ETV Bharat / state

নিয়োগের দাবিতে ডেপুটেশন ডিএলএড প্রশিক্ষিত প্রাথমিক টেট উত্তীর্ণরা - শিক্ষক নিয়োগের দাবিতে জেলাশাসককে ডেপুটেশন টেট উত্তীর্ণদের

নিয়োগের দাবিতে ইতিমধ্যেই রাজ্যে নিজেদের আরাজনৈতিক মঞ্চ তৈরি করেছেন টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা ৷ তার নাম প্রাথমিক টেট উত্তীর্ণ প্রশিক্ষিত ঐক্য মঞ্চ (DLed) ৷ আজ সেই মঞ্চের ব্যানারে তাঁরা জেলাশাসককে ডেপুটেশন দিলেন ৷

deputation_for_recruitment
শিক্ষক নিয়োগের দাবিতে জেলাশাসককে ডেপুটেশন টেট উত্তীর্ণদের
author img

By

Published : Nov 5, 2020, 7:16 PM IST

মালদা, 5 নভেম্বর : এগিয়ে আসছে একুশের নির্বাচন ৷ তার আগে শিক্ষক নিয়োগের দাবিতে ফের সরব হলেন DLed প্রশিক্ষিত প্রাথমিক টেট উত্তীর্ণরা ৷ নিজেদের দাবিতে আজ তাঁরা জেলাশাসককে একটি ডেপুটেশন দেন ৷ দাবি পূরণ না হলে তাঁরা যে ভোটের আগেই আন্দোলনের রাস্তায় নামতে চলেছেন, তারও আভাস দিয়েছেন আজ ৷

নিয়োগের দাবিতে ইতিমধ্যেই রাজ্যে নিজেদের আরাজনৈতিক মঞ্চ তৈরি করেছেন টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা ৷ নাম প্রাথমিক টেট উত্তীর্ণ প্রশিক্ষিত ঐক্য মঞ্চ (DLed) ৷ আজ সেই মঞ্চের ব্যানারে তাঁরা জেলাশাসককে ডেপুটেশন দিলেন ৷ তাতে তাঁরা জানান, 2015 সালে প্রাথমিকে নিয়োগের পর শিক্ষামন্ত্রী ঘোষণা করেছিলেন, টেট উত্তীর্ণ এবং DLed প্রশিক্ষিতদের ধাপে ধাপে নিয়োগ করা হবে ৷ তাঁর সেই ঘোষণার পর নিয়োগের প্রক্রিয়াও শুরু হয় ৷ কিন্তু এরপরেও কয়েকশো টেট উত্তীর্ণ DLed প্রশিক্ষিত চাকরিপ্রার্থী বঞ্চিত থেকে যান ৷

এরই মধ্যে 2019 সালের 8 এপ্রিল কলকাতা হাইকোর্টের বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় রায় দেন, তাঁদের মতো DLed প্রশিক্ষিত টেট উত্তীর্ণদের টেট সার্টিফিকেট দিতে হবে ৷ সেই সার্টিফিকেট প্রদানের দিন থেকে দু’বছর বৈধ থাকবে ৷ কিন্তু রায় ঘোষণার পর এক বছর সাত মাস পেরিয়ে গেলেও তাঁদের সেই সার্টিফিকেট দেওয়া হয়নি ৷ গত 21 জুন শিক্ষামন্ত্রী একটি জনপ্রিয় সংবাদমাধ্যমে তাঁদের প্রতি নিজের সহানুভূতিশীলতার কথা জানিয়েছিলেন ৷ কিন্তু এতদিন পেরিয়ে যাওয়ার পরেও এব্যাপারে কোনও সরকারি নির্দেশিকা জারি হয়নি ৷

শিক্ষক নিয়োগের দাবিতে জেলাশাসককে ডেপুটেশন টেট উত্তীর্ণদের

গত দু’বছর ধরে নিয়োগের দাবি নিয়ে তাঁরা সংশ্লিষ্ট দপ্তর, মন্ত্রী থেকে শুরু করে মুখ্যমন্ত্রীকেও লিখিত আবেদন জানিয়েছেন ৷ কোনও কাজ হয়নি ৷ দীর্ঘ প্রতীক্ষার পরেও চাকরি না পেয়ে আর্থিক অনটন ও মানসিক অবসাদে তাঁদের দুই সঙ্গী আত্মহত্যার পথ বেছে নিয়েছেন ৷ কিন্তু সমস্যা আজও মেটেনি ৷ তাই আজ তাঁরা জেলাশাসককে নিজেদের দাবি সম্বলিত ডেপুটেশন দেন ৷

মঞ্চের মালদা জেলা সম্পাদক পলাশ ঘোষ বলেন, " 2015 সালে টেট পরীক্ষায় আমরা উত্তীর্ণ হয়েছিলাম ৷ কিন্তু DLed প্রশিক্ষণ না থাকার জন্য সেই সময় আমরা চাকরি পাইনি ৷ পরবর্তীতে আমরা সেই প্রশিক্ষণ গ্রহণ করি ৷ পরীক্ষায় উত্তীর্ণও হই ৷ শিক্ষামন্ত্রী সেই সময় জানিয়েছিলেন, টেট উত্তীর্ণরা DLed প্রশিক্ষণ নিয়ে সরলীকরণের মাধ্যমে তাঁদের ধাপে ধাপে নিয়োগ করা হবে ৷ সেই কাজ শুরুও হয়েছিল ৷ সেই অনুযায়ী 2014-16 এবং 2015-17 সালের ব্যাচ চাকরিও পেয়েছে ৷ কিন্তু 2015-17 ও 2016-18 রেগুলার বোর্ডে থাকা গোটা রাজ্যের টেট উত্তীর্ণ DLed প্রশিক্ষিত প্রায় 1200 প্রার্থী এখনও চাকরি পায়নি ৷ মালদাতেও প্রায় 9 হাজার প্রার্থী পাশ করেছিলেন ৷ আমরা অবিলম্বে নিয়োগ চাইছি ৷ আজ আমরা জেলাশাসককে ডেপুটেশন দিলাম ৷ অবিলম্বে আমাদের চাকরিতে নিয়োগ না করা হলে আমরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব ৷ "

মালদা, 5 নভেম্বর : এগিয়ে আসছে একুশের নির্বাচন ৷ তার আগে শিক্ষক নিয়োগের দাবিতে ফের সরব হলেন DLed প্রশিক্ষিত প্রাথমিক টেট উত্তীর্ণরা ৷ নিজেদের দাবিতে আজ তাঁরা জেলাশাসককে একটি ডেপুটেশন দেন ৷ দাবি পূরণ না হলে তাঁরা যে ভোটের আগেই আন্দোলনের রাস্তায় নামতে চলেছেন, তারও আভাস দিয়েছেন আজ ৷

নিয়োগের দাবিতে ইতিমধ্যেই রাজ্যে নিজেদের আরাজনৈতিক মঞ্চ তৈরি করেছেন টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা ৷ নাম প্রাথমিক টেট উত্তীর্ণ প্রশিক্ষিত ঐক্য মঞ্চ (DLed) ৷ আজ সেই মঞ্চের ব্যানারে তাঁরা জেলাশাসককে ডেপুটেশন দিলেন ৷ তাতে তাঁরা জানান, 2015 সালে প্রাথমিকে নিয়োগের পর শিক্ষামন্ত্রী ঘোষণা করেছিলেন, টেট উত্তীর্ণ এবং DLed প্রশিক্ষিতদের ধাপে ধাপে নিয়োগ করা হবে ৷ তাঁর সেই ঘোষণার পর নিয়োগের প্রক্রিয়াও শুরু হয় ৷ কিন্তু এরপরেও কয়েকশো টেট উত্তীর্ণ DLed প্রশিক্ষিত চাকরিপ্রার্থী বঞ্চিত থেকে যান ৷

এরই মধ্যে 2019 সালের 8 এপ্রিল কলকাতা হাইকোর্টের বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় রায় দেন, তাঁদের মতো DLed প্রশিক্ষিত টেট উত্তীর্ণদের টেট সার্টিফিকেট দিতে হবে ৷ সেই সার্টিফিকেট প্রদানের দিন থেকে দু’বছর বৈধ থাকবে ৷ কিন্তু রায় ঘোষণার পর এক বছর সাত মাস পেরিয়ে গেলেও তাঁদের সেই সার্টিফিকেট দেওয়া হয়নি ৷ গত 21 জুন শিক্ষামন্ত্রী একটি জনপ্রিয় সংবাদমাধ্যমে তাঁদের প্রতি নিজের সহানুভূতিশীলতার কথা জানিয়েছিলেন ৷ কিন্তু এতদিন পেরিয়ে যাওয়ার পরেও এব্যাপারে কোনও সরকারি নির্দেশিকা জারি হয়নি ৷

শিক্ষক নিয়োগের দাবিতে জেলাশাসককে ডেপুটেশন টেট উত্তীর্ণদের

গত দু’বছর ধরে নিয়োগের দাবি নিয়ে তাঁরা সংশ্লিষ্ট দপ্তর, মন্ত্রী থেকে শুরু করে মুখ্যমন্ত্রীকেও লিখিত আবেদন জানিয়েছেন ৷ কোনও কাজ হয়নি ৷ দীর্ঘ প্রতীক্ষার পরেও চাকরি না পেয়ে আর্থিক অনটন ও মানসিক অবসাদে তাঁদের দুই সঙ্গী আত্মহত্যার পথ বেছে নিয়েছেন ৷ কিন্তু সমস্যা আজও মেটেনি ৷ তাই আজ তাঁরা জেলাশাসককে নিজেদের দাবি সম্বলিত ডেপুটেশন দেন ৷

মঞ্চের মালদা জেলা সম্পাদক পলাশ ঘোষ বলেন, " 2015 সালে টেট পরীক্ষায় আমরা উত্তীর্ণ হয়েছিলাম ৷ কিন্তু DLed প্রশিক্ষণ না থাকার জন্য সেই সময় আমরা চাকরি পাইনি ৷ পরবর্তীতে আমরা সেই প্রশিক্ষণ গ্রহণ করি ৷ পরীক্ষায় উত্তীর্ণও হই ৷ শিক্ষামন্ত্রী সেই সময় জানিয়েছিলেন, টেট উত্তীর্ণরা DLed প্রশিক্ষণ নিয়ে সরলীকরণের মাধ্যমে তাঁদের ধাপে ধাপে নিয়োগ করা হবে ৷ সেই কাজ শুরুও হয়েছিল ৷ সেই অনুযায়ী 2014-16 এবং 2015-17 সালের ব্যাচ চাকরিও পেয়েছে ৷ কিন্তু 2015-17 ও 2016-18 রেগুলার বোর্ডে থাকা গোটা রাজ্যের টেট উত্তীর্ণ DLed প্রশিক্ষিত প্রায় 1200 প্রার্থী এখনও চাকরি পায়নি ৷ মালদাতেও প্রায় 9 হাজার প্রার্থী পাশ করেছিলেন ৷ আমরা অবিলম্বে নিয়োগ চাইছি ৷ আজ আমরা জেলাশাসককে ডেপুটেশন দিলাম ৷ অবিলম্বে আমাদের চাকরিতে নিয়োগ না করা হলে আমরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব ৷ "

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.