মালদা, 10 জানুয়ারি : ব্রাউন সুগার সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল কালিয়াচক থানার পুলিশ ৷ ধৃত ব্যক্তিকে আজ পুলিশি হেপাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হবে ৷
গতকাল রাতে এসআই অভিষেক তালুকদারের নেতৃত্বে কালিয়াচক থানার পুলিশের একটি দল মাস্টার পাড়া এলাকায় হানা দেয় ৷ তথ্য অনুযায়ী একটি মোটরবাইক আটক করে চালককে জিজ্ঞাসাবাদ করে পুলিশ ৷ সেই সময় বাইক আরোহী সুযোগ বুঝে ঘটনাস্থান থেকে পালিয়ে যায়৷ পরে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ব্রাউন সুগার ৷ গ্রেপ্তার করা হয় ওই চালককে৷
আরও পড়ুন : রায়গঞ্জে লক্ষাধিক টাকার ব্রাউন সুগার সহ গ্রেপ্তার 2
কালিয়াচক থানার পুলিশ জানিয়েছে, গতকাল 2 কেজি 305 গ্রাম ব্রাউন সুগার সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে ৷ ধৃত ব্যক্তির নাম মহম্মদ তৌহিদ শেখ (45)৷ বাড়ি কালিয়াচকের আলিপুর 2 গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ লক্ষ্মীপুরে৷ ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে৷ জিজ্ঞাসাবাদের জন্য ধৃতকে পাঁচ দিনের পুলিশি হেপাজতের আবেদনে আজ মালদা জেলা আদালতে পেশ করা হবে৷