মালদা, 18 জুন : 30 লক্ষ টাকার ব্রাউন সুগার-সহ গ্রেফতার 3 মাদক পাচারকারী। ধৃতদের কাছ থেকে উদ্ধার মণিপুর পুলিশ কনস্টেবলের পরিচয় পত্র। পাচারকারী চক্রের সঙ্গে জড়িত থাকতে পারেন মণিপুর পুলিশের কনস্টেবল সন্দেহে তদন্ত শুরু করেছে মালদা পুলিশ (Brown Sugar Smuggling) ৷
মালদা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব বলেন, ‘‘এসটিএফ কলকাতা থেকে তথ্য আসে মণিপুর থেকে একটি গাড়িতে করে মাদক দ্রব্য মালদার কালিয়াচক কিংবা মুর্শিদাবাদ নিয়ে যাওয়া হচ্ছে । সেই তথ্যের ভিত্তিতে 4 জায়গায় নাকা চেকিং শুরু করা হয়। গাজোলে নাকা চেকিংয়ের সময় একটি গাড়ি আটক করা হয়। সন্দেহ হওয়ায় তল্লাশি চালিয়ে প্যাসেঞ্জারের সিটের নিচের একটি গোপন চেম্বার থেকে 2 কেজি 600 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ব্রাউন সুগারের আনুমানিক বাজার মূল্য 30 লক্ষ টাকা। ধৃতরা হল মহম্মদ ওয়াকার ইউনিস, মহম্মদ ইসাদ আলি ও আরিফ শেখ। ওয়াকার ইউনিস, মহম্মদ ইসাদ আলি মণিপুরের বাসিন্দা। আরিফ শেখের বাড়ি মুর্শিদাবাদের সাগরদিঘি এলাকায় ৷’’
আরও পড়ুন : মাদক পাচার করতে গিয়ে বিএসএফের জালে 12 বছরের কিশোর
পুলিশ সুপার আরও বলেন, “ওয়াকার ইউনিসের থেকে মণিপুর পুলিশ কনস্টেবলের পরিচয় পত্র উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া পরিচয় পত্রটি ভুয়ো কি না, তা জানতে মণিপুর পুলিশের সঙ্গে যোগাযোগ করছে মালদা পুলিশ । অনুমান করা হচ্ছে এই চক্রের জাল বহুদূর বিস্তৃত ৷”