ETV Bharat / state

Malda Molestation: বাথরুমে ঢুকে রোগীর স্ত্রী'র শ্লীলতাহানি, অভিযুক্ত হাসপাতালের সাফাইকর্মী

author img

By

Published : Nov 6, 2022, 11:06 PM IST

বাথরুমে ঢুকে এক রোগীর স্ত্রী'র সঙ্গে শ্লীলতাহানির অভিযোগ উঠল মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের (Malda Medical College and Hospital) এক সাফাইকর্মীর বিরুদ্ধে । সাসপেন্ড করা হয়েছে ওই সাফাইকর্মীকে ৷

Malda Medical College and Hospital
মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল

মালদা, 6 নভেম্বর: মহিলার শ্লীলতাহানির অভিযোগ মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের (Malda Medical College and Hospital) এক সাফাইকর্মীর বিরুদ্ধে । এই ঘটনায় মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ জানিয়েছেন নির্যাতিতা মহিলা । অভিযোগের ভিত্তিতে ওই সাফাইকর্মীকে চিহ্নিত করে সাসপেন্ড করা হয়েছে ।

রোগীর পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুরে চিকিৎসা করাতে মালদা মেডিক্যালে ভরতি হন হরিশ্চন্দ্রপুরের এক বাসিন্দা । ওই ব্যক্তির স্ত্রীর সঙ্গে শ্লীলতাহানি করা হয়েছে বলে অভিযোগ । নির্যাতিতা মহিলা অভিযোগে জানান, এদিন দুপুরে তাঁর স্বামী মেডিক্যালে ভরতি হন । সন্ধেয় মেডিক্যালের এক কর্মী তাঁর প্রস্রাবের নমুনা পরীক্ষা করতে হবে বলে জানায় । তিনি বাথরুমে যেতেই ওই কর্মী তাঁর সঙ্গে শ্লীলতাহানির চেষ্টা করে ৷ এরপর কোনওরকমে ওই মহিলা বাথরুম থেকে পালিয়ে আসেন ।

আরও পড়ুন: তৃণমূলে যোগ না দেওয়ায় ধর্ষণের চেষ্টা ! হাজতে তৃণমূল নেতা

এই ঘটনায় শনিবার রাতেই এনিয়ে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল (Malda Medical College and Hospital) কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা মহিলা । অভিযোগের ভিত্তিতে ওই সাফাইকর্মীকে চিহ্নিত করেছে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ । মেডিক্যালের সাফাইয়ের দায়িত্বে থাকা সংস্থাকে অভিযোগ জানিয়ে ওই কর্মীকে সাসপেন্ড করা হয়েছে । পাশাপাশি অভিযোগ জানানো হয়েছে পুলিশেও ।

মালদা মেডিক্যাল সুপার ডা: পুরঞ্জয় সাহা বলেন, "গতকাল এক মহিলা অভিযোগ দায়ের করেছেন । অভিযোগের ভিত্তিতে আমরা ওই সাফাইকর্মীকে শনাক্ত করেছি । ইতিমধ্যে মেডিক্যাল কলেজের সাফাইয়ের দায়িত্ব থাকা সংস্থাকে জানিয়ে ওই কর্মীকে সাসপেন্ড করা হয়েছে । পাশাপাশি আমরা ইংরেজবাজার থানা ও জেলা পুলিশের আধিকারিকদের কাছেও অভিযোগ জানিয়েছি । তবে ওই সাফাইকর্মীকে গ্রেফতার করা হয়েছে কি না তা জানা নেই ।"

আরও পড়ুন: ধর্ষণের অভিযোগ নিতে অস্বীকার করে কাঠগড়ায় বারাসত মহিলা থানা, পুলিশ সুপারের হস্তক্ষেপে ধৃত অভিযুক্ত

মালদা, 6 নভেম্বর: মহিলার শ্লীলতাহানির অভিযোগ মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের (Malda Medical College and Hospital) এক সাফাইকর্মীর বিরুদ্ধে । এই ঘটনায় মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ জানিয়েছেন নির্যাতিতা মহিলা । অভিযোগের ভিত্তিতে ওই সাফাইকর্মীকে চিহ্নিত করে সাসপেন্ড করা হয়েছে ।

রোগীর পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুরে চিকিৎসা করাতে মালদা মেডিক্যালে ভরতি হন হরিশ্চন্দ্রপুরের এক বাসিন্দা । ওই ব্যক্তির স্ত্রীর সঙ্গে শ্লীলতাহানি করা হয়েছে বলে অভিযোগ । নির্যাতিতা মহিলা অভিযোগে জানান, এদিন দুপুরে তাঁর স্বামী মেডিক্যালে ভরতি হন । সন্ধেয় মেডিক্যালের এক কর্মী তাঁর প্রস্রাবের নমুনা পরীক্ষা করতে হবে বলে জানায় । তিনি বাথরুমে যেতেই ওই কর্মী তাঁর সঙ্গে শ্লীলতাহানির চেষ্টা করে ৷ এরপর কোনওরকমে ওই মহিলা বাথরুম থেকে পালিয়ে আসেন ।

আরও পড়ুন: তৃণমূলে যোগ না দেওয়ায় ধর্ষণের চেষ্টা ! হাজতে তৃণমূল নেতা

এই ঘটনায় শনিবার রাতেই এনিয়ে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল (Malda Medical College and Hospital) কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা মহিলা । অভিযোগের ভিত্তিতে ওই সাফাইকর্মীকে চিহ্নিত করেছে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ । মেডিক্যালের সাফাইয়ের দায়িত্বে থাকা সংস্থাকে অভিযোগ জানিয়ে ওই কর্মীকে সাসপেন্ড করা হয়েছে । পাশাপাশি অভিযোগ জানানো হয়েছে পুলিশেও ।

মালদা মেডিক্যাল সুপার ডা: পুরঞ্জয় সাহা বলেন, "গতকাল এক মহিলা অভিযোগ দায়ের করেছেন । অভিযোগের ভিত্তিতে আমরা ওই সাফাইকর্মীকে শনাক্ত করেছি । ইতিমধ্যে মেডিক্যাল কলেজের সাফাইয়ের দায়িত্ব থাকা সংস্থাকে জানিয়ে ওই কর্মীকে সাসপেন্ড করা হয়েছে । পাশাপাশি আমরা ইংরেজবাজার থানা ও জেলা পুলিশের আধিকারিকদের কাছেও অভিযোগ জানিয়েছি । তবে ওই সাফাইকর্মীকে গ্রেফতার করা হয়েছে কি না তা জানা নেই ।"

আরও পড়ুন: ধর্ষণের অভিযোগ নিতে অস্বীকার করে কাঠগড়ায় বারাসত মহিলা থানা, পুলিশ সুপারের হস্তক্ষেপে ধৃত অভিযুক্ত

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.