ETV Bharat / state

মালদায় ডেঙ্গি মশা নিধনে দেড় লাখ গাপ্পি মাছ - Guppy fish

কোরোনা আবহেই পুরাতন মালদায় ডেঙ্গির প্রাদুর্ভাব ৷ পরিস্থিতি মোকাবিলায় দেড় লাখ গাপ্পি মাছ ছাড়ল পৌর প্রশাসন ৷

guppies release to kill dengue mosquitoes in Malda
মালদায় ডেঙ্গি মশা নিধনে দেড় লাখ গাপ্পি মাছ
author img

By

Published : Aug 12, 2020, 4:04 AM IST

মালদা, 12 অগাস্ট : জেলায় মারাত্মক আকার নিয়েছে কোরোনা ৷ সংক্রমিতের সংখ্যা পেরিয়ে গিয়েছে তিন হাজারের গণ্ডি ৷ জেলার দুই পৌর এলাকার পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ ৷ এরই মধ্যে কোথাও কোথাও দেখা দিয়েছে ডেঙ্গি ৷ চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, কোরোনা আবহে ডেঙ্গির প্রাদুর্ভাব পরিস্থিতি আরও জটিল করে তুলতে পারে ৷ এই পরিস্থিতিতে ডেঙ্গি রোধে এগিয়ে এসেছে পুরাতন মালদা পৌর কর্তৃপক্ষ ৷ গতকাল পৌরসভার উদ্যোগে সেখানকার 20টি ওয়ার্ডে ছাড়া হয়েছে দেড় লাখ গাপ্পি মাছ ৷ পৌরসভার প্রশাসক জানিয়েছেন, কোরোনার সঙ্গে ডেঙ্গি মোকাবিলাতেও তাঁরা তৈরি ৷

মালদা শহরের সঙ্গে পুরাতন মালদা শহরেও ভয়াবহ আকার নিয়েছে কোরোনা ৷ ইতিমধ্যে এই শহরে দেড়শ জনের বেশি কোরোনা সংক্রমিত হয়েছে ৷ মৃত্যুও হয়েছে বেশ কয়েকজনের ৷ এরই মধ্যে পৌরসভার 19, 20 নম্বর ওয়ার্ড-সহ বেশ কয়েকটি ওয়ার্ডে ডেঙ্গি হানা দিয়েছে বলে স্থানীয়রা দাবি করেছে ৷ যদিও স্থানীয়দের সেই দাবি মানতে নারাজ পৌর কর্তৃপক্ষ ৷ ডেঙ্গিতে এখনও পর্যন্ত কোনও মৃত্যুর খবর নেই ৷ কিন্তু কোরোনা আবহে ডেঙ্গি যেন মাথাচাড়া দিতে না পারে তার জন্য আগাম সতর্ক পৌর প্রশাসনের৷ ডেঙ্গির মশা নিধনে গাপ্পি মাছের উপরেই ভরসা করছে তারা ৷

মালদায় ডেঙ্গি মশা নিধনে দেড় লাখ গাপ্পি মাছ

এপ্রসঙ্গে পৌরসভার প্রশাসক কার্তিক ঘোষ বলেন, “পৌর এলাকার যে জায়গাগুলিতে জল জমে, সেই এলাকাগুলিতে আজ গাপ্পি মাছ ছাড়া হয়েছে ৷ এখন এমনিতেই কোরোনা দশা চলছে ৷ প্রতি বছর এই সময় এই পৌর এলাকার বেশ কিছু জায়গায় ডেঙ্গির প্রকোপ দেখা যায় ৷ অনেক মানুষ ডেঙ্গিতে আক্রান্ত হন ৷ গাপ্পি মাছ মশার লার্ভা খেয়ে ডেঙ্গি প্রতিরোধ করতে সাহায্য করে ৷ এই শহরের একটি মানুষও যেন ডেঙ্গিতে আক্রান্ত হয়ে সমস্যায় না পড়েন, তার জন্যই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি ৷ মুখ্যমন্ত্রীও আমাদের এই নির্দেশ দিয়েছেন ৷ এবার এখনও পর্যন্ত এই পৌর এলাকায় একজনও ডেঙ্গিতে আক্রান্ত হননি ৷ ইতিমধ্যে পৌরসভার কর্মীরা ডেঙ্গি নিয়ন্ত্রণে এলাকায় কাজ শুরু করে দিয়েছেন ৷ মশা নিধনের জন্য কীটনাশক স্প্রে করা হচ্ছে ৷ গাপ্পি মাছ এই কর্মসূচিকে আরও গতি দেবে ৷”

মালদা, 12 অগাস্ট : জেলায় মারাত্মক আকার নিয়েছে কোরোনা ৷ সংক্রমিতের সংখ্যা পেরিয়ে গিয়েছে তিন হাজারের গণ্ডি ৷ জেলার দুই পৌর এলাকার পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ ৷ এরই মধ্যে কোথাও কোথাও দেখা দিয়েছে ডেঙ্গি ৷ চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, কোরোনা আবহে ডেঙ্গির প্রাদুর্ভাব পরিস্থিতি আরও জটিল করে তুলতে পারে ৷ এই পরিস্থিতিতে ডেঙ্গি রোধে এগিয়ে এসেছে পুরাতন মালদা পৌর কর্তৃপক্ষ ৷ গতকাল পৌরসভার উদ্যোগে সেখানকার 20টি ওয়ার্ডে ছাড়া হয়েছে দেড় লাখ গাপ্পি মাছ ৷ পৌরসভার প্রশাসক জানিয়েছেন, কোরোনার সঙ্গে ডেঙ্গি মোকাবিলাতেও তাঁরা তৈরি ৷

মালদা শহরের সঙ্গে পুরাতন মালদা শহরেও ভয়াবহ আকার নিয়েছে কোরোনা ৷ ইতিমধ্যে এই শহরে দেড়শ জনের বেশি কোরোনা সংক্রমিত হয়েছে ৷ মৃত্যুও হয়েছে বেশ কয়েকজনের ৷ এরই মধ্যে পৌরসভার 19, 20 নম্বর ওয়ার্ড-সহ বেশ কয়েকটি ওয়ার্ডে ডেঙ্গি হানা দিয়েছে বলে স্থানীয়রা দাবি করেছে ৷ যদিও স্থানীয়দের সেই দাবি মানতে নারাজ পৌর কর্তৃপক্ষ ৷ ডেঙ্গিতে এখনও পর্যন্ত কোনও মৃত্যুর খবর নেই ৷ কিন্তু কোরোনা আবহে ডেঙ্গি যেন মাথাচাড়া দিতে না পারে তার জন্য আগাম সতর্ক পৌর প্রশাসনের৷ ডেঙ্গির মশা নিধনে গাপ্পি মাছের উপরেই ভরসা করছে তারা ৷

মালদায় ডেঙ্গি মশা নিধনে দেড় লাখ গাপ্পি মাছ

এপ্রসঙ্গে পৌরসভার প্রশাসক কার্তিক ঘোষ বলেন, “পৌর এলাকার যে জায়গাগুলিতে জল জমে, সেই এলাকাগুলিতে আজ গাপ্পি মাছ ছাড়া হয়েছে ৷ এখন এমনিতেই কোরোনা দশা চলছে ৷ প্রতি বছর এই সময় এই পৌর এলাকার বেশ কিছু জায়গায় ডেঙ্গির প্রকোপ দেখা যায় ৷ অনেক মানুষ ডেঙ্গিতে আক্রান্ত হন ৷ গাপ্পি মাছ মশার লার্ভা খেয়ে ডেঙ্গি প্রতিরোধ করতে সাহায্য করে ৷ এই শহরের একটি মানুষও যেন ডেঙ্গিতে আক্রান্ত হয়ে সমস্যায় না পড়েন, তার জন্যই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি ৷ মুখ্যমন্ত্রীও আমাদের এই নির্দেশ দিয়েছেন ৷ এবার এখনও পর্যন্ত এই পৌর এলাকায় একজনও ডেঙ্গিতে আক্রান্ত হননি ৷ ইতিমধ্যে পৌরসভার কর্মীরা ডেঙ্গি নিয়ন্ত্রণে এলাকায় কাজ শুরু করে দিয়েছেন ৷ মশা নিধনের জন্য কীটনাশক স্প্রে করা হচ্ছে ৷ গাপ্পি মাছ এই কর্মসূচিকে আরও গতি দেবে ৷”

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.