মালদা, 4 মে : আমবাগানের মধ্যে ঘুরে বেড়াচ্ছে নিল গাই ৷ কীভাবে ? সেই প্রশ্নেরই উত্তর খুঁজছে ইংরেজবাজার ব্লকের কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েতের মানিকপুর গ্রাম ৷ গ্রামবাসীদের ধারণা, লকডাউনে দূষণ কমেছে ৷ সেকারণেই হয়ত নিল গাইকে গ্রামে প্রকাশ্যে দেখতে পাওয়া যাচ্ছে ৷ বিষয়টি এখনও জানা নেই প্রশাসনের ৷ তবে আমবাগানের মধ্যে অথবা গ্রামের রাস্তায় নিল গাইয়ের বিচরণ উপভোগ করছেন গ্রামবাসীরা ৷
মালদা শহর থেকে অল্প কিছু দূরেই মানিকপুর গ্রাম ৷ গোটা গ্রাম ঘিরে রেখেছে আমবাগান ৷ গতকাল বিকেল নাগাদ হঠাৎ একটি আমবাগান থেকে বেরিয়ে আসে একটি নিল গাই ৷ খানিক মুখ দেখিয়েই ফের বাগানের ভিতর ঢুকে পড়ে সেটি ৷ কিছুক্ষণ পর আবার বাগান থেকে বেরিয়ে আসে ৷ সোজা চলে আসে গ্রামের মূল রাস্তায় ৷ সেই ছবি নিজের মোবাইলে তুলে রাখেন গ্রামের বাসিন্দা হিমাংশু মণ্ডল ৷ অবশ্য কিছুক্ষণের মধ্যেই ফের বাগানে মিলিয়ে যায় ওই বন্য প্রাণীটি ৷ হিমাংশুবাবু বলেন, " প্রাণীটি কীভাবে গ্রামে এল বুঝতে পারছি না ৷ গ্রামের কাছাকাছি কোনও বনাঞ্চলও নেই ৷ তবে কয়েক কিলোমিটার দূরে গঙ্গা রয়েছে ৷ এর আগে ঝাড়খণ্ড থেকে গঙ্গা পেরিয়ে কিছু নিল গাই জেলার কিছু জায়গায় এসেছিল বলে শুনেছিলাম ৷ এক্ষেত্রেও তেমনই হয়েছে কি না বুঝতে পারছি না ৷ তবে লকটাউনে দূষণ অনেকটাই কমে গেছে ৷ আমাদের ধারণা, দূষণ কমে যাওয়ার কারণেই গ্রামে নিল গাইয়ের মতো প্রাণী দেখা যাচ্ছে ৷"
কোরোনা আবহে এর আগে দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গার রাস্তায় বন্যপ্রাণীর দেখা মিলেছিল ৷ পৃথিবীর আরও কিছু দেশে একই ঘটনার কথা শোনা গেছে ৷ বিশেষজ্ঞরা জানিয়েছেন, কোরোনার মোকাবিলায় প্রায় সব দেশে লকডাউন ঘোষণা করা হয়েছে ৷ এতে দূষণ অনেকটাই কমেছে ৷ সেই কারণেই বন্যপ্রাণী ও পাখিদের লোকালয়ে দেখা যাচ্ছে ৷ মানিকপুরের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে ? বিষয়টি এখনও জানা নেই ৷ তবে এই খবর জানে না প্রশাসনও ৷ তেমনটাই জানিয়েছেন ইংরেজবাজারের BDO সৌগত চৌধুরি ৷