ETV Bharat / state

ভিড় নিয়ন্ত্রণে মাত্র 2 ঘণ্টা বাজার খোলার সিদ্ধান্ত পুরাতন মালদা পৌরসভার - কোরোনার সংক্রমণ

কোরোনার সংক্রমণ এড়াতে জরুরি ভিড় নিয়ন্ত্রণ । যার জন্য প্রত্যেকটি বাজারে নির্দিষ্ট দূরত্ব মেনে দাঁংড়াতে বলা হচ্ছে সকলকে । কিন্তু তা মানা তো দূর, উলটে উপচে পড়া ভিড়ের চিত্র সব জায়গায় । যা দেখে অন্যান্য জেলার মতোই এবার পদক্ষেপ করল পুরাতন মালদা পৌরসভা । আগামীকাল থেকে দিনে মাত্র 2 ঘণ্টা খোলা থাকাবে বাজার ।

malda
মালদা
author img

By

Published : Mar 28, 2020, 8:50 PM IST

মালদা, 28 মার্চ : পুলিশ ও প্রশাসনের বারবার সতর্কতা সত্ত্বেও কোরোনা নিয়ে কোনও হেলদোল নেই সাধারণ মানুষের ৷ ইংরেজবাজার বা পুরাতন মালদা, দুই পৌর এলাকার বাজারগুলিতেই প্রতিদিন দেখা যাচ্ছে থিকথিকে ভিড় ৷ লকডাউন শুরুর পর প্রথম দু’দিন পুলিশি পদক্ষেপে বাজারের ভিড় কিছুটা নিয়ন্ত্রণে আনা গেলেও রাজ্যের প্রশাসনিক প্রধানের মন্তব্যের পর নিজেদের অনেকটাই গুটিয়ে নিয়েছেন পুলিশকর্মীরা ৷ তার প্রভাব লক্ষ্য করা যাচ্ছে বাজারগুলিতেও ৷

লকডাউনের শুরুতে নিয়ন্ত্রণ করা যাচ্ছিল ভিড় কিন্তু এখন তা সম্ভব হচ্ছে না । এই অবস্থায় আজ পুরাতন মালদা পৌর এলাকার শরৎচন্দ্র মিনি মার্কেট পরিদর্শনের পর ক্ষোভ প্রকাশ করেন ওই পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ ৷ তিনি জানিয়ে দেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আগামীকাল থেকে মাত্র দু’ঘণ্টার জন্য এই বাজার খোলা রাখা হবে ৷ ভিড় নিয়ন্ত্রণে অন্যান্য বাজারগুলিতেও উপযুক্ত পদক্ষেপ করা হচ্ছে ৷

এবিষয়ে কার্তিকবাবু বলেন, "বাজারে যাতে কখনও মানুষের অতিরিক্ত জমায়েত না হয়, ক্রেতা ও বিক্রেতারা যাতে অন্তত এক মিটার দূরে থাকেন, তার জন্য আমরা বারবার প্রচার করেছি ৷ কিন্তু তাতে কোনও কাজ হয়নি ৷ আজ আমি মালদা থানার পুলিশ আধিকারিক ও মার্কেট কমিটির সদস্যদের নিয়ে এই বাজার পরিদর্শন করেছি ৷ দেখেছি, কোরোনা সতর্কতা উপেক্ষা করেই বাজারে ক্রেতা ও বিক্রেতাদের ভিড় ৷ তাই আমরা আগামীকাল থেকে সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত এই বাজার খোলা রাখার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি ৷ সেই সময়ের মধ্যে মানুষকে নিয়ন্ত্রিতভাবে বাজারে ঢোকানো হবে ৷ প্রত্যেককে অন্তত এক মিটার দূরে থাকতে হবে ৷ এই সিদ্ধান্ত নেওয়া ছাড়া আমাদের আর কোনও উপায় ছিল না ৷ কারণ, কোরোনা নিয়ে অসতর্কতার কোনও জায়গা নেই ৷"

কার্তিকবাবু আরও বলেন, "শুধু শরৎচন্দ্র মিনি পৌর মার্কেট নয়, পুরাতন মালদা পৌর এলাকার অন্যান্য বাজারগুলিতেও ভিড় নিয়ন্ত্রণে কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে ৷ যেমন ফুটানি মোড় বাজারকে আরও সম্প্রসারিত করা হয়েছে ৷ সদরঘাট বাজারের একটি অংশকে অন্য জায়গায় স্থানান্তরিত করা হচ্ছে ৷ প্রতিটি বাজারেই যাতে দু’জন মানুষ কমপক্ষে এক মিটার দূরত্বে দাঁড়াতে পারে, তার ব্যবস্থা আমরা করেছি ৷ একইসঙ্গে আগামীকাল থেকে বাজারগুলিতে নজরদারির জন্য পুলিশের সঙ্গে পৌরসভার কর্মীদেরও মোতায়েন করা হচ্ছে ৷"

মালদা, 28 মার্চ : পুলিশ ও প্রশাসনের বারবার সতর্কতা সত্ত্বেও কোরোনা নিয়ে কোনও হেলদোল নেই সাধারণ মানুষের ৷ ইংরেজবাজার বা পুরাতন মালদা, দুই পৌর এলাকার বাজারগুলিতেই প্রতিদিন দেখা যাচ্ছে থিকথিকে ভিড় ৷ লকডাউন শুরুর পর প্রথম দু’দিন পুলিশি পদক্ষেপে বাজারের ভিড় কিছুটা নিয়ন্ত্রণে আনা গেলেও রাজ্যের প্রশাসনিক প্রধানের মন্তব্যের পর নিজেদের অনেকটাই গুটিয়ে নিয়েছেন পুলিশকর্মীরা ৷ তার প্রভাব লক্ষ্য করা যাচ্ছে বাজারগুলিতেও ৷

লকডাউনের শুরুতে নিয়ন্ত্রণ করা যাচ্ছিল ভিড় কিন্তু এখন তা সম্ভব হচ্ছে না । এই অবস্থায় আজ পুরাতন মালদা পৌর এলাকার শরৎচন্দ্র মিনি মার্কেট পরিদর্শনের পর ক্ষোভ প্রকাশ করেন ওই পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ ৷ তিনি জানিয়ে দেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আগামীকাল থেকে মাত্র দু’ঘণ্টার জন্য এই বাজার খোলা রাখা হবে ৷ ভিড় নিয়ন্ত্রণে অন্যান্য বাজারগুলিতেও উপযুক্ত পদক্ষেপ করা হচ্ছে ৷

এবিষয়ে কার্তিকবাবু বলেন, "বাজারে যাতে কখনও মানুষের অতিরিক্ত জমায়েত না হয়, ক্রেতা ও বিক্রেতারা যাতে অন্তত এক মিটার দূরে থাকেন, তার জন্য আমরা বারবার প্রচার করেছি ৷ কিন্তু তাতে কোনও কাজ হয়নি ৷ আজ আমি মালদা থানার পুলিশ আধিকারিক ও মার্কেট কমিটির সদস্যদের নিয়ে এই বাজার পরিদর্শন করেছি ৷ দেখেছি, কোরোনা সতর্কতা উপেক্ষা করেই বাজারে ক্রেতা ও বিক্রেতাদের ভিড় ৷ তাই আমরা আগামীকাল থেকে সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত এই বাজার খোলা রাখার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি ৷ সেই সময়ের মধ্যে মানুষকে নিয়ন্ত্রিতভাবে বাজারে ঢোকানো হবে ৷ প্রত্যেককে অন্তত এক মিটার দূরে থাকতে হবে ৷ এই সিদ্ধান্ত নেওয়া ছাড়া আমাদের আর কোনও উপায় ছিল না ৷ কারণ, কোরোনা নিয়ে অসতর্কতার কোনও জায়গা নেই ৷"

কার্তিকবাবু আরও বলেন, "শুধু শরৎচন্দ্র মিনি পৌর মার্কেট নয়, পুরাতন মালদা পৌর এলাকার অন্যান্য বাজারগুলিতেও ভিড় নিয়ন্ত্রণে কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে ৷ যেমন ফুটানি মোড় বাজারকে আরও সম্প্রসারিত করা হয়েছে ৷ সদরঘাট বাজারের একটি অংশকে অন্য জায়গায় স্থানান্তরিত করা হচ্ছে ৷ প্রতিটি বাজারেই যাতে দু’জন মানুষ কমপক্ষে এক মিটার দূরত্বে দাঁড়াতে পারে, তার ব্যবস্থা আমরা করেছি ৷ একইসঙ্গে আগামীকাল থেকে বাজারগুলিতে নজরদারির জন্য পুলিশের সঙ্গে পৌরসভার কর্মীদেরও মোতায়েন করা হচ্ছে ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.