷

নিয়ন্ত্রন হারিয়ে খাদে শালপাতা বোঝাই গাড়ি

সোমবার সকালে দুর্ঘটনাস্থল থেকে তিনজনের দেহ উদ্ধার করে ঝাড়খণ্ড পুলিশ ৷ ময়নাতদন্তের পর সোমবার রাতেই দেহ তিনটি মালদায় পাঠিয়ে দেওয়া হয় ৷ স্থানীয় বাসিন্দা সুরজ শেখ বলেন, “পাহাড়ি রাস্তায় গাড়ি নামার সময় দুর্ঘটনা ঘটে৷ ওরা তিনজন গাড়িতে ছিল৷ তাদের মধ্যে একজন হয়ত গাড়ি থেকে লাফিয়ে নামার চেষ্টা করে ৷ কিন্তু গাড়ির নীচে চাপা পড়ে যায় সে৷ ঘটনাস্থলেই মারা যায় তিনজন ৷”

তবে এই ঘটনার পর এখনও পর্যন্ত ঝাড়খণ্ড প্রশাসনের তরফে কোনও খবর মালদা জেলা পুলিশ ও প্রশাসনের কাছে এসে পৌঁছায়নি বলে জানা গিয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.