ETV Bharat / state

মালদা থেকে নিয়মিত উড়ান চালুর উদ্যোগ, কেন্দ্রীয় মন্ত্রীর দরবারে সাংসদ - flight

2 অগাস্ট উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু মালদা বিমানবন্দর থেকে নিয়মিত বিমান চালুর দাবি জানান কেন্দ্রীয় অসামরিক বিমান প্রতিমন্ত্রী হরদীপ সিং পুরীর কাছে ।

মালদা থেকে নিয়মিত উড়ান চালুর উদ্যোগ
author img

By

Published : Aug 4, 2019, 12:59 PM IST

মালদা, 4 অগাস্ট : রাজ্য সরকারের তরফে আগেই মালদা থেকে নিয়মিত বিমান চলাচল করানোর উদ্যোগ নেওয়া হয়েছিল । এবার সেই উদ্যোগে সামিল হলেন উত্তর মালদার BJP সাংসদ । 2 অগাস্ট উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু মালদা বিমানবন্দর থেকে নিয়মিত বিমান চালুর দাবি জানান কেন্দ্রীয় অসামরিক বিমান প্রতিমন্ত্রী হরদীপ সিং পুরীর কাছে । খগেনবাবুর দাবি, মন্ত্রী তাঁকে এবিষয়ে আশ্বস্ত করেছেন । যত দ্রুত মালদা থেকে নিয়মিত বিমান চলাচল চালু করা যায় তার চেষ্টা করবেন ।

malda
বন্ধ হয়ে যাওয়া মালদা বিমানবন্দর


উল্লেখ্য, মালদা থেকে নিয়মিত বিমান চলাচল জেলাবাসীর দীর্ঘদিনের দাবি । সেই দাবি মেনে বিমানবন্দর তৈরির উদ্যোগ নিয়েছিলেন এবি এ গনি খান চৌধুরি । মালদা থেকে বিমান চালু করার চেষ্টাও করেছিলেন তিনি । শুধু তিনিই নন, সেই চেষ্টা করেছিলেন শৈলেন সরকার থেকে শুরু করে কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরিও । কিন্তু জেলাবাসীর সেই স্বপ্ন এখনও বাস্তবায়িত হয়নি । মালদা শহরের মধ্যে যে পুরোনো বিমানবন্দর রয়েছে, তার একপাশে তৈরি হয়ে গেছে একাধিক বহুতল । অন্যদিকেও গড়ে উঠেছে জনপদ । এরই মধ্যে জেলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ঘোষণা করেন, মালদা বিমানবন্দর চালু করার উদ্যোগ নেবে রাজ্য সরকার । মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর মালদা থেকে কপ্টার পরিষেবা চালু করা হয়েছিল । কিন্তু অনিয়মিত ও প্রচারের অভাবে সেই পরিষেবা জনপ্রিয় হয়ে উঠতে পারেনি । বর্তমানে সেই পরিষেবা বন্ধ । তবে ইতিমধ্যে রাজ্য সরকার নতুন করে বিমানবন্দরের পরিকাঠামো গড়ে তোলার কাজে হাত দিয়েছে । কথা ছিল, চলতি বছরের শেষদিকেই সেই কাজ শেষ হয়ে যাবে । কিন্তু সেই কাজ শম্বুকগতিতে চলায় চলতি বছরে শেষ হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে ।


খগেনবাবু জানান, মালদা বিমানবন্দর থেকে নিয়মিত বিমান চলাচলের জন্য তিনি কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে কথা বলেছেন । জেলাবাসীর দাবি লিখিতভাবে কেন্দ্রীয় মন্ত্রীর হাতে তুলে দিয়েছেন । মন্ত্রীকে জানিয়েছেন, বিমান পরিষেবার জন্য যদি আরও জায়গার প্রয়োজন হয়, তার ব্যবস্থা করবেন । মন্ত্রী তাঁকে আশ্বাস দিয়েছেন বিমানবন্দর যাতে দ্রুত গড়ে ওঠে তার চেষ্টা করবেন । খগেনবাবু আরও বলেন, "মালদা থেকে বহু মানুষ বিভিন্ন কাজে দেশ ও বিদেশে যাতায়াত করে । কিন্তু এখান থেকে সরাসরি বিমান যোগাযোগ না থাকায় তাদের সময় ও অর্থ দু'ই বেশি লাগে । এখানে বিমান পরিষেবা চালু হলে জেলায় শিল্প স্থাপনের সম্ভাবনাও বাড়বে ।"


দীর্ঘদিন ধরে মালদা থেকে নিয়মিত বিমান চলাচলের দাবি জানিয়ে আসছে জেলার বণিকসভা, মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স । খগেনবাবুর উদ্যোগে খুশি সংগঠনের সম্পাদক জয়ন্ত কুণ্ডু । তিনি বলেন, "মালদা থেকে উড়ান চালু করার ব্যাপারে আমরা এর আগে একাধিকবার জেলার দুই সাংসদ ও মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছিলাম । কিন্তু প্রশাসনের বিভিন্ন টালবাহানা ও তদারকি করার লোকের অভাবে জেলা থেকে এখনও উড়ান চালু করা হয়নি । এবার লোকসভা নির্বাচনে মালদার দুই জয়ী সাংসদ, BJP-র খগেন মুর্মু ও কংগ্রেসের ডালু মিয়াঁর কাছে আমরা সাতটি দাবি রেখেছিলাম । তার মধ্যে প্রথম দাবি ছিল জেলা থেকে উড়ান চালু করা । কারণ, এখান থেকে উড়ান চালু হলে মালদা জেলায় অনেক বড় শিল্প স্থাপনের সম্ভাবনা থাকবে । তার সঙ্গে দেশ ও বিদেশের মানুষের সুবিধেও হবে । বিশেষত চিকিৎসার বিষয়ে মানুষ উপকৃত হবে । খগেনবাবু বিষয়টি নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীর কাছে দরবার করেছেন । তাঁর এই উদ্যোগকে বণিকসভার পক্ষ থেকে আমরা সাধুবাদ জানাচ্ছি । এনিয়ে প্রয়োজন হলে আমরা জেলার 5 জন প্রতিনিধিকে নিয়ে দিল্লি ও মুখ্যমন্ত্রীর কাছে দরবার করব । উন্নয়নের ক্ষেত্রে কেন্দ্র ও রাজ্যের মধ্যে কোনও সংঘাত হওয়ার কথা নয় । কেন্দ্র ও রাজ্যে যে সব সময় একই সরকার থাকবে, তারও কোনও মানে নেই । উন্নয়নের প্রশ্নে রাজনৈতিক ভেদাভেদ তৈরি হওয়া উচিত নয় ।"

মালদা, 4 অগাস্ট : রাজ্য সরকারের তরফে আগেই মালদা থেকে নিয়মিত বিমান চলাচল করানোর উদ্যোগ নেওয়া হয়েছিল । এবার সেই উদ্যোগে সামিল হলেন উত্তর মালদার BJP সাংসদ । 2 অগাস্ট উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু মালদা বিমানবন্দর থেকে নিয়মিত বিমান চালুর দাবি জানান কেন্দ্রীয় অসামরিক বিমান প্রতিমন্ত্রী হরদীপ সিং পুরীর কাছে । খগেনবাবুর দাবি, মন্ত্রী তাঁকে এবিষয়ে আশ্বস্ত করেছেন । যত দ্রুত মালদা থেকে নিয়মিত বিমান চলাচল চালু করা যায় তার চেষ্টা করবেন ।

malda
বন্ধ হয়ে যাওয়া মালদা বিমানবন্দর


উল্লেখ্য, মালদা থেকে নিয়মিত বিমান চলাচল জেলাবাসীর দীর্ঘদিনের দাবি । সেই দাবি মেনে বিমানবন্দর তৈরির উদ্যোগ নিয়েছিলেন এবি এ গনি খান চৌধুরি । মালদা থেকে বিমান চালু করার চেষ্টাও করেছিলেন তিনি । শুধু তিনিই নন, সেই চেষ্টা করেছিলেন শৈলেন সরকার থেকে শুরু করে কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরিও । কিন্তু জেলাবাসীর সেই স্বপ্ন এখনও বাস্তবায়িত হয়নি । মালদা শহরের মধ্যে যে পুরোনো বিমানবন্দর রয়েছে, তার একপাশে তৈরি হয়ে গেছে একাধিক বহুতল । অন্যদিকেও গড়ে উঠেছে জনপদ । এরই মধ্যে জেলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ঘোষণা করেন, মালদা বিমানবন্দর চালু করার উদ্যোগ নেবে রাজ্য সরকার । মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর মালদা থেকে কপ্টার পরিষেবা চালু করা হয়েছিল । কিন্তু অনিয়মিত ও প্রচারের অভাবে সেই পরিষেবা জনপ্রিয় হয়ে উঠতে পারেনি । বর্তমানে সেই পরিষেবা বন্ধ । তবে ইতিমধ্যে রাজ্য সরকার নতুন করে বিমানবন্দরের পরিকাঠামো গড়ে তোলার কাজে হাত দিয়েছে । কথা ছিল, চলতি বছরের শেষদিকেই সেই কাজ শেষ হয়ে যাবে । কিন্তু সেই কাজ শম্বুকগতিতে চলায় চলতি বছরে শেষ হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে ।


খগেনবাবু জানান, মালদা বিমানবন্দর থেকে নিয়মিত বিমান চলাচলের জন্য তিনি কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে কথা বলেছেন । জেলাবাসীর দাবি লিখিতভাবে কেন্দ্রীয় মন্ত্রীর হাতে তুলে দিয়েছেন । মন্ত্রীকে জানিয়েছেন, বিমান পরিষেবার জন্য যদি আরও জায়গার প্রয়োজন হয়, তার ব্যবস্থা করবেন । মন্ত্রী তাঁকে আশ্বাস দিয়েছেন বিমানবন্দর যাতে দ্রুত গড়ে ওঠে তার চেষ্টা করবেন । খগেনবাবু আরও বলেন, "মালদা থেকে বহু মানুষ বিভিন্ন কাজে দেশ ও বিদেশে যাতায়াত করে । কিন্তু এখান থেকে সরাসরি বিমান যোগাযোগ না থাকায় তাদের সময় ও অর্থ দু'ই বেশি লাগে । এখানে বিমান পরিষেবা চালু হলে জেলায় শিল্প স্থাপনের সম্ভাবনাও বাড়বে ।"


দীর্ঘদিন ধরে মালদা থেকে নিয়মিত বিমান চলাচলের দাবি জানিয়ে আসছে জেলার বণিকসভা, মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স । খগেনবাবুর উদ্যোগে খুশি সংগঠনের সম্পাদক জয়ন্ত কুণ্ডু । তিনি বলেন, "মালদা থেকে উড়ান চালু করার ব্যাপারে আমরা এর আগে একাধিকবার জেলার দুই সাংসদ ও মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছিলাম । কিন্তু প্রশাসনের বিভিন্ন টালবাহানা ও তদারকি করার লোকের অভাবে জেলা থেকে এখনও উড়ান চালু করা হয়নি । এবার লোকসভা নির্বাচনে মালদার দুই জয়ী সাংসদ, BJP-র খগেন মুর্মু ও কংগ্রেসের ডালু মিয়াঁর কাছে আমরা সাতটি দাবি রেখেছিলাম । তার মধ্যে প্রথম দাবি ছিল জেলা থেকে উড়ান চালু করা । কারণ, এখান থেকে উড়ান চালু হলে মালদা জেলায় অনেক বড় শিল্প স্থাপনের সম্ভাবনা থাকবে । তার সঙ্গে দেশ ও বিদেশের মানুষের সুবিধেও হবে । বিশেষত চিকিৎসার বিষয়ে মানুষ উপকৃত হবে । খগেনবাবু বিষয়টি নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীর কাছে দরবার করেছেন । তাঁর এই উদ্যোগকে বণিকসভার পক্ষ থেকে আমরা সাধুবাদ জানাচ্ছি । এনিয়ে প্রয়োজন হলে আমরা জেলার 5 জন প্রতিনিধিকে নিয়ে দিল্লি ও মুখ্যমন্ত্রীর কাছে দরবার করব । উন্নয়নের ক্ষেত্রে কেন্দ্র ও রাজ্যের মধ্যে কোনও সংঘাত হওয়ার কথা নয় । কেন্দ্র ও রাজ্যে যে সব সময় একই সরকার থাকবে, তারও কোনও মানে নেই । উন্নয়নের প্রশ্নে রাজনৈতিক ভেদাভেদ তৈরি হওয়া উচিত নয় ।"

Intro:মালদা, 3 অগাস্ট : রাজ্য সরকার আগেই মালদা থেকে নিয়মিত বিমান চলাচল করানোর উদ্যোগ নিয়েছে। এবার সেই উদ্যোগে শামিল হলেন উত্তর মালদার বিজেপি সাংসদ। গতকাল উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু মালদা বিমানবন্দর থেকে নিয়মিত বিমান চালুর দাবি জানিয়েছেন কেন্দ্রীয় অসামরিক বিমান প্রতিমন্ত্রী হরদীপ সিং পুরীর কাছে। খগেনবাবুর দাবি, মন্ত্রী তাঁকে এবিষয়ে আশ্বস্ত করেছেন। যত দ্রুত মালদা থেকে নিয়মিত বিমান চলাচল চালু করা যায় তার চেষ্টা করবেন বলে জানিয়েছেন তিনি।


Body:উল্লেখ্য, মালদা থেকে নিয়মিত বিমান চলাচল জেলাবাসীর দীর্ঘদিনের দাবি। সেই দাবি মেনে এখানে একটি বিমানবন্দর তৈরির উদ্যোগ নিয়েছিলেন এবিএ গনি খান চৌধুরি। এখান থেকে বিমান চালু করার চেষ্টাও করেছিলেন তিনি। শুধু তিনিই নন, সেই চেষ্টা করেছিলেন শৈলেন সরকার থেকে শুরু করে কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরিও। কিন্তু জেলাবাসীর সেই স্বপ্ন এখনও বাস্তবায়িত হয়নি। মালদা শহরের মধ্যে যে পুরোনো বিমানবন্দর রয়েছে, তার একপাশে তৈরি হয়ে গেছে একাধিক বহুতল। অন্যদিকেও গড়ে উঠেছে জনপদ। এরই মধ্যে জেলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ঘোষণা করেন, মালদা বিমানবন্দর চালু করার উদ্যোগ নেবে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পর মালদা থেকে কপ্টার পরিষেবা চালু করা হয়েছিল। কিন্তু অনিয়মিত ও প্রচারের অভাবে সেই পরিষেবা জনপ্রিয় হয়ে উঠতে পারেনি। বর্তমানে সেই পরিষেবা বন্ধ। তবে ইতিমধ্যে রাজ্য সরকার নতুন করে বিমানবন্দরের পরিকাঠামো গড়ে তোলার কাজে হাত দিয়েছে। কথা ছিল, চলতি বছরের শেষদিকেই সেই কাজ শেষ হয়ে যাবে। কিন্তু সেই কাজ চলছে শম্বুকগতিতে। চলতি বছর সেই কাজ শেষ হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। এবার উত্তর মালদার সাংসদ বিষয়টি নিয়ে কেন্দ্রীয় মন্ত্রীর কাছে দরবার করায় জেলাবাসীর স্বপ্ন আরো একবার আলো দেখছে।
দিল্লি থেকে খগেনবাবু জানিয়েছেন, তিনি মালদা বিমানবন্দর থেকে নিয়মিত বিমান চলাচলের জন্য ওই দপ্তরের কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। জেলাবাসীর দাবি লিখিতভাবে কেন্দ্রীয় মন্ত্রীর হাতে তুলে দিয়েছেন। তিনি মন্ত্রীকে জানিয়েছেন, বিমান পরিষেবার জন্য যদি বিমানবন্দরে ক্ষেত্রে আরও জায়গার প্রয়োজন হয়, তার ব্যবস্থা তিনি করবেন। মন্ত্রী তাঁকে আশ্বাস দিয়েছেন, মালদা থেকে দ্রুত বিমান পরিষেবা চালু করার বিষয়টি তিনি গুরুত্ব দিয়ে বিবেচনা করছেন। খগেনবাবু আরও বলেন, মালদা থেকে বহু মানুষ বিভিন্ন কাজে দেশ ও বিদেশে যাতায়াত করে। কিন্তু এখান থেকে সরাসরি বিমান যোগাযোগ না থাকায় তাদের সময় ও অর্থ, দুটোই বেশি লাগে। এখানে বিমান পরিষেবা চালু হলে জেলায় শিল্প স্থাপনের সম্ভাবনাও বাড়বে।


Conclusion:দীর্ঘদিন ধরে মালদা থেকে নিয়মিত বিমান চলাচলের দাবি জানিয়ে আসছে জেলার বণিকসভা, মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স। খগেনবাবুর উদ্যোগে খুশি সংগঠনের সম্পাদক জয়ন্ত কুন্ডু। আজ তিনি বলেন, "মালদা থেকে উড়ান চালু করার ব্যাপারে আমরা এর আগে একাধিকবার জেলার দুই সাংসদ ও মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছিলাম। কিন্তু প্রশাসনের বিভিন্ন টালবাহানা এবং তদ্বির করার লোকের অভাবে জেলা থেকে এখনও উড়ান চালু করা হয়নি। এবার লোকসভা নির্বাচনে মালদার দুই জয়ী সাংসদ, বিজেপির খগেন মুর্মু ও কংগ্রেসের ডালু মিয়াঁর কাছে আমরা সাতটি দাবি রেখেছিলাম। তার মধ্যে প্রথম দাবি ছিল জেলা থেকে উড়ান চালু করা। কারণ, এখান থেকে উড়ান চালু হলে মালদা জেলায় অনেক বড়ো শিল্প স্থাপনের সম্ভাবনা থাকবে। তার সঙ্গে দেশ ও বিদেশের মানুষের সুবিধেও হবে। বিশেষত চিকিৎসার বিষয়ে মানুষ উপকৃত হবে। খগেনবাবু বিষয়টি নিয়ে গতকাল কেন্দ্রীয় মন্ত্রীর কাছে দরবার করেছেন। তাঁর এই উদ্যোগকে বণিকসভার পক্ষ থেকে আমরা সাধুবাদ জানাচ্ছি। এনিয়ে প্রয়োজন হলে আমরা জেলার 5 জন প্রতিনিধিকে নিয়ে দিল্লি ও মুখ্যমন্ত্রীর কাছে দরবার করব। উন্নয়নের ক্ষেত্রে কেন্দ্র ও রাজ্যের মধ্যে কোনও সংঘাত হওয়ার কথা নয়। কেন্দ্র ও রাজ্যে যে সব সময় একই সরকার থাকবে, তারও কোনও মানে নেই। উন্নয়নের প্রশ্নে রাজনৈতিক ভেদাভেদ তৈরি হওয়া উচিত নয়।"
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.