চাঁচল, 17 জানুয়ারি : হাসপাতালের নির্মাণ শেষ হয়েছে 2011 সালে । ঘটা করে তা উদ্বোধনও করেছিলেন মালদা জেলা পরিষদের তৎকালীন সভাপতি তথা বর্তমানে রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন । কথা ছিল, নতুন এই হাসপাতালে 10টি শয্যা চালু করা হবে । থাকবেন চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী । ফলে এলাকার বেশ কয়েকটি গ্রামের প্রসূতিদের আর সাত-আট কিলোমিটার দূরের চাঁচল হাসপাতালে যেতে হবে না । কিন্তু প্রায় 10 বছর কেটে গেলেও এখনও পর্যন্ত তার কিছুই হয়নি ৷ ফলে পুরনো উপস্বাস্থ্যকেন্দ্রেই রোগী নিয়ে ছুটতে বাধ্য হচ্ছেন বেশ কয়েকটি গ্রামের মানুষ । কবে এই হাসপাতাল চালু হবে, তা জানা নেই খোদ ব্লক স্বাস্থ্য আধিকারিকেরও ।
ঘটনাস্থল মালদার চাঁচল 1 নম্বর ব্লকের মকদুমপুর গ্রাম পঞ্চায়েতের নদীসিক গ্রাম (Chanchal news) । সেখানে একটি উপস্বাস্থ্যকেন্দ্র রয়েছে । তার উপরেই নির্ভর করেন নদীসিক-সহ আশেপাশের আট-দশটি গ্রামের মানুষ । দীর্ঘদিন ধরে স্থানীয় গ্রামবাসীরা এখানে একটি হাসপাতাল চালু করার দাবি জানিয়ে আসছিলেন । সেই দাবি মেনে তৎকালীন জেলা পরিষদ কর্তৃপক্ষ এখানে 10টি শয্যার একটি হাসপাতাল ভবন নির্মাণের উদ্যোগ নেয় । সেই হাসপাতাল তৈরির পর উদ্বোধনও হয়ে গিয়েছে 2011 সালেই ৷ তবুও এই 10 বছরে সেখানে চালু হয়নি কোনও পরিষেবা ৷ ফলে এলাকাবাসীদের সমস্যার কোনও সমাধান হয়নি ৷
আরও পড়ুন : Covid Norms Violation : মা কিচেনে খাবার কেনার লাইনে শিকেয় করোনাবিধি, অসহায় পৌরকর্মীরা
রাত বিরেতে রোগীকে নিয়ে এখনও এলাকাবাসীকে আট কিলোমিটার দূরের চাঁচল হাসপাতালে দৌড়তে হয় । এদিকে পরিষেবা চালু না হওয়ায় পড়ে থেকে হাসপাতাল ভবনের দশাও বেহাল হয়ে পড়ছে । ডাক্তার-নার্স-রোগীদের বদলে সেখানে এখন চরছে গরু-ছাগল ৷ হাসপাতালের সামনের মাঠ এখন তাদেরই আস্তানা ৷ ভবনের ভিতরে জমছে আবর্জনা । এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভ জমছে । ক্ষোভ রয়েছে এলাকার জনপ্রতিনিধিরও । প্রত্যেকেই দ্রুত হাসপাতাল চালুর দাবি তুলছেন ।
একই দাবি জানিয়েছেন নদীসিক গ্রামের পঞ্চায়েত সদস্য ওবাইদুর চৌধুরী ৷ তাঁর কথায়, "নদীসিক গ্রামে দুটো হাসপাতাল । একটা পুরনো উপস্বাস্থ্যকেন্দ্র, আরেকটি নির্মিত নতুন হাসপাতাল । 2009 সালে নতুন এই হাসপাতালটি নির্মাণের প্রস্তাব জেলা পরিষদে গৃহীত হয় । 2011 সালে তার কাজ শেষ হয়ে গিয়েছে । বিশেষত প্রসূতি ও শিশুদের জন্য এই হাসপাতালটি তৈরি হয়েছে । এলাকার বাসিন্দা ও জনপ্রতিনিধি হিসাবে আমিও চাই হাসপাতালটি চালু করা হোক । যেখানে তিনজন চিকিৎসক, 10জন নার্স ও স্বাস্থ্যকর্মী নিয়োগ হওয়ার কথা ছিল । কোভিডের প্রথম দফায় আমরা ওখানে ভিনরাজ্য থেকে আসা পরিযায়ী শ্রমিকদের থাকার ব্যবস্থা করেছিলাম । পরে সেখানে কোভিড টিকাকরণের ব্যবস্থাও করা হয়েছিল । প্রায় 10 বছর ধরে তৈরি হয়ে পড়ে থাকায় সেখানে এখন গোরু-ছাগল রাখা হচ্ছে । এটা ঠিক নয় । আমার আরও দাবি, চাঁচলে সুপার স্পেশালিটি হাসপাতাল হয়ে যাওয়ায় এখন সেখান থেকে ব্লক স্বাস্থ্য আধিকারিককে এই নতুন হাসপাতালে স্থানান্তরিত করা হোক ।"
এই বিষয়ে চাঁচল 1 নম্বরের ব্লক স্বাস্থ্য আধিকারিক আখতার হোসেন বলেন, "এখন নদীসিকে উপস্বাস্থ্যকেন্দ্র চালু রয়েছে । সেখানে প্রতিদিন 100-150 জন রোগী স্বাস্থ্য পরিষেবা নিতে আসেন । একজন চিকিৎসক প্রতিদিন আউটডোর পরিষেবা দেন । শুনেছিলাম সেখানে একটি হাসপাতাল হওয়ার কথা ছিল । আমি দায়িত্ব নেওয়ার পর ওই হাসপাতাল চালুর ব্যাপারে কোনও নির্দেশিকা আসেনি । স্থানীয় বিধায়ক কিংবা সাংসদ যদি হাসপাতালটি চালুর উদ্যোগ নেন, তবে সেটি দ্রুত চালু হতে পারে ।"
আরও পড়ুন : Chanchal School Indoor Stadium : চাঁচলে স্কুল পড়ুয়াদের জন্য তৈরি স্টেডিয়াম এখন সাইকেলের গুদাম