মালদা, 3 নভেম্বর: কয়েক বছর আগেও আফিম উৎপাদনে শুধু রাজ্য নয়, গোটা দেশের প্রথম সারিতে ছিল মালদার নাম । 5-7 বছর আগেও জেলার আনাচে-কানাচে হত বেআইনি পোস্তর চাষ (Illegal Poppy Cultivation)। ভিন রাজ্য তো বটেই, ভিন দেশ থেকেও জেলায় ঘাঁটি গাড়ত মাদক মাফিয়ারা । শেষ পর্যন্ত 2016 সালে জেলা পুলিশ ও সাধারণ প্রশাসন বেআইনি পোস্ত চাষমুক্ত মালদা গড়ার উদ্যোগ নেয় । ধীরে ধীরে তার সুফল মিলতে শুরু করে । কমতে থাকে পোস্ত চাষের এলাকা । শেষ পর্যন্ত গত তিন বছর ধরে মালদা জেলা বেআইনি পোস্তচাষ মুক্ত জেলা হিসেবে পরিচিত হয়েছে । সাধারণ কৃষিজীবী তো বটেই, গঙ্গার চরেও এখন পোস্ত চাষ করার সাহস দেখায় না কেউ । অন্তত তেমনটাই দাবি জেলা প্রশাসনের ।
বেআইনি পোস্ত চাষ রুখতে মরিয়া জেলা ও পুলিশ প্রশাসন । নারকোটিক কন্ট্রোল ব্যুরো (এনসিবি) ও টেকনোলজির সাহায্য নিয়ে গত বছরগুলির মতো এ বছরও পোস্ত চাষ পুরোপুরি নির্মূল করতে একাধিক পদক্ষেপ করেছে প্রশাসন । এ নিয়ে আজ দুপুর জেলা প্রশাসনিক ভবনে একটি বৈঠকের আয়োজন করা হয় । বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক নিতীন সিংহানিয়া, পুলিশ সুপার প্রদীপকুমার যাদব (ভার্চুয়ালি), অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) বৈভব চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার অমিতকুমার শাহ-সহ আবগারি দফতরের আধিকারিকরা । ভার্চুয়ালি যোগদান করেছিলেন এনসিবি আধিকারিক, সমস্ত ব্লকের বিডিও ও সমস্ত থানার আইসিরা ।
আরও পড়ুন: মাটির নীচ থেকে উদ্ধার জোড়া মূর্তি, পুজো দিতে ছুটছেন স্থানীয়রা !
জেলাশাসক নিতীন সিংহানিয়া বলেন, "বেআইনি পোস্ত চাষ নিয়ে আজ জেলা জুড়ে ভার্চুয়ালি বৈঠক করা হয়েছে । 2016 সালের পর থেকে জেলা জুড়ে বেআইনি পোস্ত চাষ হয়নি । 2016 সালের আগে যেখানে বেআইনি পোস্ত চাষের ডেটাবেস তৈরি করা হচ্ছে, সেই সময়গুলোতে 2-3 একর জমিতে বেআইনি পোস্ত চাষ হয়েছিল । সেগুলি নষ্ট করে দেওয়া হয় । গত দু-তিন বছরে যেমন বেআইনি পোস্ত চাষ পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে, সেই ধারা বজায় রাখতে আমরা আরও সতর্ক থাকছি । প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকা ধরে জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে বৈঠক করা হবে । চর এলাকাগুলিতে ড্রোন ব্যবহার করে নজরদারি চালানো হবে । আমরা আশা করছি, গত বছরগুলোর মতো এ বারও আমরা বেআইনি পোস্ত চাষ পুরোপুরি আটকে দিতে পারব ।"