ETV Bharat / state

police arrest robbers with fire arms : মালদায় আগ্নেয়াস্ত্র-সহ ধৃত ৫ ডাকাত - arrest robbers with fire arms

পুলিশি তৎপরতায় বানচাল ডাকাতির ছক । আগ্নেয়াস্ত্র-সহ মালদায় ধৃত ৫ ডাকাত (arrest robbers with fire arms) । সোমবার রাতে মালদা বিমানবন্দর এলাকা থেকে ৫ জনের ডাকাত দলটিকে আটক করেছে স্থানীয় পুলিশ (police arrest 5 robbers)।

malda
malda
author img

By

Published : Feb 2, 2022, 5:07 PM IST

মালদা, 2 ফেব্রুয়ারি : আগ্নেয়াস্ত্র-সহ ধৃত ৫ ডাকাত দল (police arrest 5 robbers) । সোমবার রাতে মালদা ইংরেজ বাজার থানা এলাকার পুলিশ গ্রেফতার করেছে (police arrest robbers) । জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে মালদা ইংরেজ বাজার থানার পুলিশ হানা দেয় স্থানীয় বিমান বন্দর চত্বরে । সেখান থেকে ৫ জনের ডাকাত দলটিকে আটক করেছে পুলিশ ।

ধৃতেরা হলেন, মিঠুন রবিদাস (33), মঙ্গল চৌধুরী (24), অমিত সাহা (19), দীপক সিং(19), অচিন্ত মন্ডল (32) । দীপকের বাড়ি বর্ধমানের বড়োবাঁশি এলাকায় । বাকি চার অভিযুক্ত মালদার ইংরেজ বাজার এলাকার মহদিপুর, অমৃতি বিনপাড়া, অমৃতি মোহনপাড়া ও সুকান্তপল্লির বাসিন্দা । ধৃতদের কাছ থেকে একটি পাইপ গান-সহ এক রাউন্ড কার্তুজ, দু'টি ধারাল অস্ত্র ও একটি লোহার রড উদ্ধার হয়েছে ।

প্রাথমিকভাবে পুলিশের অনুমান ধৃতরা ডাকাতির উদ্দেশ্য জমায়েত করেছিল । তাদের সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা জানতে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ । ধৃতদের বিরুদ্ধে ডাকাতি, বেআইনি অস্ত্র মজুত-সহ ভারতীয় আইনের একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে । পুলিশের ততপরতায় বানচাল হয়ে গেল । ধৃতদের আজ মালদা জেলা আদালতে পেশ করা হয় ।

আরও পড়ুন: Robbery at Liquor Shop : দোকানে ডাকাতি করে খরিদ্দারদের মদ বিলি করল দুষ্কৃতীরা

মালদা, 2 ফেব্রুয়ারি : আগ্নেয়াস্ত্র-সহ ধৃত ৫ ডাকাত দল (police arrest 5 robbers) । সোমবার রাতে মালদা ইংরেজ বাজার থানা এলাকার পুলিশ গ্রেফতার করেছে (police arrest robbers) । জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে মালদা ইংরেজ বাজার থানার পুলিশ হানা দেয় স্থানীয় বিমান বন্দর চত্বরে । সেখান থেকে ৫ জনের ডাকাত দলটিকে আটক করেছে পুলিশ ।

ধৃতেরা হলেন, মিঠুন রবিদাস (33), মঙ্গল চৌধুরী (24), অমিত সাহা (19), দীপক সিং(19), অচিন্ত মন্ডল (32) । দীপকের বাড়ি বর্ধমানের বড়োবাঁশি এলাকায় । বাকি চার অভিযুক্ত মালদার ইংরেজ বাজার এলাকার মহদিপুর, অমৃতি বিনপাড়া, অমৃতি মোহনপাড়া ও সুকান্তপল্লির বাসিন্দা । ধৃতদের কাছ থেকে একটি পাইপ গান-সহ এক রাউন্ড কার্তুজ, দু'টি ধারাল অস্ত্র ও একটি লোহার রড উদ্ধার হয়েছে ।

প্রাথমিকভাবে পুলিশের অনুমান ধৃতরা ডাকাতির উদ্দেশ্য জমায়েত করেছিল । তাদের সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা জানতে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ । ধৃতদের বিরুদ্ধে ডাকাতি, বেআইনি অস্ত্র মজুত-সহ ভারতীয় আইনের একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে । পুলিশের ততপরতায় বানচাল হয়ে গেল । ধৃতদের আজ মালদা জেলা আদালতে পেশ করা হয় ।

আরও পড়ুন: Robbery at Liquor Shop : দোকানে ডাকাতি করে খরিদ্দারদের মদ বিলি করল দুষ্কৃতীরা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.