ETV Bharat / state

পুরাতন মালদার স্কুলে চালু হল সেফ হোম - Safe Home

এদিকে ভাইরাসের ধাক্কায় প্রায় দেড় বছর ধরে বন্ধ রয়েছে স্কুল ৷ এই পরিস্থিতিতে কিছু স্কুলে সেফ হোম তৈরির নির্দেশ দিয়েছে রাজ্য সরকার ৷ যেসব সংক্রমিতের বাড়িতে নিভৃতবাসে থাকা সমস্যা, তাঁদের থাকার জন্যই এমন হোমের ব্যবস্থা ৷

মালদায় চালু হল দ্বিতীয় স্কুল সেফ হোম
মালদায় চালু হল দ্বিতীয় স্কুল সেফ হোম
author img

By

Published : May 25, 2021, 4:57 PM IST

মালদা, 25 মে : করোনার দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ কমতে শুরু করেছে দেশ জুড়ে ৷ এই রাজ্যেও কমছে সংক্রমিতের সংখ্যা ৷ মালদাতেও কমছে সংক্রমণ ৷ এবার তৃতীয় ঢেউয়ের অপেক্ষা ৷ সবাইকে ভ্যাকসিন না দেওয়া হলে পরিস্থিতি সামাল দেওয়া যে খুব চাপের, তা বারবার বলছেন বিশেষজ্ঞরা ৷

এদিকে ভাইরাসের ধাক্কায় প্রায় দেড় বছর ধরে বন্ধ রয়েছে স্কুল ৷ এই পরিস্থিতিতে কিছু স্কুলে সেফ হোম তৈরির নির্দেশ দিয়েছে রাজ্য সরকার ৷ যেসব সংক্রমিতের বাড়িতে নিভৃতবাসে থাকা সমস্যা, তাঁদের থাকার জন্যই এমন হোমের ব্যবস্থা ৷ সেই নির্দেশ মেনে মালদা শহরের মডেল মাদ্রাসায় জেলার প্রথম স্কুল সেফ হোম চালু করেছিল জেলা প্রশাসন ৷ মঙ্গলবার দ্বিতীয় স্কুল সেফ হোমের উদ্বোধন হল পুরাতন মালদার বাচামারি জি কে উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে ৷ তবে কোনও ক্লাব সেফ হোমকে এখনও সরকারি মান্যতা দিচ্ছে না প্রশাসন ৷

পুরাতন মালদার স্কুলে চালু হল সেফ হোম

এদিন এই সেফ হোম উদ্বোধনের পর অতিরিক্ত জেলাশাসক বৈভব চৌধুরী বলেন, “সরকারি গাইডলাইন মেনেই এই সেফ হোম করা হয়েছে ৷ এখানে চিকিৎসার যাবতীয় ব্যবস্থা রয়েছে ৷ চিকিৎসক ও নার্সরাও রয়েছেন ৷ কম উপসর্গযুক্ত যে সংক্রমিতরা বাড়িতে নিভৃতবাসে থাকতে পারছেন না, অথচ মেডিক্যালে ভর্তি হওয়ার প্রয়োজন নেই, তাঁরা এখানে এসে থাকতে পারেন ৷ আমরা জানতে পেরেছি, বিভিন্ন ক্লাব নিজেদের উদ্যোগে সেফ হোম তৈরি করেছে ৷ আমরা তাতে কোনও বাধা দিচ্ছি না ৷ তবে ক্লাব সেফ হোমকে এখনই আমরা মান্যতা দিচ্ছি না ৷”

আরও পড়ুন : কাজে দিচ্ছে লকডাউন, দৈনিক সংক্রমণ নামল 2 লাখের নিচে

এই হোম তৈরির ক্ষেত্রে মূল উদ্যোগ নিয়েছেন পুরাতন মালদা পুরসভার প্রশাসক কার্তিক ঘোষ ৷ তিনি বলেন, ‘‘করোনার বিরুদ্ধে যুদ্ধে সবাইকে একজোট হতে হবে ৷ আমরা সেই চেষ্টাই করে যাচ্ছি ৷ কম উপসর্গযুক্ত সংক্রমিতর জন্য এখানে 30 বেডের একটি সেফ হোম করেছি ৷ আজ 20 টি শয্যার উদ্বোধন হয়েছে ৷ এখানে চিকিৎসক, নার্স-সহ ওষুধ এবং চিকিৎসার যাবতীয় ব্যবস্থা রয়েছে ৷ এছাড়াও পুর এলাকার কোনও সংক্রামিতের পরিবারে যদি খাদ্যের সংকট দেখা দেয়, তাহলে আমরা তাঁদের বাড়িতে খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি ৷ তাঁরা আমাদের ফোন করলেই খাবার তাঁদের বাড়িতে পৌঁছে যাবে ৷ আমাদের মূল উদ্দেশ্য, করোনা থেকে মানুষকে মুক্ত করা ৷’’

মালদা, 25 মে : করোনার দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ কমতে শুরু করেছে দেশ জুড়ে ৷ এই রাজ্যেও কমছে সংক্রমিতের সংখ্যা ৷ মালদাতেও কমছে সংক্রমণ ৷ এবার তৃতীয় ঢেউয়ের অপেক্ষা ৷ সবাইকে ভ্যাকসিন না দেওয়া হলে পরিস্থিতি সামাল দেওয়া যে খুব চাপের, তা বারবার বলছেন বিশেষজ্ঞরা ৷

এদিকে ভাইরাসের ধাক্কায় প্রায় দেড় বছর ধরে বন্ধ রয়েছে স্কুল ৷ এই পরিস্থিতিতে কিছু স্কুলে সেফ হোম তৈরির নির্দেশ দিয়েছে রাজ্য সরকার ৷ যেসব সংক্রমিতের বাড়িতে নিভৃতবাসে থাকা সমস্যা, তাঁদের থাকার জন্যই এমন হোমের ব্যবস্থা ৷ সেই নির্দেশ মেনে মালদা শহরের মডেল মাদ্রাসায় জেলার প্রথম স্কুল সেফ হোম চালু করেছিল জেলা প্রশাসন ৷ মঙ্গলবার দ্বিতীয় স্কুল সেফ হোমের উদ্বোধন হল পুরাতন মালদার বাচামারি জি কে উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে ৷ তবে কোনও ক্লাব সেফ হোমকে এখনও সরকারি মান্যতা দিচ্ছে না প্রশাসন ৷

পুরাতন মালদার স্কুলে চালু হল সেফ হোম

এদিন এই সেফ হোম উদ্বোধনের পর অতিরিক্ত জেলাশাসক বৈভব চৌধুরী বলেন, “সরকারি গাইডলাইন মেনেই এই সেফ হোম করা হয়েছে ৷ এখানে চিকিৎসার যাবতীয় ব্যবস্থা রয়েছে ৷ চিকিৎসক ও নার্সরাও রয়েছেন ৷ কম উপসর্গযুক্ত যে সংক্রমিতরা বাড়িতে নিভৃতবাসে থাকতে পারছেন না, অথচ মেডিক্যালে ভর্তি হওয়ার প্রয়োজন নেই, তাঁরা এখানে এসে থাকতে পারেন ৷ আমরা জানতে পেরেছি, বিভিন্ন ক্লাব নিজেদের উদ্যোগে সেফ হোম তৈরি করেছে ৷ আমরা তাতে কোনও বাধা দিচ্ছি না ৷ তবে ক্লাব সেফ হোমকে এখনই আমরা মান্যতা দিচ্ছি না ৷”

আরও পড়ুন : কাজে দিচ্ছে লকডাউন, দৈনিক সংক্রমণ নামল 2 লাখের নিচে

এই হোম তৈরির ক্ষেত্রে মূল উদ্যোগ নিয়েছেন পুরাতন মালদা পুরসভার প্রশাসক কার্তিক ঘোষ ৷ তিনি বলেন, ‘‘করোনার বিরুদ্ধে যুদ্ধে সবাইকে একজোট হতে হবে ৷ আমরা সেই চেষ্টাই করে যাচ্ছি ৷ কম উপসর্গযুক্ত সংক্রমিতর জন্য এখানে 30 বেডের একটি সেফ হোম করেছি ৷ আজ 20 টি শয্যার উদ্বোধন হয়েছে ৷ এখানে চিকিৎসক, নার্স-সহ ওষুধ এবং চিকিৎসার যাবতীয় ব্যবস্থা রয়েছে ৷ এছাড়াও পুর এলাকার কোনও সংক্রামিতের পরিবারে যদি খাদ্যের সংকট দেখা দেয়, তাহলে আমরা তাঁদের বাড়িতে খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি ৷ তাঁরা আমাদের ফোন করলেই খাবার তাঁদের বাড়িতে পৌঁছে যাবে ৷ আমাদের মূল উদ্দেশ্য, করোনা থেকে মানুষকে মুক্ত করা ৷’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.