মালদা , 24 এপ্রিল : লকডাউনের মাঝেই শুরু হচ্ছে রমজান মাস । তাই এবার মসজিদে নমাজ পাঠ বন্ধ থাকছে । পরিবর্তে বাড়িতেই নমাজ পাঠের কথা বলা হয়েছে । এই নিয়ে মসজিদ কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করল মালদা জেলা প্রশাসন ।
কোরোনা মোকাবিলায় দেশজুড়ে চলছে লকডাউন । এরই মধ্যে শুরু হচ্ছে রমজান মাস । মুসলিম ধর্মাবলম্বীরা টানা একমাস ধরে রোজা পালন করেন । ভোরের নমাজ ফজর দিয়ে শুরু হয় রোজা । সন্ধ্যার নমাজ দিয়ে রোজা তোলেন তাঁরা । কিন্তু, বর্তমান পরিস্থিতি বিচার করে জেলা প্রশাসন ইতিমধ্যেই জেলার প্রতিটি মসজিদ কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছে । বাড়ি থেকেই নমাজ পড়ার অনুরোধ করা হয়েছে সকলের কাছে ৷
এই নিয়ে হায়দারপুর জামে মসজিদের সম্পাদক বলেন , “বর্তমানে কোরোনো সংক্রমণ রুখতে লকডাউন জারি রয়েছে । সেই কারণে এবছর সকলে একসঙ্গে নমাজ আদা করা কিংবা ইফতার করা সম্ভব নয় । আগামী বছর পরিস্থিতি স্বাভাবিক হলে ফের স্বাভাবিকভাবে রমজান মাস পালিত হবে ।“
জেলা পুলিশ সুপার অলোক রাজোরিয়া বলেন , “প্রতিটি থানা এলাকার মসজিদের ইমাম , মৌলবি সাহেবদের নিয়ে আলোচনা করা হয়েছে । বর্তমান পরিস্থিতিতে ধর্মীয় স্থানে জমায়েত না করতে নির্দেশিকায় বলা হয়েছে । ইতিমধ্যেই সমস্ত মসজিদ বন্ধ করা হয়েছিল । রমজান মাসে সাধারণ মানুষকে বাড়িতে থেকেই নমাজ আদা করার অনুরোধ করা হয়েছে । জেলার সমস্ত মসজিদ কর্তৃপক্ষও পরিস্থিতির বিচারে সহমত পোষণ করেছে ।”