মালদা, 26 জানুয়ারি: মালদা শহরের একটি হোটেলে মিলল মধুচক্রের আসর। পুলিশি হানায় হাতেনাতে গ্রেপ্তার তিন পুরুষ ও তিন মহিলা। ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করা হবে।
দীর্ঘদিন ধরেই মালদা শহরে মধুচক্রের আসর চালানোর অভিযোগ উঠছিল। অভিযুক্তদের ধরতে নজরদারি চালাচ্ছিল পুলিশও। অবশেষে মালদা শহরের একটি লজে হানা দিয়ে মধুচক্রের সঙ্গে জড়িত থাকা তিন পুরুষ ও তিন মহিলাকে আপত্তিকর অবস্থায় পেয়ে গ্রেপ্তার করে ইংরেজবাজার থানার পুলিশ।
আরও পড়ুন: আদিবাসী উন্নয়নে কাজ করে পদ্মশ্রী মালদার কমলি সোরেন
ইংরেজবাজার থানার আইসি মদনমোহন রায় বলেন, “আমাদের কাছে খবর ছিল মালদা শহরের বেশ কিছু হোটেলে মধুচক্রের আসর চলছে। অতিরিক্ত পুলিশসুপার (গ্রামীণ) অনীশ সরকারের নেতৃত্বে আমি, থানার টাউনবাবু অনিমেষ সমাজপতি-সহ পুলিশের একটি দল মালদা শহরের রামকৃষ্ণপল্লী সংলগ্ন একটি লজে হানা দিই। সেখানে তিন পুরুষ ও তিন মহিলাকে আপত্তিকর অবস্থায় পাওয়া যায়। ওই মহিলা ও পুরুষদের গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে। লজের মালিকের বিরুদ্ধেও আমরা মামলা করেছি। আমাদের কাছে বেশ কিছু হোটেলের তালিকা রয়েছে। কিন্তু এ সব ক্ষেত্রে হাতেনাতে ধরতে হয়। এ ধরনের পুলিশি হানা জারি থাকবে।”