ETV Bharat / state

Panchayat Pradhan Controversy: সংরক্ষণের গেরো! পঞ্চায়েত দখল করলেও প্রধানের চেয়ার অধরা তৃণমূলের - পঞ্চায়েত প্রধান

19 আসনের এই পঞ্চায়েতে এবার তৃণমূল 10টি আসনে জিতেছে ৷ বাকি ন'টি আসনের মধ্যে কংগ্রেস পাঁচটি, সিপিএম তিনটি এবং বিজেপি একটি আসনে জয় পেয়েছে ৷ সংখ্যাগরিষ্ঠতার বিচারে এই গ্রাম পঞ্চায়েত পুরোপুরি ঘাসফুলের দখলে ৷ কিন্তু মূল সমস্যা দাঁড়িয়েছে প্রধান পদ ঘিরে ৷ এই পঞ্চায়েতের প্রধানের চেয়ার ওবিসি সংরক্ষিত ৷

Malda Panchayat Chaos
পঞ্চায়েত দখল করলেও প্রধানের চেয়ার অধরা তৃণমূলের
author img

By

Published : Aug 2, 2023, 8:27 PM IST

পঞ্চায়েত দখল করলেও প্রধানের চেয়ার অধরা তৃণমূলের

মালদা, 2 অগস্ট: অবাক কাণ্ড! ভোটে জিতে পঞ্চায়েত দখল করেছে তৃণমূল ৷ কিন্তু তারা পঞ্চায়েত প্রধানের চেয়ারে নিজেদের জয়ী সদস্যদের বসাতে পারবে না ৷ বাধা হয়ে দাঁড়াচ্ছে নির্বাচনী আইন ৷ কথায় আছে, আইন থাকলে তার নাকি ফাঁকও থাকে ৷ এখন সেই ফাঁক খুঁজে বেড়াচ্ছে শাসক শিবির ৷ যদিও নির্দেশ পালনে নির্বাচন কমিশন কিংবা জেলা প্রশাসনের কোনওরকম আইনবিরোধী কাজ দেখলে আদালতে যাওয়ার হুমকি দিয়ে রেখেছে কংগ্রেস ৷ অদ্ভুত ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার ব্লকের যদুপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে ৷

ভোটের ফলপ্রকাশের পর দেখা যায়, তৃণমূলের 10 জন প্রার্থী জয়ী হলেও তাঁদের মধ্যে একজনও ওবিসি সম্প্রদায়ভুক্ত নন ৷ ঘাসফুলের ওবিসি প্রার্থীরা সবাই হেরে গিয়েছেন ৷ একমাত্র কংগ্রেসের দুই ওবিসি প্রার্থী ভোটে জয়লাভ করেছেন ৷ পঞ্চায়েতের ফুলবাড়ি সংসদে জিতেছেন কংগ্রেসের মহিলা ওবিসি প্রার্থী, কোনাবাড়ি সংসদে জিতেছেন ওবিসি পুরুষ প্রার্থী ৷ এই পরিস্থিতিতে নির্বাচনী আইনের কোথায় ফাঁক-ফোঁকর রয়েছে, সেটাই খুঁজে চলেছে তৃণমূল নেতৃত্ব ৷

আরও পড়ুন: নিখোঁজ পঞ্চায়তে জয়ী বিরোধী প্রার্থী, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করে থানা ঘেরাও আদিবাসীদের

তৃণমূলের মালদা জেলা সহসভাপতি শুভময় বসু বলছেন, "গত নির্বাচনের মতো এবারও যদুপুর 2 গ্রাম পঞ্চায়েত, সেখানকার মানুষ তৃণমূলের হাতে তুলে দিয়েছেন ৷ এর জন্য তাঁদের অভিনন্দন ৷ আমরা খবর পেয়েছি, ওই পঞ্চায়েতের প্রধানের আসনটি ওবিসি সংরক্ষিত ৷ কিন্তু সেখানে কোনও ওবিসি আসন থেকে আমাদের প্রার্থী জেতেননি ৷ এক্ষেত্রে অন্য দলের উপর ভরসা করা ছাড়া আমাদের উপায় নেই ৷ কারণ, আইনের বাইরে গিয়ে আমরা কিছু করতে পারি না ৷"

যদিও আইন নিয়ে কোনও বেনিয়ম হলেই আদালতে যাওয়ার হুমকি দিয়ে রেখেছে কংগ্রেস ৷ দলের জেলা সাধারণ সম্পাদক মোত্তাকিন আলম জানাচ্ছেন, শুধুমাত্র কংগ্রেস প্রার্থীরাই জয়লাভ করেছেন ৷ পঞ্চায়েত প্রধানের চেয়ারটিও ওবিসি সংরক্ষিত ৷ এই অবস্থায় ওই পঞ্চায়েতে আমাদেরই প্রধান হবে ৷ কিন্তু আমরা খবর পাচ্ছি, তৃণমূলের তরফে বলা হচ্ছে, সাধারণ আসনে যদি কোনও ওবিসি তালিকাভুক্ত নির্বাচিত হয়ে থাকেন, তবে তাঁকে নাকি প্রধান করা যাবে ৷ আমাদের প্রশ্ন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সময় প্রত্যেক প্রার্থীকে মনোনয়নপত্রের সঙ্গে জাতিগত শংসাপত্র জমা দিতে হয় ৷ এই জাতিগত শংসাপত্র নিয়েও তৃণমূল অনেক রাজনীতি করেছে ৷ নির্বাচন কমিশন কিংবা জেলা প্রশাসন কী করবে জানি না, এনিয়ে কোনও বেগরবাই দেখলে আমরা আদালতের দ্বারস্থ হব ৷"

আরও পড়ুন: বিজেপির জয়ী প্রার্থী ও তাঁর স্বামীকে অপহরণে অভিযুক্ত তৃণমূল, জাতীয় সড়কে অবরোধ

পঞ্চায়েত দখল করলেও প্রধানের চেয়ার অধরা তৃণমূলের

মালদা, 2 অগস্ট: অবাক কাণ্ড! ভোটে জিতে পঞ্চায়েত দখল করেছে তৃণমূল ৷ কিন্তু তারা পঞ্চায়েত প্রধানের চেয়ারে নিজেদের জয়ী সদস্যদের বসাতে পারবে না ৷ বাধা হয়ে দাঁড়াচ্ছে নির্বাচনী আইন ৷ কথায় আছে, আইন থাকলে তার নাকি ফাঁকও থাকে ৷ এখন সেই ফাঁক খুঁজে বেড়াচ্ছে শাসক শিবির ৷ যদিও নির্দেশ পালনে নির্বাচন কমিশন কিংবা জেলা প্রশাসনের কোনওরকম আইনবিরোধী কাজ দেখলে আদালতে যাওয়ার হুমকি দিয়ে রেখেছে কংগ্রেস ৷ অদ্ভুত ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার ব্লকের যদুপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে ৷

ভোটের ফলপ্রকাশের পর দেখা যায়, তৃণমূলের 10 জন প্রার্থী জয়ী হলেও তাঁদের মধ্যে একজনও ওবিসি সম্প্রদায়ভুক্ত নন ৷ ঘাসফুলের ওবিসি প্রার্থীরা সবাই হেরে গিয়েছেন ৷ একমাত্র কংগ্রেসের দুই ওবিসি প্রার্থী ভোটে জয়লাভ করেছেন ৷ পঞ্চায়েতের ফুলবাড়ি সংসদে জিতেছেন কংগ্রেসের মহিলা ওবিসি প্রার্থী, কোনাবাড়ি সংসদে জিতেছেন ওবিসি পুরুষ প্রার্থী ৷ এই পরিস্থিতিতে নির্বাচনী আইনের কোথায় ফাঁক-ফোঁকর রয়েছে, সেটাই খুঁজে চলেছে তৃণমূল নেতৃত্ব ৷

আরও পড়ুন: নিখোঁজ পঞ্চায়তে জয়ী বিরোধী প্রার্থী, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করে থানা ঘেরাও আদিবাসীদের

তৃণমূলের মালদা জেলা সহসভাপতি শুভময় বসু বলছেন, "গত নির্বাচনের মতো এবারও যদুপুর 2 গ্রাম পঞ্চায়েত, সেখানকার মানুষ তৃণমূলের হাতে তুলে দিয়েছেন ৷ এর জন্য তাঁদের অভিনন্দন ৷ আমরা খবর পেয়েছি, ওই পঞ্চায়েতের প্রধানের আসনটি ওবিসি সংরক্ষিত ৷ কিন্তু সেখানে কোনও ওবিসি আসন থেকে আমাদের প্রার্থী জেতেননি ৷ এক্ষেত্রে অন্য দলের উপর ভরসা করা ছাড়া আমাদের উপায় নেই ৷ কারণ, আইনের বাইরে গিয়ে আমরা কিছু করতে পারি না ৷"

যদিও আইন নিয়ে কোনও বেনিয়ম হলেই আদালতে যাওয়ার হুমকি দিয়ে রেখেছে কংগ্রেস ৷ দলের জেলা সাধারণ সম্পাদক মোত্তাকিন আলম জানাচ্ছেন, শুধুমাত্র কংগ্রেস প্রার্থীরাই জয়লাভ করেছেন ৷ পঞ্চায়েত প্রধানের চেয়ারটিও ওবিসি সংরক্ষিত ৷ এই অবস্থায় ওই পঞ্চায়েতে আমাদেরই প্রধান হবে ৷ কিন্তু আমরা খবর পাচ্ছি, তৃণমূলের তরফে বলা হচ্ছে, সাধারণ আসনে যদি কোনও ওবিসি তালিকাভুক্ত নির্বাচিত হয়ে থাকেন, তবে তাঁকে নাকি প্রধান করা যাবে ৷ আমাদের প্রশ্ন, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সময় প্রত্যেক প্রার্থীকে মনোনয়নপত্রের সঙ্গে জাতিগত শংসাপত্র জমা দিতে হয় ৷ এই জাতিগত শংসাপত্র নিয়েও তৃণমূল অনেক রাজনীতি করেছে ৷ নির্বাচন কমিশন কিংবা জেলা প্রশাসন কী করবে জানি না, এনিয়ে কোনও বেগরবাই দেখলে আমরা আদালতের দ্বারস্থ হব ৷"

আরও পড়ুন: বিজেপির জয়ী প্রার্থী ও তাঁর স্বামীকে অপহরণে অভিযুক্ত তৃণমূল, জাতীয় সড়কে অবরোধ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.