মালদা, 1 অগস্ট: পাকুয়াহাটে প্রকাশ্যে দুই মহিলাকে নির্যাতনের ঘটনায় পুলিশকে সুপ্রিম কোর্ট পর্যন্ত টেনে নিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিলেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা ৷ মঙ্গলবার তিনি মানিকচকের একটি গ্রামে নিগৃহীতাদের বাড়িতে গিয়ে তাঁদের সঙ্গে কথা বলেন ৷ তাঁদের পিছু পিছু সেখানে উপস্থিত হয় রাজ্য মহিলা কমিশনের একটি প্রতিনিধি দলও ৷ এনিয়ে কটাক্ষ করতে ছাড়েনি জাতীয় মহিলা কমিশন ৷
মণিপুরের পর মালদার পাকুয়াহাটে প্রকাশ্যে মানিকচকের দুই মহিলার নির্যাতনের কাহিনি এখন গোটা দেশে ছড়িয়ে পড়েছে ৷ এনিয়ে বিস্তর রাজনৈতিক বিতর্কও হয়েছে ৷ ঘটনার তদন্তে আগেই মালদায় এসেছিল রাজ্য মহিলা কমিশনের একটি প্রতিনিধি দল ৷ আজ জেলায় আসেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন ৷ নির্দিষ্ট সময়ের অনেক পরে মানিকচকে দুই নির্যাতিতার বাড়িতে যান রেখা শর্মা ৷ দীর্ঘক্ষণ তিনি তাঁদের সঙ্গে কথা বলেন ৷
রেখা শর্মা বলেন, “পুলিশ কিংবা প্রশাসনের তরফে আজ পর্যন্ত নির্যাতিতা দুই মহিলাকে কোনও ওষুধপত্র দেওয়া হয়নি ৷ প্রশাসনের কোনও সহায়তাও তাঁরা পাননি ৷ কোন মামলায় তাঁদের ছ’দিন সংশোধনাগারে রাখা হল, সেটা আমি পুলিশকে জিজ্ঞেস করব ৷ যাঁদের বিবস্ত্র করে মারধর করা হল, তাঁরা এমন কী অপরাধ করেছিলেন যে তাঁদের সংশোধনাগারে পাঠাতে হবে, সেটাও আমার জানা প্রয়োজন ৷ এটা মুখ বন্ধ করার কৌশল মাত্র ৷ সেকারণেই নির্যাতিতদের এভাবে অন্য মামলায় জুড়ে দেওয়া হয় ৷ এটা ভিক্টিমাইজেশন অফ দ্য ভিক্টিম ৷’’
প্রসঙ্গত, নির্যাতিতাদের বিরুদ্ধে ফাঁড়ি ভাঙচুরের মামলা দায়ের করায় পুলিশের বিরুদ্ধে ক্ষোভ জমেছে সমাজের সর্বস্তরে ৷ পরবর্তীতে সংশোধনাগার থেকে মুক্তি পেয়ে নির্যাতিতারা অভিযোগ করেছিলেন, ঘটনার দিন পুলিশ বিবস্ত্র অবস্থাতেই দু’ঘণ্টা তাঁদের পাকুয়াহাট ফাঁড়িতে বসিয়ে রাখে ৷ তাঁদের চিকিৎসার ব্যবস্থাটুকুও করেননি পুলিশকর্মীরা ৷
আরও পড়ুন: দুই মহিলাকে বিবস্ত্র করে মারধরের ভিডিয়ো নিয়ে সরব বিজেপি, তদন্তে মালদা পুলিশ
পুলিশি ভূমিকার প্রতিবাদে লোকসভায় লিখিত অভিযোগ দায়ের করেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু ৷ দিল্লিতে গান্ধিমূর্তির সামনে বিক্ষোভ দেখান রাজ্যের বিজেপি সাংসদরা ৷ এই নিয়ে শোরগোল পড়তেই বামনগোলা থানার আইসি-সহ চার পুলিশকর্মীকে ক্লোজ করেন পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব ৷ যদিও রেখা শর্মা দোষী পুলিশ কর্মীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছেন ৷
তাঁর বক্তব্য, ‘‘এরাজ্যে বারবার এই ঘটনা ঘটছে ৷ আবার সেই সরকারই মহিলা সশক্তিকরণের কথা বলছে ৷ এই দুই মহিলার বিরুদ্ধে পুলিশ দাঙ্গার মামলা রুজু করেছে ৷ কিন্তু এই মহিলারা কত লোককে একত্রিত করতে পারবেন ? দুর্ভাগ্যের বিষয়, বিবস্ত্র অবস্থায় উদ্ধার করার পরেও পুলিশ দুই মহিলাকে সাহায্য করার বদলে গ্রেফতার করে ৷ এনিয়ে আমি পুলিশ সুপারের সঙ্গে কথা বলব ৷ তিনি এই ঘটনায় একটি অ্যাকশন টেকন রিপোর্ট পাঠিয়েছেন ৷ সেই রিপোর্ট নিয়েও আমার প্রশ্ন রয়েছে ৷’’
তাঁর আরও বক্তব্য, পুলিশ জানিয়েছে, এই ঘটনায় দু’চারজন কর্মীর বিরুদ্ধে তদন্ত চলছে ৷ অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে ৷ কতদিনে সেই তদন্ত শেষ হয়, দোষী পুলিশকর্মীদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়, সেটা নিয়ে তাঁরা নজর রাখছেন ৷ এই ঘটনায় তিনি রাজ্য সরকারের কাছে প্রশ্ন করবেন ৷ প্রয়োজনে সুপ্রিম কোর্টে এ নিয়ে মামলা করা হবে বলেও তিনি হুঁশিয়ারি দিয়েছেন ৷
এ দিন রেখাদেবীদের পিছু পিছুই ওই গ্রামে পৌঁছোন রাজ্য মহিলা কমিশনের দুই সদস্য ৷ এনিয়ে তিনি বলেন, “তাঁদের অনেক আগেই এখানে আসা উচিত ছিল ৷ গতকালও আমি যেখানে গিয়েছিলাম, এঁরা আমার পিছু পিছু সেখানে গিয়েছিলেন ৷ আজও এসেছেন ৷ সম্ভবত তাঁদের সঠিক রাস্তা দেখানোর প্রয়োজন রয়েছে ৷ সেই কাজ করতে পারছি বুঝে আমি খুশি ৷” আজ জেলা পুলিশ ও প্রশাসনের বিরুদ্ধেও অসহযোগিতার অভিযোগ করেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন ৷
এদিকে রাজ্য মহিলা কমিশনের সদস্য সুজাতা পাকড়াশি লাহিড়ি জানান, পুলিশের কাছ থেকে তাঁরা জানতে পেরেছেন, সেদিন হাটের মধ্যে টাকাপয়সা সংক্রান্ত কিছু ঝামেলা হয়েছিল ৷ পুলিশ দুই মহিলাকে উদ্ধার করে ৷ পরে পুলিশ জানতে পারে, এই দুই মহিলার বিরুদ্ধে পুরনো মামলা রয়েছে ৷ তার ভিত্তিতেই তাঁদের গ্রেফতার করা হয় ৷ জাতীয় মহিলা কমিশন রাজ্যের কয়েকটি জায়গা পরিদর্শন করছে ৷ তাই তাঁরা রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্যায়ের নির্দেশে সেখানে যান ৷
আরও পড়ুন: লেবু বেচতে হাটে গিয়ে মিথ্যে অপবাদে হেনস্থার শিকার, দাবি নির্যাতিতার মেয়ের
জাতীয় কমিশন আসার জন্যই কি রাজ্য মহিলা কমিশনের মালদায় আসা ? সাংবাদিকদের প্রশ্নে কার্যত থতমত খেয়ে যান সুজাতাদেবী ৷ তাঁকে সাহায্য করতে সামনে এগিয়ে আসেন রাজ্য মহিলা কমিশনের মিডিয়া কনসালটেন্ট শুভদীপ ভট্টাচার্য ৷ তিনি বলেন, “এই ঘটনায় আমরা আগেও তদন্তে এসেছিলাম ৷ আজ বিকেলে আমরা সাংবাদিকদের সব প্রশ্নের উত্তর দেব ৷ তবে ঘটনার পর জেলায় এসে আমরা পুলিশের কাছে প্রশ্ন রেখেছিলাম, কেন নির্যাতিতা দুই মহিলাকে গ্রেফতার করা হয়েছে ৷ পরদিনই কিন্তু দুই মহিলা জামিন পেয়ে যান ৷ আমরা এই ঘটনা নিয়ে রাজ্যকে প্রস্তাব দিয়েছি ৷ কমিশনের চেয়ারপার্সনের নির্দেশে আজ আমরা ফের এখানে এসেছি ৷ জাতীয় কমিশনের কোনও প্রশ্ন থাকলে আমাদেরই তো উত্তর দিতে হবে ৷”