মালদা, 27 মে : এখনও ঘোর কাটছে না সায়ন্তিকার । ঘোর কাটছে না মা উমাদেবীরও । মা-মেয়ের মাথায় শুধুই মমতা বন্দ্যোপাধ্যায়।
বৃহস্পতিবার কালীঘাটের বাড়িতে তার দিদির সঙ্গে দেখা করে আজ বাড়ি ফিরে এসেছে দ্বিতীয় শ্রেণির ছাত্রী আট বছরের সায়ন্তিকা । ঘরে ফিরেই দিদির দেওয়া উপহার নিয়ে মেতেছে সে (Malda Girl meets Mamata)। নিজের সাইকেলে লাগিয়ে ফেলেছে মমতা দিদির সঙ্গে তার ছবি । সেই সাইকেল নিয়ে পাড়ায় বেশ কয়েকবার পাক দিয়েছে । সে বলে, "দিদির সঙ্গে দেখা করে খুব ভাল লাগছে । তিনি আমাকে নিজের বাড়ির প্রতিটি জায়গা ঘুরিয়ে দেখালেন । নিজের শোওয়ার ঘরও দেখিয়েছেন । আমাকে কিছু উপহার দিয়েছেন । আমাকে বই, পেন দিয়েছেন । দিদিকে বলেছি, আমি পড়াশোনা করে আইএএস অফিসার হতে চাই ।"
আরও পড়ুন : কালীঘাটে মমতার সাক্ষাৎ পেয়ে স্বপ্নপূরণ সায়ন্তিকার
খুদে সায়ন্তিকার হাতে মুখ্যমন্ত্রী তুলে দিয়েছেন আকাদেমি পুরস্কারপ্রাপ্ত তাঁর বই, কবিতা বিতান । বইয়ে নিজের স্বাক্ষরও করে দিয়েছেন তিনি । এ নিয়ে কিছু বলতে গিয়ে ফের যেন ঘোরের মধ্যে চলে যান সায়ন্তিকার মা উমাদেবী । তিনি বলেন, "গোটা ঘটনাটা এখনও আমার কাছে স্বপ্নের মতো লাগছে । সাইকেল চালিয়ে আমার মেয়ে কালীঘাটে পৌঁছোনোর পর আমরা যে সম্মান পেয়েছি, তা বলে প্রকাশ করতে পারছি না । মেয়েকে জড়িয়ে ধরে তিনি নিজের বাড়ির সবকিছু ঘুরিয়ে দেখান । ওকে অনেক উপহার দিয়েছেন । ওর পড়াশোনার সব ভার তিনি নিয়েছেন । আসলে আমরা খুব সাধারণ ঘরের । তাই গোটা বিষয়টাই স্বপ্নের মতো লাগছে ।"