ETV Bharat / state

SC Commission: মৃত্যুঞ্জয় বর্মনের মৃত্যুতেও জেলা পুলিশকে কাঠগড়ায় তুলল জাতীয় এসসি কমিশন - জাতীয় এসসি কমিশনের

শুক্রবার নিহত মৃত্যুঞ্জয়ের বাড়িতে যাওয়ার কথা ছিল জাতীয় এসসি কমিশনের ৷ কিন্তু কমিশন খবর পায়, নিহতের পরিবারের কেউ গ্রামে নেই ৷ বর্তমানে মালদার একটি গ্রামে আত্মীয়ের বাড়িতে রয়েছেন তাঁরা ৷

Etv Bharat
পুলিশকে কাঠগড়ায় তুলল জাতীয় এসসি কমিশন
author img

By

Published : May 5, 2023, 10:57 PM IST

জাতীয় এসসি কমিশন

মালদা, 5 মে: এখনও ঘরছাড়া কালিয়াগঞ্জের রাধিকাপুর গ্রাম পঞ্চায়েতের চাঁদগা গ্রামে গুলিতে নিহত মৃত্যুঞ্জয় বর্মনের পরিবার ৷ পুলিশের ভয়ে ঘরে ফিরতে পারছেন না তাঁরা ৷ শুক্রবার মালদায় জাতীয় তফশিলি কমিশনের (এসসি) ভাইস চেয়ারম্যানের সঙ্গে দেখা করেন মৃত্যুঞ্জয় বর্মনের পরিবার ৷ সেই সঙ্গে, রাজ্য পুলিশ বা সিআইডি তদন্তে তাঁদের ভরসা নেই বলেও জানায় মৃতের পরিবার ৷ এই ঘটনায় মৃত্যুঞ্জয় বর্মনের পরিবার সিবিআই তদন্তেরও দাবি জানিয়েছে ৷

শুক্রবার নিহত মৃত্যুঞ্জয়ের বাড়িতে যাওয়ার কথা ছিল জাতীয় এসসি কমিশনের ৷ কিন্তু কমিশন খবর পায়, নিহতের পরিবারের কেউ গ্রামে নেই ৷ বর্তমানে মালদার একটি গ্রামে আত্মীয়ের বাড়িতে রয়েছেন তাঁরা ৷ সেই খবর পেয়ে জাতীয় এসসি কমিশন মালদাতেই তাঁদের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নেয় ৷ মালদা শহরের উপকণ্ঠে লক্ষ্মীপুরে পাওয়ার গ্রিডের অতিথি আবাসে নিহতের পরিবারের সঙ্গে দেখা করেন জাতীয় এসসি কমিশনের ভাইস চেয়ারম্যেন অরুণ হালদার ৷

এদিন নিহত মৃত্যুঞ্জয়ের দাদা মৃণালকান্তি বলেন, "ভাইকে পুলিশই গুলি করে খুন করেছে ৷ আমরা বাড়ির সবাই ঘরছাড়া ৷ পুলিশের অত্যাচারে বাবা-মা, ভাইয়ের স্ত্রী ও ছেলেকে নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি ৷ কখনও শিলিগুড়ি, কখনও মালদায় থাকছি ৷ পুলিশ কখন কী করবে ঠিক নেই ৷ ভাইয়ের মৃত্যুর ঘটনায় দোষীদের এখনও শাস্তি হয়নি ৷" সেই সঙ্গে, যে পুলিশকর্মী গুলি করে তাঁর ভাইকে মেরেছে, তাঁর দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি করেছেন তিনি ৷ পাশাপাশি সিআইডি যে তদন্ত করছে, তাতে পরিবারের ভরসা নেই বলেও জানান তিনি ৷

নিহত মৃত্যুঞ্জয়ের স্ত্রী গৌরি বর্মন বলেন, "আমার একটাই দাবি, স্বামীর মৃত্যুর ঘটনায় আমি সিবিআই তদন্ত চাই ৷ সেদিন পুলিশই অন্যায়ভাবে আমার স্বামীকে গুলি করে মেরেছে ৷ আমরা পুলিশের ভয়ে বাড়িতে থাকতে পারছি না ৷ কমিশনকে সব কথা জানিয়েছি ৷" জাতীয় এসসি কমিশনের ভাইস চেয়ারম্যান অরুণ হালদার এদিন জানান, কালিয়াগঞ্জে পুলিশের গুলিতে মৃত্যুঞ্জয় বর্মনের মৃত্যুর ঘটনায় কমিশনে অভিযোগ গিয়েছে ৷ সেই অভিযোগের ভিত্তিতেই কমিশন নোটিশ পাঠিয়েছে পুলিশকে ৷ যদিও নোটিশের কোনও উত্তর পাওয়া যায়নি বলেই দাবি তাঁর ৷ তিনি বলেন, "নোটিশের জবাব না পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শনের সিদ্ধান্ত নিয়েছি ৷ পরিবারের সঙ্গে কথা বলে তাদের বক্তব্য লিপিবদ্ধ করা হয়েছে ৷"

এবার সেখানকার প্রশাসনিক আধিকারিক এবং সামাজিক সংগঠনের লোকজনের সঙ্গে কমিশন কথা বলবে বলেও জানান তিনি ৷ এরপরই কমিশন নিজের সিদ্ধান্ত জানাবে বলে খবর ৷ অন্যদিকে, মৃতের পরিবারের বক্তব্য, তাঁরা বাড়িতে নিরাপত্তার অভাব বোধ করছে ৷ আর সেকারণেই তারা কার্যত পালিয়ে বেড়াচ্ছে ৷ সূত্রের খবর, এদিন চাঁদগা গ্রামে গিয়েও নিরাপত্তার কারণে ফিরে আসতে হয়েছে নিহত মৃত্যুঞ্জয় বর্মনের পরিবারকে ৷ কবে তাঁরা বাড়িতে ফিরতে পারবেন, জানে না জাতীয় এসসি কমিশনও ৷ বৃহস্পতিবার এই ইস্যুতে মালদা জেলায় প্রশাসনিক বৈঠকে উত্তর দিনাজপুরের জেলাশাসক, রায়গঞ্জ পুলিশ জেলার সুপার ও কালিয়াগঞ্জ থানার আইসিকে তুলোধনা করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী ৷ তারপরও এদিন নিহতের পরিবারের সদস্যদের গ্রামে নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠায় অবাক সকলেই ৷

আরও পড়ুন: 'শান্তিনিকেতন ট্রাস্টের' সম্পত্তি জবরদখল, উপাচার্যর পুলিশের দ্বারস্থ বিশ্বভারতীর অধ্যাপক

জাতীয় এসসি কমিশন

মালদা, 5 মে: এখনও ঘরছাড়া কালিয়াগঞ্জের রাধিকাপুর গ্রাম পঞ্চায়েতের চাঁদগা গ্রামে গুলিতে নিহত মৃত্যুঞ্জয় বর্মনের পরিবার ৷ পুলিশের ভয়ে ঘরে ফিরতে পারছেন না তাঁরা ৷ শুক্রবার মালদায় জাতীয় তফশিলি কমিশনের (এসসি) ভাইস চেয়ারম্যানের সঙ্গে দেখা করেন মৃত্যুঞ্জয় বর্মনের পরিবার ৷ সেই সঙ্গে, রাজ্য পুলিশ বা সিআইডি তদন্তে তাঁদের ভরসা নেই বলেও জানায় মৃতের পরিবার ৷ এই ঘটনায় মৃত্যুঞ্জয় বর্মনের পরিবার সিবিআই তদন্তেরও দাবি জানিয়েছে ৷

শুক্রবার নিহত মৃত্যুঞ্জয়ের বাড়িতে যাওয়ার কথা ছিল জাতীয় এসসি কমিশনের ৷ কিন্তু কমিশন খবর পায়, নিহতের পরিবারের কেউ গ্রামে নেই ৷ বর্তমানে মালদার একটি গ্রামে আত্মীয়ের বাড়িতে রয়েছেন তাঁরা ৷ সেই খবর পেয়ে জাতীয় এসসি কমিশন মালদাতেই তাঁদের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নেয় ৷ মালদা শহরের উপকণ্ঠে লক্ষ্মীপুরে পাওয়ার গ্রিডের অতিথি আবাসে নিহতের পরিবারের সঙ্গে দেখা করেন জাতীয় এসসি কমিশনের ভাইস চেয়ারম্যেন অরুণ হালদার ৷

এদিন নিহত মৃত্যুঞ্জয়ের দাদা মৃণালকান্তি বলেন, "ভাইকে পুলিশই গুলি করে খুন করেছে ৷ আমরা বাড়ির সবাই ঘরছাড়া ৷ পুলিশের অত্যাচারে বাবা-মা, ভাইয়ের স্ত্রী ও ছেলেকে নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি ৷ কখনও শিলিগুড়ি, কখনও মালদায় থাকছি ৷ পুলিশ কখন কী করবে ঠিক নেই ৷ ভাইয়ের মৃত্যুর ঘটনায় দোষীদের এখনও শাস্তি হয়নি ৷" সেই সঙ্গে, যে পুলিশকর্মী গুলি করে তাঁর ভাইকে মেরেছে, তাঁর দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি করেছেন তিনি ৷ পাশাপাশি সিআইডি যে তদন্ত করছে, তাতে পরিবারের ভরসা নেই বলেও জানান তিনি ৷

নিহত মৃত্যুঞ্জয়ের স্ত্রী গৌরি বর্মন বলেন, "আমার একটাই দাবি, স্বামীর মৃত্যুর ঘটনায় আমি সিবিআই তদন্ত চাই ৷ সেদিন পুলিশই অন্যায়ভাবে আমার স্বামীকে গুলি করে মেরেছে ৷ আমরা পুলিশের ভয়ে বাড়িতে থাকতে পারছি না ৷ কমিশনকে সব কথা জানিয়েছি ৷" জাতীয় এসসি কমিশনের ভাইস চেয়ারম্যান অরুণ হালদার এদিন জানান, কালিয়াগঞ্জে পুলিশের গুলিতে মৃত্যুঞ্জয় বর্মনের মৃত্যুর ঘটনায় কমিশনে অভিযোগ গিয়েছে ৷ সেই অভিযোগের ভিত্তিতেই কমিশন নোটিশ পাঠিয়েছে পুলিশকে ৷ যদিও নোটিশের কোনও উত্তর পাওয়া যায়নি বলেই দাবি তাঁর ৷ তিনি বলেন, "নোটিশের জবাব না পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শনের সিদ্ধান্ত নিয়েছি ৷ পরিবারের সঙ্গে কথা বলে তাদের বক্তব্য লিপিবদ্ধ করা হয়েছে ৷"

এবার সেখানকার প্রশাসনিক আধিকারিক এবং সামাজিক সংগঠনের লোকজনের সঙ্গে কমিশন কথা বলবে বলেও জানান তিনি ৷ এরপরই কমিশন নিজের সিদ্ধান্ত জানাবে বলে খবর ৷ অন্যদিকে, মৃতের পরিবারের বক্তব্য, তাঁরা বাড়িতে নিরাপত্তার অভাব বোধ করছে ৷ আর সেকারণেই তারা কার্যত পালিয়ে বেড়াচ্ছে ৷ সূত্রের খবর, এদিন চাঁদগা গ্রামে গিয়েও নিরাপত্তার কারণে ফিরে আসতে হয়েছে নিহত মৃত্যুঞ্জয় বর্মনের পরিবারকে ৷ কবে তাঁরা বাড়িতে ফিরতে পারবেন, জানে না জাতীয় এসসি কমিশনও ৷ বৃহস্পতিবার এই ইস্যুতে মালদা জেলায় প্রশাসনিক বৈঠকে উত্তর দিনাজপুরের জেলাশাসক, রায়গঞ্জ পুলিশ জেলার সুপার ও কালিয়াগঞ্জ থানার আইসিকে তুলোধনা করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী ৷ তারপরও এদিন নিহতের পরিবারের সদস্যদের গ্রামে নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠায় অবাক সকলেই ৷

আরও পড়ুন: 'শান্তিনিকেতন ট্রাস্টের' সম্পত্তি জবরদখল, উপাচার্যর পুলিশের দ্বারস্থ বিশ্বভারতীর অধ্যাপক

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.