ETV Bharat / state

Malda BJP-TMC : বিজেপি কর্মীর মাথা কেটে বাবার গলায় ঝুলিয়ে দেওয়ার হুমকি, কাঠগড়ায় তৃণমূল

গ্রামে ফিরলে বিজেপি কর্মীর মাথা কেটে বাবার গলায় ঝুলিয়ে দেওয়া হবে ৷ এমনই হুমকি দিয়েছে স্থানীয় এক তৃণমূল নেতা ৷ ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে সেই অডিয়ো ক্লিপ ৷ যদিও এই অডিয়ো ক্লিপের সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷

বিজেপি কর্মীর মাথা কেটে বাবার গলায় ঝুলিয়ে দেওয়ার হুমকি তৃণমূলের বিরুদ্ধে
বিজেপি কর্মীর মাথা কেটে বাবার গলায় ঝুলিয়ে দেওয়ার হুমকি তৃণমূলের বিরুদ্ধে
author img

By

Published : Sep 21, 2021, 7:17 PM IST

মানিকচক, 21 সেপ্টেম্বর : "গ্রামে ফিরলে মাথা কেটে বাবার গলায় ঝুলিয়ে দেওয়া হবে ।" ফোনে এক বিজেপি নেতাকে এমনই হুমকি দিয়েছে স্থানীয় এক তৃণমূল নেতা ৷ বিজেপির তরফে এমনটাই অভিযোগ ৷ ইতিমধ্যে সেই অডিয়ো ক্লিপ সোশাল মিডিয়ায় ভাইরাল । যদিও ইটিভি ভারত সেই ক্লিপের সত্যতা যাচাই করেনি । এই ঘটনায় তোলপাড় মালদা জেলার রাজনীতি ৷

এই নিয়ে শাসকদলের বিরুদ্ধে তালিবানি শাসন চালানোর অভিযোগ তুলেছেন বিজেপির জেলা সভাপতি । যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন জেলা তৃণমূলের সভাপতি ।

হুমকির জেরে গ্রাম ছাড়া বিজেপি নেতার নাম আকাশ শেখ । ঘটনাটি ঘটেছে মানিকচকের বড়বাগান এলাকায় । বড়বাগান গ্রামের বাসিন্দা আকাশ শেখ বিজেপির মানিকচক 24 নম্বর জেলা পরিষদের সংখ্যালঘু সেলের মণ্ডল সভাপতি । তিনি বলেন, "সম্প্রতি মানিকচক গ্রাম পঞ্চায়েতে আমাদের দলীয় প্রধান বিউটি মণ্ডলের বিরুদ্ধে তৃণমূলের সদস্য চাঁদ সুলতানা অনাস্থা নিয়ে আসেন । অনাস্থা পেশ করার পরেই তিনি পঞ্চায়েতের ন’জন সদস্যকে নিয়ে আত্মগোপন করেন । এরপর প্রধানের দিকে থাকা পঞ্চায়েত সদস্যরাও গা ঢাকা দেন । এর পরেই তৃণমূলের আসতারুল শেখ, সরিফুল শেখ, ভোলু শেখ, ইউনুস শেখ, জাকির শেখ, রাসু শেখ সহ 14-15 জন রাত একটা নাগাদ আমার বাড়িতে চড়াও হয় । বাড়ির দরজা, জানালায় ধাক্কা ও চিৎকার শুনে আমার ঘুম ভেঙে যায় । ঘরের ভিতর থেকে দেখি, ওরা সবাই আগ্নেয়াস্ত্র নিয়ে বাইরে দাঁড়িয়ে রয়েছে । ভয়ে আমি বাড়ি ছেড়ে পালাই । পরে দলীয় কর্মসূচিতে জেলা দফতরে এসে দেখি সেখানেও এক পঞ্চায়েত সদস্য প্রাণভয়ে লুকিয়ে রয়েছেন । সেই সময় আরেক পঞ্চায়েত সদস্যার স্বামীর মোবাইলে ফোন করে তৃণমূলের আলিম শেখ হুমকি দেয়, আমি গ্রামে ফিরে গেলে গলা কেটে আমার মাথা বাবার গলায় ঝুলিয়ে দেবে । তারপর থেকেই আমি প্রাণের ভয়ে মালদা শহরে লুকিয়ে রয়েছি । এনিয়ে মানিকচক থানায় অভিযোগ জানিয়েছি । কিন্তু তারপরও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি । গ্রামে গেলেই ওরা আমাকে খুন করবে ।"

আরও পড়ুন : Gang Rape : গাড়িতে তুলে নাবালিকাকে গণধর্ষণ, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

এই ঘটনায় শাসকদলের বিরুদ্ধে তোপ দেগেছেন বিজেপির জেলা সভাপতি গোবিন্দচন্দ্র মণ্ডল । তিনি বলেন, "মানিকচক গ্রাম পঞ্চায়েতের পাঁচজন বিজেপি সদস্যকে তৃণমূল জোর করে তুলে নিয়ে যায় । সেখান থেকে আকাশ শেখকে উদ্ধার করে জেলার দলীয় কার্যালয়ে নিয়ে আসা হয় । তৃণমূল চেয়েছিল, বিজেপির প্রধানকে অপসারণ করে সেই পদে তাদের দলের সদস্যকে বসাবে । কিন্তু তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে । এর পিছনে আকাশ শেখেরও হাত রয়েছে । তাই তারা আকাশের উপর ক্ষুব্ধ । আকাশকে খুন করার জন্য তারা কয়েকজনকে নির্দেশ দিয়ে তার মাথা কেটে নিয়ে আসতে বলেছে । যেন এক তালিবানি শাসন শুরু হয়েছে । এনিয়ে মানিকচক থানায় অভিযোগ দায়ের করা হয়েছে । পুলিশের উচিত, তাদের গ্রেফতার করে কঠোর শাস্তির ব্যবস্থা করা । আকাশ এখন বাড়িছাড়া । সে কোথায় আছে আমরাও জানি না ।"


যদিও বিজেপির তোলা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন জেলা তৃণমূলের সভাপতি আবদুর রহিম বকসি । তিনি বলেন, "রাজ্য বিজেপির কাজই হল তৃণমূলের বিরুদ্ধাচারণ করা । তারা উন্নয়নের কোনও কাজে আসে না । আর তৃণমূল শুধু উন্নয়ন নিয়েই ভাবে । মানিকচকে তৃণমূলের কেউ এমন কাজ করেছে বলে আমি বিশ্বাস করি না । বর্তমানে বিজেপিই বিভিন্ন জায়গায় অনাস্থা আনার চেষ্টা করছে । সবাইকে লোভ দেখাচ্ছে । বিজেপির তরফে যে অভিযোগ তোলা হচ্ছে, তা পুরোপুরি মিথ্যে । এমন কোনও ঘটনাই ঘটেনি ।"

আরও পড়ুন : Girl Body Recovered From Grave : খুনের অভিযোগ মায়ের, কবর থেকে তোলা হল নাবালিকার দেহ

অন্যদিকে মানিকচক থানা সূত্রে জানা গিয়েছে, এই নিয়ে থানায় একটি জেনারেল ডায়েরি করা হলেও এখনও পর্যন্ত অভিযোগকারীর কোনও সন্ধান পাওয়া যায়নি ।

উল্লেখ্য, 18 আসন বিশিষ্ট মানিকচক গ্রাম পঞ্চায়েতে বিজেপির 10, তৃণমূলের 6 ও কংগ্রেসের এক সদস্য রয়েছেন । এর মধ্যে একজন নির্দল সদস্যও আছেন । মাসখানেক আগে বিজেপির 5 ও তৃণমূলের দুই সদস্যের সঙ্গে কংগ্রেস ও নির্দল সদস্য একজোট হয়ে প্রধান বিউটি মণ্ডলের বিরুদ্ধে অনাস্থা পেশ করেন । গত 16 সেপ্টেম্বর এ তলবি সভা ডাকে ব্লক প্রশাসন । যদিও পর্যাপ্ত পুলিশ না মেলায় সেদিনের সভা স্থগিত করে দেওয়া হয় । এখনও পর্যন্ত সেই সভা অনুষ্ঠিত হয়নি ।

আরও পড়ুন : Malda Medical : মালদা মেডিক্যালে শিশু মৃত্যু বেড়ে হল 3 ; অস্বাভাবিক নয়, দাবি কর্তৃপক্ষের

মানিকচক, 21 সেপ্টেম্বর : "গ্রামে ফিরলে মাথা কেটে বাবার গলায় ঝুলিয়ে দেওয়া হবে ।" ফোনে এক বিজেপি নেতাকে এমনই হুমকি দিয়েছে স্থানীয় এক তৃণমূল নেতা ৷ বিজেপির তরফে এমনটাই অভিযোগ ৷ ইতিমধ্যে সেই অডিয়ো ক্লিপ সোশাল মিডিয়ায় ভাইরাল । যদিও ইটিভি ভারত সেই ক্লিপের সত্যতা যাচাই করেনি । এই ঘটনায় তোলপাড় মালদা জেলার রাজনীতি ৷

এই নিয়ে শাসকদলের বিরুদ্ধে তালিবানি শাসন চালানোর অভিযোগ তুলেছেন বিজেপির জেলা সভাপতি । যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন জেলা তৃণমূলের সভাপতি ।

হুমকির জেরে গ্রাম ছাড়া বিজেপি নেতার নাম আকাশ শেখ । ঘটনাটি ঘটেছে মানিকচকের বড়বাগান এলাকায় । বড়বাগান গ্রামের বাসিন্দা আকাশ শেখ বিজেপির মানিকচক 24 নম্বর জেলা পরিষদের সংখ্যালঘু সেলের মণ্ডল সভাপতি । তিনি বলেন, "সম্প্রতি মানিকচক গ্রাম পঞ্চায়েতে আমাদের দলীয় প্রধান বিউটি মণ্ডলের বিরুদ্ধে তৃণমূলের সদস্য চাঁদ সুলতানা অনাস্থা নিয়ে আসেন । অনাস্থা পেশ করার পরেই তিনি পঞ্চায়েতের ন’জন সদস্যকে নিয়ে আত্মগোপন করেন । এরপর প্রধানের দিকে থাকা পঞ্চায়েত সদস্যরাও গা ঢাকা দেন । এর পরেই তৃণমূলের আসতারুল শেখ, সরিফুল শেখ, ভোলু শেখ, ইউনুস শেখ, জাকির শেখ, রাসু শেখ সহ 14-15 জন রাত একটা নাগাদ আমার বাড়িতে চড়াও হয় । বাড়ির দরজা, জানালায় ধাক্কা ও চিৎকার শুনে আমার ঘুম ভেঙে যায় । ঘরের ভিতর থেকে দেখি, ওরা সবাই আগ্নেয়াস্ত্র নিয়ে বাইরে দাঁড়িয়ে রয়েছে । ভয়ে আমি বাড়ি ছেড়ে পালাই । পরে দলীয় কর্মসূচিতে জেলা দফতরে এসে দেখি সেখানেও এক পঞ্চায়েত সদস্য প্রাণভয়ে লুকিয়ে রয়েছেন । সেই সময় আরেক পঞ্চায়েত সদস্যার স্বামীর মোবাইলে ফোন করে তৃণমূলের আলিম শেখ হুমকি দেয়, আমি গ্রামে ফিরে গেলে গলা কেটে আমার মাথা বাবার গলায় ঝুলিয়ে দেবে । তারপর থেকেই আমি প্রাণের ভয়ে মালদা শহরে লুকিয়ে রয়েছি । এনিয়ে মানিকচক থানায় অভিযোগ জানিয়েছি । কিন্তু তারপরও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি । গ্রামে গেলেই ওরা আমাকে খুন করবে ।"

আরও পড়ুন : Gang Rape : গাড়িতে তুলে নাবালিকাকে গণধর্ষণ, অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

এই ঘটনায় শাসকদলের বিরুদ্ধে তোপ দেগেছেন বিজেপির জেলা সভাপতি গোবিন্দচন্দ্র মণ্ডল । তিনি বলেন, "মানিকচক গ্রাম পঞ্চায়েতের পাঁচজন বিজেপি সদস্যকে তৃণমূল জোর করে তুলে নিয়ে যায় । সেখান থেকে আকাশ শেখকে উদ্ধার করে জেলার দলীয় কার্যালয়ে নিয়ে আসা হয় । তৃণমূল চেয়েছিল, বিজেপির প্রধানকে অপসারণ করে সেই পদে তাদের দলের সদস্যকে বসাবে । কিন্তু তাদের সেই চেষ্টা ব্যর্থ হয়েছে । এর পিছনে আকাশ শেখেরও হাত রয়েছে । তাই তারা আকাশের উপর ক্ষুব্ধ । আকাশকে খুন করার জন্য তারা কয়েকজনকে নির্দেশ দিয়ে তার মাথা কেটে নিয়ে আসতে বলেছে । যেন এক তালিবানি শাসন শুরু হয়েছে । এনিয়ে মানিকচক থানায় অভিযোগ দায়ের করা হয়েছে । পুলিশের উচিত, তাদের গ্রেফতার করে কঠোর শাস্তির ব্যবস্থা করা । আকাশ এখন বাড়িছাড়া । সে কোথায় আছে আমরাও জানি না ।"


যদিও বিজেপির তোলা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন জেলা তৃণমূলের সভাপতি আবদুর রহিম বকসি । তিনি বলেন, "রাজ্য বিজেপির কাজই হল তৃণমূলের বিরুদ্ধাচারণ করা । তারা উন্নয়নের কোনও কাজে আসে না । আর তৃণমূল শুধু উন্নয়ন নিয়েই ভাবে । মানিকচকে তৃণমূলের কেউ এমন কাজ করেছে বলে আমি বিশ্বাস করি না । বর্তমানে বিজেপিই বিভিন্ন জায়গায় অনাস্থা আনার চেষ্টা করছে । সবাইকে লোভ দেখাচ্ছে । বিজেপির তরফে যে অভিযোগ তোলা হচ্ছে, তা পুরোপুরি মিথ্যে । এমন কোনও ঘটনাই ঘটেনি ।"

আরও পড়ুন : Girl Body Recovered From Grave : খুনের অভিযোগ মায়ের, কবর থেকে তোলা হল নাবালিকার দেহ

অন্যদিকে মানিকচক থানা সূত্রে জানা গিয়েছে, এই নিয়ে থানায় একটি জেনারেল ডায়েরি করা হলেও এখনও পর্যন্ত অভিযোগকারীর কোনও সন্ধান পাওয়া যায়নি ।

উল্লেখ্য, 18 আসন বিশিষ্ট মানিকচক গ্রাম পঞ্চায়েতে বিজেপির 10, তৃণমূলের 6 ও কংগ্রেসের এক সদস্য রয়েছেন । এর মধ্যে একজন নির্দল সদস্যও আছেন । মাসখানেক আগে বিজেপির 5 ও তৃণমূলের দুই সদস্যের সঙ্গে কংগ্রেস ও নির্দল সদস্য একজোট হয়ে প্রধান বিউটি মণ্ডলের বিরুদ্ধে অনাস্থা পেশ করেন । গত 16 সেপ্টেম্বর এ তলবি সভা ডাকে ব্লক প্রশাসন । যদিও পর্যাপ্ত পুলিশ না মেলায় সেদিনের সভা স্থগিত করে দেওয়া হয় । এখনও পর্যন্ত সেই সভা অনুষ্ঠিত হয়নি ।

আরও পড়ুন : Malda Medical : মালদা মেডিক্যালে শিশু মৃত্যু বেড়ে হল 3 ; অস্বাভাবিক নয়, দাবি কর্তৃপক্ষের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.