মালদা, 26 এপ্রিল: কালিয়াগঞ্জের পর কালিয়াচক ৷ মৃতদেহকে সম্মান প্রদর্শনের ক্ষেত্রে আবারও কাঠগড়ায় পুলিশ ৷ অভিযোগ উঠেছে, কালিয়াগঞ্জের মতো গতকাল কালিয়াচকেও পুলিশ নিহত কিশোরীর মৃতদেহ ঘটনাস্থল থেকে কার্যত চ্যাংদোলা করেই তুলে নিয়ে গিয়েছে ৷ এ নিয়ে জেলায় এখনও পর্যন্ত কোনও প্রতিবাদ শুরু না হলেও বিষয়টি নিয়ে টুইট করেছেন জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন ও বিজেপির রাজ্য সভাপতি ৷ এ বিষয়ে পুলিশ সুপারের বক্তব্য, যথাযথ সম্মান দেখিয়েই ওই কিশোরীর দেহ ঘটনাস্থল থেকে তুলে আনা হয়েছে ৷ তবে স্ট্রেচারের ব্যবস্থা করা হলে আরও ভালো হত ৷
গত শুক্রবার কালিয়াগঞ্জের পুলিশের বিরুদ্ধে মৃতদেহকে অসম্মান করার অভিযোগ ওঠে ৷ সেই নিয়ে সেখানে আজও অগ্নিগর্ভ পরিস্থিতি ৷ কালিয়াগঞ্জের রাস্তা দিয়ে হাত-পা ধরে নিহত নাবালিকার দেহ চ্যাংদোলা করে নিয়ে যান চার পুলিশকর্মী ৷ দেহের উপর আচ্ছাদন বারবার খুলে গিয়েছিল ৷ সেই ঘটনার প্রতিবাদে গর্জে ওঠেন স্থানীয়রা ৷ সরব হয় বিভিন্ন মহল ৷ সেই ঘটনায় ইতিমধ্যে চার পুলিশকর্মীকে সাসপেন্ড করা হয়েছে ৷
এ বার প্রায় একই অভিযোগ উঠেছে কালিয়াচকে ৷ গতকাল ভারত-বাংলাদেশ সীমান্তের উজিরপুর গ্রামের ঝিঙেখেতে পুরাতন মালদার এক কিশোরীর মৃতদেহ পড়ে থাকতে দেখা যায় ৷ সেই খবর জানতে পেরেই ঝড়ের গতিতে পুলিশি তদন্ত শুরু হয় ৷ 14 ঘণ্টার মধ্যেই গ্রেফতার করা হয় মূল অভিযুক্তকে ৷ পুলিশি জেরায় সে নিজের দোষ স্বীকারও করে নেয় বলে দাবি পুলিশ সুপারের ৷
কিন্তু পুলিশের তদন্ত তৎপরতার মধ্যেও প্রশ্ন উঠেছে মৃতদেহের প্রতি খাকি উর্দির সম্মান প্রদর্শন নিয়ে ৷ গতকাল একটি চাদরে চাপিয়ে কিশোরীর মৃতদেহ বেশ খানিকটা দূরে আমবাগান পর্যন্ত নিয়ে যান পুলিশকর্মীরা ৷ দেহের উপর কোনও আচ্ছাদন দেওয়া হয়নি ৷ এ নিয়ে নিজের টুইটার হ্যান্ডেলে সরব হয়েছেন জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন প্রিয়াঙ্ক কানুনগো ৷ তাঁর টুইট, “মালদার কালিয়াচকে উদ্ধার হওয়া একটি বাচ্চার মৃতদেহ পুলিশ ফের অপমানজনকভাবে তুলে নিয়ে গিয়েছে ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বাচ্চা মেয়েদের সুরক্ষা দেওয়া দূরের কথা, তাদের মৃতদেহকেও সম্মান জানাতে ব্যর্থ হচ্ছে ৷”
-
आज फिर पश्चिम बंगाल के कलियाचक,माल्दा में एक बच्ची मृत मिली है,जिसको पुलिस फिर इस अपमान जनक तरह से ले कर जा रही है।@MamataOfficial जी की सरकार बच्चियों की रक्षा करने में अक्षम साबित हो रही है,और उनके शवों की अस्मिता तक की रक्षा नहीं कर पा रही है।
— प्रियंक कानूनगो Priyank Kanoongo (@KanoongoPriyank) April 25, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
विडीओ सौजन्य -कलकत्ता न्यूज़ pic.twitter.com/ZvlhhMsk0P
">आज फिर पश्चिम बंगाल के कलियाचक,माल्दा में एक बच्ची मृत मिली है,जिसको पुलिस फिर इस अपमान जनक तरह से ले कर जा रही है।@MamataOfficial जी की सरकार बच्चियों की रक्षा करने में अक्षम साबित हो रही है,और उनके शवों की अस्मिता तक की रक्षा नहीं कर पा रही है।
— प्रियंक कानूनगो Priyank Kanoongo (@KanoongoPriyank) April 25, 2023
विडीओ सौजन्य -कलकत्ता न्यूज़ pic.twitter.com/ZvlhhMsk0Pआज फिर पश्चिम बंगाल के कलियाचक,माल्दा में एक बच्ची मृत मिली है,जिसको पुलिस फिर इस अपमान जनक तरह से ले कर जा रही है।@MamataOfficial जी की सरकार बच्चियों की रक्षा करने में अक्षम साबित हो रही है,और उनके शवों की अस्मिता तक की रक्षा नहीं कर पा रही है।
— प्रियंक कानूनगो Priyank Kanoongo (@KanoongoPriyank) April 25, 2023
विडीओ सौजन्य -कलकत्ता न्यूज़ pic.twitter.com/ZvlhhMsk0P
একই ইস্যুতে টুইট করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও ৷ তিনি জানিয়েছেন, আরও একবার পুলিশ অমানবিকভাবে ওই কিশোরীর মৃতদেহ তুলে নিয়ে গিয়েছে ৷ মহিলাদের সুরক্ষা দিতে এই রাজ্যের পুলিশ ব্যর্থ বলে অভিযোগ তাঁর ৷
-
Another minor girl murdered in WB.She is found dead in Malda’s Kaliachak.
— Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) April 25, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
Police has displayed insensitivity again in carrying her body. These killings are very disturbing. Police is busy in cover up than ensuring safety. Shame on @MamataOfficial pic.twitter.com/sQkP735qXK
">Another minor girl murdered in WB.She is found dead in Malda’s Kaliachak.
— Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) April 25, 2023
Police has displayed insensitivity again in carrying her body. These killings are very disturbing. Police is busy in cover up than ensuring safety. Shame on @MamataOfficial pic.twitter.com/sQkP735qXKAnother minor girl murdered in WB.She is found dead in Malda’s Kaliachak.
— Dr. Sukanta Majumdar (@DrSukantaBJP) April 25, 2023
Police has displayed insensitivity again in carrying her body. These killings are very disturbing. Police is busy in cover up than ensuring safety. Shame on @MamataOfficial pic.twitter.com/sQkP735qXK
যদিও পুলিশ সুপার প্রদীপকুমার যাদব সাফ জানাচ্ছেন, যথাযথ মর্যাদা দিয়েই ওই কিশোরীর মৃতদেহ ঘটনাস্থল থেকে তুলে আনা হয়েছে ৷ তিনি বলেন, “মৃতদেহটি একটি কাপড়ের উপর রেখে নিয়ে আসা হয়েছে ৷ ঘটনাস্থলে যে সাদা কাপড় পাওয়া গিয়েছে, সেটাই ব্যবহার করা হয়েছে ৷ এ সব ক্ষেত্রে সাধারণত স্ট্রেচার ব্যবহার করা হয় ৷ কিন্তু ঘটনাস্থলটি গ্রামের অনেক ভিতরে থাকায় সেখানে স্ট্রেচার নিয়ে যাওয়া সম্ভব হয়নি ৷ আমরা যতটা সম্ভব, ভালোভাবে দেহটি সেখান থেকে নিয়ে এসেছি ৷”
আরও পড়ুন: 'বামফ্রন্টের পুলিশ হলে গুলিতে মৃত্যুমিছিল হত', কালিয়াগঞ্জের হামলাকারীদের গ্রেফতারি দাবি কুণালের