মালদা, 17 মার্চ: দোল উৎসবে প্রশাসনিক নির্দেশে মদের দোকান বন্ধ রাখা হয়। সেই সুযোগকে কাজে লাগিয়ে মোটা টাকা রোজগারের ছক কষেছিলেন বলরাম সিংহ নামে এক ব্যবসায়ী । বাড়ি ইংরেজবাজারের কাঞ্চনটারে । তথ্যের ভিত্তিতে মজুত করা দেশি মদ ও বিয়ারের বোতল-সহ ওই ব্যক্তিকে গ্রেফতার করে ইংরেজবাজার থানার পুলিশ (Illegal Sale Alcohol In Malda)।
পুলিশ সূত্রে খবর, দোল উৎসবে বেআইনিভাবে মদ মজুত করছিলেন ওই ব্যবসায়ী । সেই তথ্যের ভিত্তিতে ইংরেজবাজারের কাঞ্চনটার এলাকায় হানা দেয় পুলিশের একটি দল । জানা যায়, ব্যক্তির গোপন ডেরা থেকে উদ্ধার হয় প্রায় ৫০ বোতল দেশি মদ ও বিয়ার । তারপর গ্রেফতার করা হয় ওই ব্যক্তিকে । ইংরেজবাজার থানার আইসি আশিস দাস জানান, দোল উৎসবে অসামাজিক কার্যকলাপ রুখতে পুলিশ তৎপর রয়েছে ৷ বিভিন্ন প্রান্তে পুলিশি অভিযান চলছে ৷'
আরও পড়ুন : বাড়ির পাশে বেআইনিভাবে মদ বিক্রির প্রতিবাদ, আক্রান্ত যুবক
ধৃত ব্যক্তির বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।