ETV Bharat / state

Sukanta Demands NIA Probe: কাঁথির বোমা বিস্ফোরণে এনআইএ তদন্তের দাবি সুকান্তের - কাঁথির বোমা বিস্ফোরণ

পূর্ব মেদিনীপুরের ভগবানপুর 2 ব্লকের ভূপতিনগরে বোমা বিস্ফোরণে উড়ে গিয়েছে তৃণমূল নেতার বাড়ি (Bhupatinagar Bomb Blast) ৷ ঘটনায় তৃণমূলের বুথ সভাপতি-সহ 3 জনের দেহ উদ্ধার হয়েছে (TMC Booth President Body Recovered) ৷ এবার এই ঘটনায় এনআইএ তদন্তের দাবি করলেন সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) ৷ তিনি চিঠি দিচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে ৷

Sukanta Demands NIA Probe
Sukanta Demands NIA Probe
author img

By

Published : Dec 3, 2022, 11:04 PM IST

মালদা, 3 ডিসেম্বর: অভিষেকের (Abhishek Banerjee) সভার আগে কাঁথির ভূপতিনগরে বোমা বিস্ফোরণে (Bhupatinagar Bomb Blast) মৃত্যু হয়েছে তৃণমূলের ওই বুথের সভাপতি রাজকুমার মান্না-সহ তিনজনের (TMC Booth President Body Recovered) ৷ সেই ঘটনায় এনআইএ তদন্তের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন জানাতে চলেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) ৷ তাঁর ব্যাঙ্গোক্তি, "ওখানে বোমা বানাতে গিয়ে তিন বিজ্ঞানীর মৃত্যু হয়েছে ৷"

দলের পোস্টাল সংগঠনের একটি অনুষ্ঠানে অংশ নিতে আজ মালদায় আসেন সুকান্ত ৷ দলীয় বৈঠকও করেছেন তিনি ৷ এরপর মালদা সার্কিট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন ৷ আজ কাঁথি ও ডায়মন্ডহারবারে অভিষেক আর শুভেন্দুর সভা নিয়ে রাজ্য রাজনীতি কৌতুহলে রয়েছে ৷ তা নিয়ে সংবাদমাধ্যমের একাধিক প্রশ্নের জবাব দিয়েছেন তিনি ৷

কাঁথির প্রভাত কুমার কলেজের মাঠে সভা অভিষেকের ৷ যেখান থেকে অধিকারী বাড়ি 'শান্তিকুঞ্জ' মেরেকেটে 100 মিটার দূরে ৷ এ নিয়ে সুকান্ত বলেন, "আজ শনিবার ৷ কলেজ বন্ধ নয় ৷ অথচ সেই মাঠেই সভা করছে তৃণমূল ৷ তবে দলীয় কর্মসূচির জন্য দু’চারটে স্কুল-কলেজ বন্ধ থাকলে কী এমন এসে যায় ৷ এটা এগিয়ে বাংলা মডেল ৷ এখানে ছেলেমেয়েরা পড়াশোনা না করেই বেশি নম্বর পায় ৷ মুখ্যমন্ত্রী তো বলেই দিয়েছেন, নম্বব বেশি বেশি দিয়ে দেবেন৷ মাননীয়া মুখ্যমন্ত্রী তো হীরক রাজারই অনুসারী ৷ তাই এই রাজ্যেও লেখাপড়া করে যেই, অনাহারে মরে সেই ৷ তাই এভাবেই অভিষেকবাবু সভা করবেন ৷ পড়াশোনা না করেই দু’কোটি টাকার গাড়িতে চড়তে পারে, পড়াশোনা করে কী হবে !"

কাঁথির বোমা বিস্ফোরণে এনআইএ তদন্তের দাবি সুকান্তের

সুকান্ত আরও বলেন, "শান্তিকুঞ্জ শুভেন্দুদার বাড়ি ৷ সেই বাড়ি থেকে খুব কাছেই তৃণমূলের সভা হচ্ছে ৷ তারস্বরে মাইক বাজছে৷ ওই বাড়িতে রাজ্যের একজন বয়স্ক রাজনীতিবিদ বাস করেন ৷ যিনি তৃণমূলের প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে একজন ৷ দলমত নির্বিশেষে সবাই তাঁকে শ্রদ্ধা করে ৷ ওই বাড়িতে তাঁর ষাটোর্ধ অসুস্থ স্ত্রী রয়েছেন ৷ তাঁকে সবসময় নার্স দেখাশোনা করেন ৷ তাঁদের এভাবে ব্যতিব্যস্ত করা বাংলার সংস্কৃতি বলে মনে হয় না ৷ একজন ম্যাজিস্ট্রেট অবশ্য ওই বাড়ি দেখে সভা করার সবুজ সংকেত দিয়েছেন৷ কিন্তু তাঁর তো কিছু করার ক্ষমতা নেই ৷ দিদিমনি আর ভাইপো যা বলে দেবেন, তার বাইরে ম্যাজিস্ট্রেটের কিছু বলার ক্ষমতা আছে ! পুলিশ আর প্রশাসন তৃণমূলেরই উইং ৷ এই জেলার জেলাশাসক সিংঘানিয়া সাহেব হবিবপুরে যখন যাচ্ছেন তখন সেখানকার বিধায়ক তাঁর সঙ্গে নেই ৷ তৃণমূলের একজন বিধায়ককে ভাড়া করে সঙ্গে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন ৷"

আরও পড়ুন: অভিষেকের সভার আগে তৃণমূল নেতার বাড়িতে বিস্ফোরণ, মৃত বুথ সভাপতি-সহ 3

ডায়মন্ডহারবারে শুভেন্দুর সভায় বাধাদান প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতির মন্তব্য, " শুভেন্দুদাকে সেখানে সভা করতে বলা হয়েছে ৷ বিজেপির কর্মী-সমর্থকরাও সেই সভায় যাবেন ৷ আর কাঁথিতে পশ্চিমবঙ্গের জন্য বোমা বানাতে গিয়ে তিনজন বিজ্ঞানী মারা গিয়েছেন ৷ তাঁরা বিশিষ্ট বিজ্ঞানী ৷ রাজ্য সরকারকে অনুরোধ করব, পরবর্তীতে যখন বিধানসভা খুলবে তখন যেন এই বিজ্ঞানীদের জন্য একটু শোক পালন করা হয় ৷ ভূপতিনগরে যে বোমা বিস্ফোরণ হয়েছে, আমরা তার এনআইএ তদন্ত চাইছি ৷ তার নির্দেশ দেওয়ার জন্য জন্য আমি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠিও লিখছি ৷ যেখানে বিস্ফোরণে তিনজন মারা গিয়েছে, সেখানে এনআইএ তদন্ত করতে পারে ৷ তাদের সেই অধিকার রয়েছে ৷"

মালদা, 3 ডিসেম্বর: অভিষেকের (Abhishek Banerjee) সভার আগে কাঁথির ভূপতিনগরে বোমা বিস্ফোরণে (Bhupatinagar Bomb Blast) মৃত্যু হয়েছে তৃণমূলের ওই বুথের সভাপতি রাজকুমার মান্না-সহ তিনজনের (TMC Booth President Body Recovered) ৷ সেই ঘটনায় এনআইএ তদন্তের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আবেদন জানাতে চলেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) ৷ তাঁর ব্যাঙ্গোক্তি, "ওখানে বোমা বানাতে গিয়ে তিন বিজ্ঞানীর মৃত্যু হয়েছে ৷"

দলের পোস্টাল সংগঠনের একটি অনুষ্ঠানে অংশ নিতে আজ মালদায় আসেন সুকান্ত ৷ দলীয় বৈঠকও করেছেন তিনি ৷ এরপর মালদা সার্কিট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন ৷ আজ কাঁথি ও ডায়মন্ডহারবারে অভিষেক আর শুভেন্দুর সভা নিয়ে রাজ্য রাজনীতি কৌতুহলে রয়েছে ৷ তা নিয়ে সংবাদমাধ্যমের একাধিক প্রশ্নের জবাব দিয়েছেন তিনি ৷

কাঁথির প্রভাত কুমার কলেজের মাঠে সভা অভিষেকের ৷ যেখান থেকে অধিকারী বাড়ি 'শান্তিকুঞ্জ' মেরেকেটে 100 মিটার দূরে ৷ এ নিয়ে সুকান্ত বলেন, "আজ শনিবার ৷ কলেজ বন্ধ নয় ৷ অথচ সেই মাঠেই সভা করছে তৃণমূল ৷ তবে দলীয় কর্মসূচির জন্য দু’চারটে স্কুল-কলেজ বন্ধ থাকলে কী এমন এসে যায় ৷ এটা এগিয়ে বাংলা মডেল ৷ এখানে ছেলেমেয়েরা পড়াশোনা না করেই বেশি নম্বর পায় ৷ মুখ্যমন্ত্রী তো বলেই দিয়েছেন, নম্বব বেশি বেশি দিয়ে দেবেন৷ মাননীয়া মুখ্যমন্ত্রী তো হীরক রাজারই অনুসারী ৷ তাই এই রাজ্যেও লেখাপড়া করে যেই, অনাহারে মরে সেই ৷ তাই এভাবেই অভিষেকবাবু সভা করবেন ৷ পড়াশোনা না করেই দু’কোটি টাকার গাড়িতে চড়তে পারে, পড়াশোনা করে কী হবে !"

কাঁথির বোমা বিস্ফোরণে এনআইএ তদন্তের দাবি সুকান্তের

সুকান্ত আরও বলেন, "শান্তিকুঞ্জ শুভেন্দুদার বাড়ি ৷ সেই বাড়ি থেকে খুব কাছেই তৃণমূলের সভা হচ্ছে ৷ তারস্বরে মাইক বাজছে৷ ওই বাড়িতে রাজ্যের একজন বয়স্ক রাজনীতিবিদ বাস করেন ৷ যিনি তৃণমূলের প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে একজন ৷ দলমত নির্বিশেষে সবাই তাঁকে শ্রদ্ধা করে ৷ ওই বাড়িতে তাঁর ষাটোর্ধ অসুস্থ স্ত্রী রয়েছেন ৷ তাঁকে সবসময় নার্স দেখাশোনা করেন ৷ তাঁদের এভাবে ব্যতিব্যস্ত করা বাংলার সংস্কৃতি বলে মনে হয় না ৷ একজন ম্যাজিস্ট্রেট অবশ্য ওই বাড়ি দেখে সভা করার সবুজ সংকেত দিয়েছেন৷ কিন্তু তাঁর তো কিছু করার ক্ষমতা নেই ৷ দিদিমনি আর ভাইপো যা বলে দেবেন, তার বাইরে ম্যাজিস্ট্রেটের কিছু বলার ক্ষমতা আছে ! পুলিশ আর প্রশাসন তৃণমূলেরই উইং ৷ এই জেলার জেলাশাসক সিংঘানিয়া সাহেব হবিবপুরে যখন যাচ্ছেন তখন সেখানকার বিধায়ক তাঁর সঙ্গে নেই ৷ তৃণমূলের একজন বিধায়ককে ভাড়া করে সঙ্গে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন ৷"

আরও পড়ুন: অভিষেকের সভার আগে তৃণমূল নেতার বাড়িতে বিস্ফোরণ, মৃত বুথ সভাপতি-সহ 3

ডায়মন্ডহারবারে শুভেন্দুর সভায় বাধাদান প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতির মন্তব্য, " শুভেন্দুদাকে সেখানে সভা করতে বলা হয়েছে ৷ বিজেপির কর্মী-সমর্থকরাও সেই সভায় যাবেন ৷ আর কাঁথিতে পশ্চিমবঙ্গের জন্য বোমা বানাতে গিয়ে তিনজন বিজ্ঞানী মারা গিয়েছেন ৷ তাঁরা বিশিষ্ট বিজ্ঞানী ৷ রাজ্য সরকারকে অনুরোধ করব, পরবর্তীতে যখন বিধানসভা খুলবে তখন যেন এই বিজ্ঞানীদের জন্য একটু শোক পালন করা হয় ৷ ভূপতিনগরে যে বোমা বিস্ফোরণ হয়েছে, আমরা তার এনআইএ তদন্ত চাইছি ৷ তার নির্দেশ দেওয়ার জন্য জন্য আমি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠিও লিখছি ৷ যেখানে বিস্ফোরণে তিনজন মারা গিয়েছে, সেখানে এনআইএ তদন্ত করতে পারে ৷ তাদের সেই অধিকার রয়েছে ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.