ETV Bharat / state

Cops in Dock: কালিয়াগঞ্জের পর কালিয়াচক, মৃতদেহের প্রতি সম্মান প্রদর্শনে পুলিশের ভূমিকায় প্রশ্ন - Malda News

কালিয়াগঞ্জের পর কালিয়াচকেও একই অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে ৷ মৃতদেহের প্রতি অসম্মান প্রদর্শনের অভিযোগে পুলিশের ভূমিকায় সরব হয়েছেন জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন ও বিজেপির রাজ্য সভাপতি ৷

Cops in Dock ETv bharat
মৃতদেহের প্রতি সম্মান প্রদর্শনে পুলিশের ভূমিকায় প্রশ্ন
author img

By

Published : Apr 26, 2023, 2:14 PM IST

Updated : Apr 26, 2023, 2:51 PM IST

মৃতদেহের প্রতি সম্মান প্রদর্শনে পুলিশের ভূমিকায় প্রশ্ন

মালদা, 26 এপ্রিল: কালিয়াগঞ্জের পর কালিয়াচক ৷ মৃতদেহকে সম্মান প্রদর্শনের ক্ষেত্রে আবারও কাঠগড়ায় পুলিশ ৷ অভিযোগ উঠেছে, কালিয়াগঞ্জের মতো গতকাল কালিয়াচকেও পুলিশ নিহত কিশোরীর মৃতদেহ ঘটনাস্থল থেকে কার্যত চ্যাংদোলা করেই তুলে নিয়ে গিয়েছে ৷ এ নিয়ে জেলায় এখনও পর্যন্ত কোনও প্রতিবাদ শুরু না হলেও বিষয়টি নিয়ে টুইট করেছেন জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন ও বিজেপির রাজ্য সভাপতি ৷ এ বিষয়ে পুলিশ সুপারের বক্তব্য, যথাযথ সম্মান দেখিয়েই ওই কিশোরীর দেহ ঘটনাস্থল থেকে তুলে আনা হয়েছে ৷ তবে স্ট্রেচারের ব্যবস্থা করা হলে আরও ভালো হত ৷

গত শুক্রবার কালিয়াগঞ্জের পুলিশের বিরুদ্ধে মৃতদেহকে অসম্মান করার অভিযোগ ওঠে ৷ সেই নিয়ে সেখানে আজও অগ্নিগর্ভ পরিস্থিতি ৷ কালিয়াগঞ্জের রাস্তা দিয়ে হাত-পা ধরে নিহত নাবালিকার দেহ চ্যাংদোলা করে নিয়ে যান চার পুলিশকর্মী ৷ দেহের উপর আচ্ছাদন বারবার খুলে গিয়েছিল ৷ সেই ঘটনার প্রতিবাদে গর্জে ওঠেন স্থানীয়রা ৷ সরব হয় বিভিন্ন মহল ৷ সেই ঘটনায় ইতিমধ্যে চার পুলিশকর্মীকে সাসপেন্ড করা হয়েছে ৷

এ বার প্রায় একই অভিযোগ উঠেছে কালিয়াচকে ৷ গতকাল ভারত-বাংলাদেশ সীমান্তের উজিরপুর গ্রামের ঝিঙেখেতে পুরাতন মালদার এক কিশোরীর মৃতদেহ পড়ে থাকতে দেখা যায় ৷ সেই খবর জানতে পেরেই ঝড়ের গতিতে পুলিশি তদন্ত শুরু হয় ৷ 14 ঘণ্টার মধ্যেই গ্রেফতার করা হয় মূল অভিযুক্তকে ৷ পুলিশি জেরায় সে নিজের দোষ স্বীকারও করে নেয় বলে দাবি পুলিশ সুপারের ৷

কিন্তু পুলিশের তদন্ত তৎপরতার মধ্যেও প্রশ্ন উঠেছে মৃতদেহের প্রতি খাকি উর্দির সম্মান প্রদর্শন নিয়ে ৷ গতকাল একটি চাদরে চাপিয়ে কিশোরীর মৃতদেহ বেশ খানিকটা দূরে আমবাগান পর্যন্ত নিয়ে যান পুলিশকর্মীরা ৷ দেহের উপর কোনও আচ্ছাদন দেওয়া হয়নি ৷ এ নিয়ে নিজের টুইটার হ্যান্ডেলে সরব হয়েছেন জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন প্রিয়াঙ্ক কানুনগো ৷ তাঁর টুইট, “মালদার কালিয়াচকে উদ্ধার হওয়া একটি বাচ্চার মৃতদেহ পুলিশ ফের অপমানজনকভাবে তুলে নিয়ে গিয়েছে ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বাচ্চা মেয়েদের সুরক্ষা দেওয়া দূরের কথা, তাদের মৃতদেহকেও সম্মান জানাতে ব্যর্থ হচ্ছে ৷”

  • आज फिर पश्चिम बंगाल के कलियाचक,माल्दा में एक बच्ची मृत मिली है,जिसको पुलिस फिर इस अपमान जनक तरह से ले कर जा रही है।@MamataOfficial जी की सरकार बच्चियों की रक्षा करने में अक्षम साबित हो रही है,और उनके शवों की अस्मिता तक की रक्षा नहीं कर पा रही है।
    विडीओ सौजन्य -कलकत्ता न्यूज़ pic.twitter.com/ZvlhhMsk0P

    — प्रियंक कानूनगो Priyank Kanoongo (@KanoongoPriyank) April 25, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

একই ইস্যুতে টুইট করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও ৷ তিনি জানিয়েছেন, আরও একবার পুলিশ অমানবিকভাবে ওই কিশোরীর মৃতদেহ তুলে নিয়ে গিয়েছে ৷ মহিলাদের সুরক্ষা দিতে এই রাজ্যের পুলিশ ব্যর্থ বলে অভিযোগ তাঁর ৷

  • Another minor girl murdered in WB.She is found dead in Malda’s Kaliachak.

    Police has displayed insensitivity again in carrying her body. These killings are very disturbing. Police is busy in cover up than ensuring safety. Shame on @MamataOfficial pic.twitter.com/sQkP735qXK

    — Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) April 25, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

যদিও পুলিশ সুপার প্রদীপকুমার যাদব সাফ জানাচ্ছেন, যথাযথ মর্যাদা দিয়েই ওই কিশোরীর মৃতদেহ ঘটনাস্থল থেকে তুলে আনা হয়েছে ৷ তিনি বলেন, “মৃতদেহটি একটি কাপড়ের উপর রেখে নিয়ে আসা হয়েছে ৷ ঘটনাস্থলে যে সাদা কাপড় পাওয়া গিয়েছে, সেটাই ব্যবহার করা হয়েছে ৷ এ সব ক্ষেত্রে সাধারণত স্ট্রেচার ব্যবহার করা হয় ৷ কিন্তু ঘটনাস্থলটি গ্রামের অনেক ভিতরে থাকায় সেখানে স্ট্রেচার নিয়ে যাওয়া সম্ভব হয়নি ৷ আমরা যতটা সম্ভব, ভালোভাবে দেহটি সেখান থেকে নিয়ে এসেছি ৷”

আরও পড়ুন: 'বামফ্রন্টের পুলিশ হলে গুলিতে মৃত্যুমিছিল হত', কালিয়াগঞ্জের হামলাকারীদের গ্রেফতারি দাবি কুণালের

মৃতদেহের প্রতি সম্মান প্রদর্শনে পুলিশের ভূমিকায় প্রশ্ন

মালদা, 26 এপ্রিল: কালিয়াগঞ্জের পর কালিয়াচক ৷ মৃতদেহকে সম্মান প্রদর্শনের ক্ষেত্রে আবারও কাঠগড়ায় পুলিশ ৷ অভিযোগ উঠেছে, কালিয়াগঞ্জের মতো গতকাল কালিয়াচকেও পুলিশ নিহত কিশোরীর মৃতদেহ ঘটনাস্থল থেকে কার্যত চ্যাংদোলা করেই তুলে নিয়ে গিয়েছে ৷ এ নিয়ে জেলায় এখনও পর্যন্ত কোনও প্রতিবাদ শুরু না হলেও বিষয়টি নিয়ে টুইট করেছেন জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন ও বিজেপির রাজ্য সভাপতি ৷ এ বিষয়ে পুলিশ সুপারের বক্তব্য, যথাযথ সম্মান দেখিয়েই ওই কিশোরীর দেহ ঘটনাস্থল থেকে তুলে আনা হয়েছে ৷ তবে স্ট্রেচারের ব্যবস্থা করা হলে আরও ভালো হত ৷

গত শুক্রবার কালিয়াগঞ্জের পুলিশের বিরুদ্ধে মৃতদেহকে অসম্মান করার অভিযোগ ওঠে ৷ সেই নিয়ে সেখানে আজও অগ্নিগর্ভ পরিস্থিতি ৷ কালিয়াগঞ্জের রাস্তা দিয়ে হাত-পা ধরে নিহত নাবালিকার দেহ চ্যাংদোলা করে নিয়ে যান চার পুলিশকর্মী ৷ দেহের উপর আচ্ছাদন বারবার খুলে গিয়েছিল ৷ সেই ঘটনার প্রতিবাদে গর্জে ওঠেন স্থানীয়রা ৷ সরব হয় বিভিন্ন মহল ৷ সেই ঘটনায় ইতিমধ্যে চার পুলিশকর্মীকে সাসপেন্ড করা হয়েছে ৷

এ বার প্রায় একই অভিযোগ উঠেছে কালিয়াচকে ৷ গতকাল ভারত-বাংলাদেশ সীমান্তের উজিরপুর গ্রামের ঝিঙেখেতে পুরাতন মালদার এক কিশোরীর মৃতদেহ পড়ে থাকতে দেখা যায় ৷ সেই খবর জানতে পেরেই ঝড়ের গতিতে পুলিশি তদন্ত শুরু হয় ৷ 14 ঘণ্টার মধ্যেই গ্রেফতার করা হয় মূল অভিযুক্তকে ৷ পুলিশি জেরায় সে নিজের দোষ স্বীকারও করে নেয় বলে দাবি পুলিশ সুপারের ৷

কিন্তু পুলিশের তদন্ত তৎপরতার মধ্যেও প্রশ্ন উঠেছে মৃতদেহের প্রতি খাকি উর্দির সম্মান প্রদর্শন নিয়ে ৷ গতকাল একটি চাদরে চাপিয়ে কিশোরীর মৃতদেহ বেশ খানিকটা দূরে আমবাগান পর্যন্ত নিয়ে যান পুলিশকর্মীরা ৷ দেহের উপর কোনও আচ্ছাদন দেওয়া হয়নি ৷ এ নিয়ে নিজের টুইটার হ্যান্ডেলে সরব হয়েছেন জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন প্রিয়াঙ্ক কানুনগো ৷ তাঁর টুইট, “মালদার কালিয়াচকে উদ্ধার হওয়া একটি বাচ্চার মৃতদেহ পুলিশ ফের অপমানজনকভাবে তুলে নিয়ে গিয়েছে ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বাচ্চা মেয়েদের সুরক্ষা দেওয়া দূরের কথা, তাদের মৃতদেহকেও সম্মান জানাতে ব্যর্থ হচ্ছে ৷”

  • आज फिर पश्चिम बंगाल के कलियाचक,माल्दा में एक बच्ची मृत मिली है,जिसको पुलिस फिर इस अपमान जनक तरह से ले कर जा रही है।@MamataOfficial जी की सरकार बच्चियों की रक्षा करने में अक्षम साबित हो रही है,और उनके शवों की अस्मिता तक की रक्षा नहीं कर पा रही है।
    विडीओ सौजन्य -कलकत्ता न्यूज़ pic.twitter.com/ZvlhhMsk0P

    — प्रियंक कानूनगो Priyank Kanoongo (@KanoongoPriyank) April 25, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

একই ইস্যুতে টুইট করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও ৷ তিনি জানিয়েছেন, আরও একবার পুলিশ অমানবিকভাবে ওই কিশোরীর মৃতদেহ তুলে নিয়ে গিয়েছে ৷ মহিলাদের সুরক্ষা দিতে এই রাজ্যের পুলিশ ব্যর্থ বলে অভিযোগ তাঁর ৷

  • Another minor girl murdered in WB.She is found dead in Malda’s Kaliachak.

    Police has displayed insensitivity again in carrying her body. These killings are very disturbing. Police is busy in cover up than ensuring safety. Shame on @MamataOfficial pic.twitter.com/sQkP735qXK

    — Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) April 25, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

যদিও পুলিশ সুপার প্রদীপকুমার যাদব সাফ জানাচ্ছেন, যথাযথ মর্যাদা দিয়েই ওই কিশোরীর মৃতদেহ ঘটনাস্থল থেকে তুলে আনা হয়েছে ৷ তিনি বলেন, “মৃতদেহটি একটি কাপড়ের উপর রেখে নিয়ে আসা হয়েছে ৷ ঘটনাস্থলে যে সাদা কাপড় পাওয়া গিয়েছে, সেটাই ব্যবহার করা হয়েছে ৷ এ সব ক্ষেত্রে সাধারণত স্ট্রেচার ব্যবহার করা হয় ৷ কিন্তু ঘটনাস্থলটি গ্রামের অনেক ভিতরে থাকায় সেখানে স্ট্রেচার নিয়ে যাওয়া সম্ভব হয়নি ৷ আমরা যতটা সম্ভব, ভালোভাবে দেহটি সেখান থেকে নিয়ে এসেছি ৷”

আরও পড়ুন: 'বামফ্রন্টের পুলিশ হলে গুলিতে মৃত্যুমিছিল হত', কালিয়াগঞ্জের হামলাকারীদের গ্রেফতারি দাবি কুণালের

Last Updated : Apr 26, 2023, 2:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.