ETV Bharat / state

NDA Exam : রাজ্যে মাত্র দু’জন, সর্বভারতীয় এনডিএ প্রবেশিকার মেরিট লিস্টে 66তম স্থানে মালদার অর্ণব - NDA exams merit list 66th ranked Arnab Das

আগে দু'বার সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষায় বসেছিলেন তিনি । কিন্তু সফল হননি । শেষ পর্যন্ত 2021 সালে নভেম্বরে ফের সেই পরীক্ষায় বসেন । ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমিতে গোটা দেশে 66তম স্থান অধিকার করেছে মালদার অর্ণব দাস (NDA exams merit list 66th ranked Arnab Das)।

NDA Exam
এনডিএ প্রবেশিকার মেরিট লিস্টে 66তম স্থানে মালদার অর্ণব
author img

By

Published : Jun 17, 2022, 7:59 PM IST

মালদা, 17 জুন : ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমিতে সারা দেশে 66তম স্থান অধিকার করে মালদার মুখ উজ্জ্বল করলেন এই শহরের ছেলে অর্ণব । তাঁর এই সাফল্যে উচ্ছ্বাসে ভাসছে জেলাবাসী (NDA exams merit list 66th ranked Arnab Das) ।

মালদা শহরের বাঁশুলিতলার বাসিন্দা অর্ণব । তাঁদের আদি বাড়ি পুখুরিয়া থানার পরানপুর গ্রামে । বাবা অশোক দাস ছিলেন স্কুল শিক্ষক । ছোটবেলাতেই বাবাকে হারিয়েছেন অর্ণব । মা বিপাশা তালুকদার দাস ইংরেজবাজার ব্লকের জহুরাতলা হাইস্কুলের অশিক্ষক কর্মী । একমাত্র বোন অর্পিতা একাদশ শ্রেণিতে পড়ে । অর্ণবের পড়াশোনা মালদা শহরের রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরে । 2019 সালে মাধ্যমিকে 95 শতাংশ এবং 2021 সালে উচ্চমাধ্যমিকে 82 শতাংশ নম্বর নিয়ে পাশ করেন । রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষাতেও তিনি সফল হন । যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা শুরু করেন । কিন্তু ছোট থেকে তিনি গ্রামের বাড়ি গিয়ে দেখতেন, সেখানকার অনেকেই সেনায় চাকরি করেন । তা দেখে ছোট থেকে সেনায় যোগ দেওয়ার ইচ্ছে মনে বাসা বেঁধে থাকে তাঁর । তাই ইঞ্জিনিয়ারিং পড়লেও তিনি এনডিএ পরীক্ষার প্রস্তুতি নিয়ে যেতে থাকেন । অবশ্য তার আগেই দু'বার সর্বভারতীয় সেই প্রবেশিকা পরীক্ষায় বসেছিলেন তিনি । সফল হননি । কিন্তু হাল ছাড়েননি । শেষ পর্যন্ত 2021 সালে নভেম্বরে তিনি ফের সেই পরীক্ষায় বসেন । এবার একেবারে 66তম স্থান অধিকার করেন ।

আরও পড়ুন : জয়েন্টে প্রথম ও দ্বিতীয় হিমাংশু শেখর, দেখে নিন সম্পূর্ণ মেধাতালিকা

অর্ণব জানান, স্কুলে পড়াশোনা করার সময়ই এক বন্ধু এই পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল । তার কাছ থেকেই আমি এই পরীক্ষার বিষয়ে জানতে পারি । তারপর বিভিন্ন ওয়েবসাইট আর ইউটিউব দেখে এই পরীক্ষার ব্যাপারে পুরোটা জানতে পারি । পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে শুরু করি । দু'বার লিখিত পরীক্ষায় অসফল হওয়ার পর তৃতীয়বার লিখিত পরীক্ষায় সফল হই । এরপর বিভিন্ন ইন্টারভিউ ও মেডিক্যাল টেস্টের পর আমি মেরিট লিস্টে জায়গা পেয়েছি । সেখানে আমার নাম 66তম স্থানে রয়েছে । এবার লিখিত পরীক্ষা দিয়েছিল প্রায় ছ'লাখ ছেলেমেয়ে ।

তিনি আরও জানান, এবার মেয়েদেরও এই পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হয়েছে । ফলে পরীক্ষার্থীর সংখ্যা বেশি ছিল । লিখিত পরীক্ষায় প্রায় আট হাজার জন পাশ করেছিলেন । ফাইনাল ইন্টারভিউয়ের পর 472 জনের মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে । এখানে ট্রেনিংয়ের সিট রয়েছে 400 জনের । রাজ্যের মাত্র দু'জনের নাম মেরিট লিস্টে রয়েছে । আরেকজনের নাম রয়েছে 175 নম্বরে । তিন বছর এনডিএ ট্রেনিং, এক বছর এয়ারফোর্স অ্যাকাডেমির ট্রেনিং শেষ করে আমি ইন্ডিয়ান এয়ারফোর্সে কমিশনড হতে চাই । নিজের 100 শতাংশ দেশকে দেওয়া আমার লক্ষ্য । এই সাফল্যের পিছনে আমার মা, বন্ধুবান্ধব আর অনলাইনে যিনি আমাকে সাহায্য করেছেন, তাঁদের হাত রয়েছে।

এনডিএ প্রবেশিকার মেরিট লিস্টে 66তম স্থানে মালদার অর্ণব

আরও পড়ুন : WBJEE Result 2022: প্রকাশিত জয়েন্ট এন্ট্রান্সের ফল, ব়্যাংক পেয়েছে 98.5%

ছেলের সাফল্যে মায়ের চোখে শুধুই আনন্দাশ্রু । ঠিকমতো কথাও বলতে পারছিলেন না বিপাশাদেবী । কোনওরকমে জানালেন, আমার যে আজ কতটা আনন্দ, তা বলে বোঝাতে পারব না । ওর বাবা বেঁচে থাকলে তিনি আরও খুশি হতেন । আমার ছেলে এত বড় জায়গায় যেতে পারে, কখনও ভাবিনি । ও নিজের পরিশ্রমেই এই সাফল্য অর্জন করেছে । ও আরও বড় হোক । দেশের সেবায় নিজেকে উৎসর্গ করুক ।

মালদা, 17 জুন : ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমিতে সারা দেশে 66তম স্থান অধিকার করে মালদার মুখ উজ্জ্বল করলেন এই শহরের ছেলে অর্ণব । তাঁর এই সাফল্যে উচ্ছ্বাসে ভাসছে জেলাবাসী (NDA exams merit list 66th ranked Arnab Das) ।

মালদা শহরের বাঁশুলিতলার বাসিন্দা অর্ণব । তাঁদের আদি বাড়ি পুখুরিয়া থানার পরানপুর গ্রামে । বাবা অশোক দাস ছিলেন স্কুল শিক্ষক । ছোটবেলাতেই বাবাকে হারিয়েছেন অর্ণব । মা বিপাশা তালুকদার দাস ইংরেজবাজার ব্লকের জহুরাতলা হাইস্কুলের অশিক্ষক কর্মী । একমাত্র বোন অর্পিতা একাদশ শ্রেণিতে পড়ে । অর্ণবের পড়াশোনা মালদা শহরের রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরে । 2019 সালে মাধ্যমিকে 95 শতাংশ এবং 2021 সালে উচ্চমাধ্যমিকে 82 শতাংশ নম্বর নিয়ে পাশ করেন । রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষাতেও তিনি সফল হন । যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা শুরু করেন । কিন্তু ছোট থেকে তিনি গ্রামের বাড়ি গিয়ে দেখতেন, সেখানকার অনেকেই সেনায় চাকরি করেন । তা দেখে ছোট থেকে সেনায় যোগ দেওয়ার ইচ্ছে মনে বাসা বেঁধে থাকে তাঁর । তাই ইঞ্জিনিয়ারিং পড়লেও তিনি এনডিএ পরীক্ষার প্রস্তুতি নিয়ে যেতে থাকেন । অবশ্য তার আগেই দু'বার সর্বভারতীয় সেই প্রবেশিকা পরীক্ষায় বসেছিলেন তিনি । সফল হননি । কিন্তু হাল ছাড়েননি । শেষ পর্যন্ত 2021 সালে নভেম্বরে তিনি ফের সেই পরীক্ষায় বসেন । এবার একেবারে 66তম স্থান অধিকার করেন ।

আরও পড়ুন : জয়েন্টে প্রথম ও দ্বিতীয় হিমাংশু শেখর, দেখে নিন সম্পূর্ণ মেধাতালিকা

অর্ণব জানান, স্কুলে পড়াশোনা করার সময়ই এক বন্ধু এই পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল । তার কাছ থেকেই আমি এই পরীক্ষার বিষয়ে জানতে পারি । তারপর বিভিন্ন ওয়েবসাইট আর ইউটিউব দেখে এই পরীক্ষার ব্যাপারে পুরোটা জানতে পারি । পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে শুরু করি । দু'বার লিখিত পরীক্ষায় অসফল হওয়ার পর তৃতীয়বার লিখিত পরীক্ষায় সফল হই । এরপর বিভিন্ন ইন্টারভিউ ও মেডিক্যাল টেস্টের পর আমি মেরিট লিস্টে জায়গা পেয়েছি । সেখানে আমার নাম 66তম স্থানে রয়েছে । এবার লিখিত পরীক্ষা দিয়েছিল প্রায় ছ'লাখ ছেলেমেয়ে ।

তিনি আরও জানান, এবার মেয়েদেরও এই পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হয়েছে । ফলে পরীক্ষার্থীর সংখ্যা বেশি ছিল । লিখিত পরীক্ষায় প্রায় আট হাজার জন পাশ করেছিলেন । ফাইনাল ইন্টারভিউয়ের পর 472 জনের মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে । এখানে ট্রেনিংয়ের সিট রয়েছে 400 জনের । রাজ্যের মাত্র দু'জনের নাম মেরিট লিস্টে রয়েছে । আরেকজনের নাম রয়েছে 175 নম্বরে । তিন বছর এনডিএ ট্রেনিং, এক বছর এয়ারফোর্স অ্যাকাডেমির ট্রেনিং শেষ করে আমি ইন্ডিয়ান এয়ারফোর্সে কমিশনড হতে চাই । নিজের 100 শতাংশ দেশকে দেওয়া আমার লক্ষ্য । এই সাফল্যের পিছনে আমার মা, বন্ধুবান্ধব আর অনলাইনে যিনি আমাকে সাহায্য করেছেন, তাঁদের হাত রয়েছে।

এনডিএ প্রবেশিকার মেরিট লিস্টে 66তম স্থানে মালদার অর্ণব

আরও পড়ুন : WBJEE Result 2022: প্রকাশিত জয়েন্ট এন্ট্রান্সের ফল, ব়্যাংক পেয়েছে 98.5%

ছেলের সাফল্যে মায়ের চোখে শুধুই আনন্দাশ্রু । ঠিকমতো কথাও বলতে পারছিলেন না বিপাশাদেবী । কোনওরকমে জানালেন, আমার যে আজ কতটা আনন্দ, তা বলে বোঝাতে পারব না । ওর বাবা বেঁচে থাকলে তিনি আরও খুশি হতেন । আমার ছেলে এত বড় জায়গায় যেতে পারে, কখনও ভাবিনি । ও নিজের পরিশ্রমেই এই সাফল্য অর্জন করেছে । ও আরও বড় হোক । দেশের সেবায় নিজেকে উৎসর্গ করুক ।

For All Latest Updates

TAGGED:

NDA Exam
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.