ETV Bharat / state

বিপুল পরিমাণ ইয়াবা সহ গ্রেপ্তার 1 মাদক পাচারকারী - 3 হাজার ইয়াবা ট্যাবলেট

মাদক ইয়াবা সহ গ্রেপ্তার এক মাদক পাচারকারী ৷ শুক্রবার রাতে কালিয়াচক থানার পুলিশ সিলামপুর গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে প্রায় 3 হাজার ইয়াবা ট্যাবলেট সহ ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ ৷

police arrested a person with 3000 yaba tablet in malda kaliachowk
বিপুল পরিমাণ ইয়াবা সহ গ্রেপ্তার 1 মাদক পাচারকারী
author img

By

Published : Feb 20, 2021, 9:41 PM IST

মালদা, 20 ফেব্রুয়ারি: বিপুল পরিমাণে ইয়াবা ট্যাবলেট উদ্ধার হল মালদায়। শুক্রবার রাতে 3 হাজার ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক পাচারকারীকে গ্রেপ্তার করে কালিয়াচক থানার পুলিশ। ধৃত মাদক পাচারকারীর নাম হামিদুল শেখ ৷

খবর পেয়ে গতকাল রাতে কালিয়াচক থানার এসআই-র নেতৃত্বে পুলিশের একটি দল সিলামপুর 2নং গ্রাম পঞ্চায়েতের হাসপাতাল মোড় এলাকায় হানা দেয়। তথ্য অনুযায়ী কালিয়াচকের চৌরঙ্গি থেকে আসা একটি মোটরবাইক আটক করে পুলিশ ৷ ওই বাইক চালকের তল্লাশি চালাতেই উদ্ধার হয় মাদক ইয়াবা ট্যাবলেট। এরপরেই গ্রেপ্তার করা হয় ওই মাদক পাচারকারীকে। তার কাছে উদ্ধার হওয়া প্যাকেটে প্রায় 3 হাজার ইয়াবা ট্যাবলেট রয়েছে ৷

আরও পড়ুন : মাদক-সহ গ্রেফতার বিজেপি নেত্রী, তরজায় চন্দ্রিমা-লকেট

কালিয়াচক থানার পুলিশ জানিয়েছে, ধৃতের নাম হামিদুল শেখ। বাড়ি কালিয়াচকের মোজমপুর গ্রাম পঞ্চায়েতের নতুন বালু গ্রামে। ধৃত ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় মাদক আইনের 22(c)/29 ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে। এই বিপুল পরিমাণ মাদক সে কোথায় নিয়ে যাচ্ছিল এবং কোথা থেকে সে এগুলি পেল? তা জানতে অভিযুক্তকে জেরা করছে পুলিশ ৷

মালদা, 20 ফেব্রুয়ারি: বিপুল পরিমাণে ইয়াবা ট্যাবলেট উদ্ধার হল মালদায়। শুক্রবার রাতে 3 হাজার ইয়াবা ট্যাবলেট সহ এক মাদক পাচারকারীকে গ্রেপ্তার করে কালিয়াচক থানার পুলিশ। ধৃত মাদক পাচারকারীর নাম হামিদুল শেখ ৷

খবর পেয়ে গতকাল রাতে কালিয়াচক থানার এসআই-র নেতৃত্বে পুলিশের একটি দল সিলামপুর 2নং গ্রাম পঞ্চায়েতের হাসপাতাল মোড় এলাকায় হানা দেয়। তথ্য অনুযায়ী কালিয়াচকের চৌরঙ্গি থেকে আসা একটি মোটরবাইক আটক করে পুলিশ ৷ ওই বাইক চালকের তল্লাশি চালাতেই উদ্ধার হয় মাদক ইয়াবা ট্যাবলেট। এরপরেই গ্রেপ্তার করা হয় ওই মাদক পাচারকারীকে। তার কাছে উদ্ধার হওয়া প্যাকেটে প্রায় 3 হাজার ইয়াবা ট্যাবলেট রয়েছে ৷

আরও পড়ুন : মাদক-সহ গ্রেফতার বিজেপি নেত্রী, তরজায় চন্দ্রিমা-লকেট

কালিয়াচক থানার পুলিশ জানিয়েছে, ধৃতের নাম হামিদুল শেখ। বাড়ি কালিয়াচকের মোজমপুর গ্রাম পঞ্চায়েতের নতুন বালু গ্রামে। ধৃত ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় মাদক আইনের 22(c)/29 ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে। এই বিপুল পরিমাণ মাদক সে কোথায় নিয়ে যাচ্ছিল এবং কোথা থেকে সে এগুলি পেল? তা জানতে অভিযুক্তকে জেরা করছে পুলিশ ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.