ETV Bharat / state

এবার রতুয়া 2 ব্লকে কোরোনা আক্রান্তের খোঁজ, মালদায় বেড়ে 46 - total corona patient in malda

মালদায় বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । নতুন করে আরও এক কোরোনা আক্রান্তের সন্ধান মিলেছে ।

malda
মালদা
author img

By

Published : May 20, 2020, 1:15 PM IST

মালদা, 20 মে : এবার রতুয়া 2 ব্লকে ধরা পড়ল কোরোনার সংক্রমণ ৷ গতরাতে মালদা মেডিকেলের ভাইরোলজি বিভাগে মোট তিনটি নমুনায় কোরোনা পজ়িটিভ ধরা পড়েছে ৷ তার মধ্যে একটি মালদা জেলার রতুয়া 2 ব্লকের ৷ বাকি দু'টি উত্তর দিনাজপুর জেলার ৷ অর্থাৎ এনিয়ে মালদা জেলায় কোরোনা আক্রান্তের সংখ্যা হল 46 ৷ আক্রান্ত ব্যক্তিকে আজ সকালে স্থানীয় আইসোলেশন সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে বলে স্বাস্থ্য বিভাগ সূত্রে খবর ৷

মালদা মেডিকেল সূত্রে খবর, এখনও পর্যন্ত মালদা ও দুই দিনাজপুর মিলিয়ে মোট 7474টি নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ গতকাল রাত সাড়ে আটটা পর্যন্ত পরীক্ষা হয়েছে 547টি নমুনার ৷ আরও 858টি নমুনা পরীক্ষার কাজ চলছে ৷ কিন্তু সমস্যা দেখা দিয়েছে অন্য জায়গায় ৷ এই পরীক্ষাগারে পাশের দুই জেলা থেকেও প্রতিদিন প্রচুর নমুনা এসে পৌঁছাচ্ছে ৷ ফলে ব্যাকলগের সংখ্যা দিনদিন বেড়েই চলেছে ৷ গতরাত পর্যন্ত ব্যাকলগের সংখ্যা 3024 ৷ গোটা বিষয়টি রাজ্য স্বাস্থ্য দপ্তরে জানিয়েছেন মালদা মেডিকেল কর্তৃপক্ষ ৷

সূত্রের খবর, আগামী কয়েকদিনের মধ্যেই রাজ্য স্বাস্থ্য দপ্তর উত্তর দিনাজপুরের রায়গঞ্জ মেডিকেল ও দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে কোরোনা পরীক্ষার ব্যবস্থা করতে চলেছে ৷ তার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ইতিমধ্যেই ওই দুই জায়গায় বসানো হয়েছে ৷

মালদা মেডিকেলের সহকারী অধ্যক্ষ অমিত দাঁ জানান, "বর্তমান পরিস্থিতিতে মালদা মেডিকেলের ল্যাবরেটরিতে চাপ বাড়ছে ৷ স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে উত্তর ও দক্ষিণ দিনাজপুরে কোরোনা পরীক্ষার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে ৷ কয়েকদিনের মধ্যেই ওই দুই জায়গায় ল্যাবরেটরি চালু হতে পারে ৷"

এদিকে গতকাল রাতে মালদা জেলায় নতুন করে একজন কোরোনা সংক্রমিতের সন্ধান মিলেছে রতুয়া থেকে । প্রশাসনিক সূত্রে খবর, আক্রান্ত ব্যক্তি ভিনরাজ্য ফেরত শ্রমিকদের মধ্যে একজন ৷ সম্প্রতি তিনি ফিরেছেন ৷ আজ সকালেই তাঁকে স্থানীয় আইসোলেশন সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে ৷

মালদা, 20 মে : এবার রতুয়া 2 ব্লকে ধরা পড়ল কোরোনার সংক্রমণ ৷ গতরাতে মালদা মেডিকেলের ভাইরোলজি বিভাগে মোট তিনটি নমুনায় কোরোনা পজ়িটিভ ধরা পড়েছে ৷ তার মধ্যে একটি মালদা জেলার রতুয়া 2 ব্লকের ৷ বাকি দু'টি উত্তর দিনাজপুর জেলার ৷ অর্থাৎ এনিয়ে মালদা জেলায় কোরোনা আক্রান্তের সংখ্যা হল 46 ৷ আক্রান্ত ব্যক্তিকে আজ সকালে স্থানীয় আইসোলেশন সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে বলে স্বাস্থ্য বিভাগ সূত্রে খবর ৷

মালদা মেডিকেল সূত্রে খবর, এখনও পর্যন্ত মালদা ও দুই দিনাজপুর মিলিয়ে মোট 7474টি নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ গতকাল রাত সাড়ে আটটা পর্যন্ত পরীক্ষা হয়েছে 547টি নমুনার ৷ আরও 858টি নমুনা পরীক্ষার কাজ চলছে ৷ কিন্তু সমস্যা দেখা দিয়েছে অন্য জায়গায় ৷ এই পরীক্ষাগারে পাশের দুই জেলা থেকেও প্রতিদিন প্রচুর নমুনা এসে পৌঁছাচ্ছে ৷ ফলে ব্যাকলগের সংখ্যা দিনদিন বেড়েই চলেছে ৷ গতরাত পর্যন্ত ব্যাকলগের সংখ্যা 3024 ৷ গোটা বিষয়টি রাজ্য স্বাস্থ্য দপ্তরে জানিয়েছেন মালদা মেডিকেল কর্তৃপক্ষ ৷

সূত্রের খবর, আগামী কয়েকদিনের মধ্যেই রাজ্য স্বাস্থ্য দপ্তর উত্তর দিনাজপুরের রায়গঞ্জ মেডিকেল ও দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে কোরোনা পরীক্ষার ব্যবস্থা করতে চলেছে ৷ তার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ইতিমধ্যেই ওই দুই জায়গায় বসানো হয়েছে ৷

মালদা মেডিকেলের সহকারী অধ্যক্ষ অমিত দাঁ জানান, "বর্তমান পরিস্থিতিতে মালদা মেডিকেলের ল্যাবরেটরিতে চাপ বাড়ছে ৷ স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে উত্তর ও দক্ষিণ দিনাজপুরে কোরোনা পরীক্ষার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে ৷ কয়েকদিনের মধ্যেই ওই দুই জায়গায় ল্যাবরেটরি চালু হতে পারে ৷"

এদিকে গতকাল রাতে মালদা জেলায় নতুন করে একজন কোরোনা সংক্রমিতের সন্ধান মিলেছে রতুয়া থেকে । প্রশাসনিক সূত্রে খবর, আক্রান্ত ব্যক্তি ভিনরাজ্য ফেরত শ্রমিকদের মধ্যে একজন ৷ সম্প্রতি তিনি ফিরেছেন ৷ আজ সকালেই তাঁকে স্থানীয় আইসোলেশন সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.