ETV Bharat / state

মমতা বন্দ্যোপাধ্যায় সংবিধান মানেন না : মুকল - mamata banerjee

" রাজ্যের পৌরসভা ও পৌরনিগমগুলিতে নির্বাচন হলে অধিকাংশতেই BJP জিতবে ৷ আর নির্বাচনে জেলাশাসক ও পুলিশ সুপারদের কাজে লাগালে আখেরে লাভ হবে বিরোধীদেরই ৷ " মালদায় মন্তব্য করলেন BJP নেতা মুকুল রায় ।

mukul
author img

By

Published : Oct 21, 2019, 1:51 PM IST

Updated : Oct 21, 2019, 2:14 PM IST

মালদা, 21 অক্টোবর : পৌরসভা ও পৌরনিগমের নির্বাচন নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন BJP নেতা মুকুল রায় ৷ তিনি বলেন, " রাজ্যের 128টি পৌরসভা ও 10টি পৌরনিগমে নির্বাচন হলে অধিকাংশতেই BJP জিতবে ৷ কারণ মুখ্যমন্ত্রী সংবিধানই মানেন না । আর নির্বাচনে তিনি জেলাশাসক ও পুলিশ সুপারদের কাজে লাগালে আখেরে লাভ হবে বিরোধীদেরই । " সোমবার উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে যাওয়ার পথে মালদায় একথা বলেন BJP এই নেতা ।

মুকুলবাবু বলেন, " রাজ্যের কোথাও এখন আইনের শাসন নেই । বাংলায় লোকতন্ত্র থাকবে নাকি সেই বিষয়টিও প্রশ্ন সাপেক্ষ । পঞ্চায়েত নির্বাচনের পর থেকে এখনও পর্যন্ত এই রাজ্যে 89 জনের মৃত্যু হয়েছে । লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর সেই সংখ্যাটি এখনও পর্যন্ত 35 । যার কারণেই কেন্দ্রীয় সরকার ও BJP সংকল্প যাত্রার ডাক দিয়েছে । সেই যাত্রাকে কেন্দ্র করে এখন জেলায় জেলায় দলীয় কর্মসূচি চলছে । তৃণমূল কটাক্ষের মুখোমুখি হতে হতে আমরা শূন্য থেকে আমরা আজ এই অবস্থায় পৌঁছেছি । আর মমতার আসন সংখ্যা জোর করে 34 থেকে 22 হয়েছে । না হলে ওটা আসলে 18 হত । তবে এই যাত্রাকে কেন্দ্র করে আমাকে এখনও পর্যন্ত কোনও ব্যারাকিং-এর মুখোমুখি হতে হয়নি । কারণ, মানুষ আমাদের সঙ্গে রয়েছে । এর আগে দেখেছি, কেউ জয় শ্রীরাম বলে মুখ্যমন্ত্রী তাকে তাড়া করছে । এমন ঘটনা এবার এখনও পর্যন্ত ঘটেনি । মুখ্যমন্ত্রী এখন পাহাড় কিংবা সমতল, যেখানেই থাকুন না কেন, বাংলার জনাদেশ এখন পরিষ্কার, বাংলা থেকে মমতা ব্যানার্জি সরকারকে উৎখাত করতে হবে । যে তিনটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে, তার প্রতিটিতেই BJP জিতবে । তবে যেসব পৌরসভার মেয়াদ ফুরিয়ে গেছে, সেসব জায়গায় এরা নির্বাচন করবে না । জেলাশাসক ও পুলিশ সুপারদের কাজে লাগিয়ে এক সময় বুদ্ধদেব ভট্টাচার্যও ক্ষমতা পুনরুদ্ধার করার চেষ্টা করেছিলেন । কিন্তু ইতিহাস বলছে, জেলাশাসক ও পুলিশ সুপাররা যত কাজ করবেন, বিরোধীদের ততই লাভ হবে । আর রাজ্যপালের ভূমিকা নিয়ে যেসব প্রশ্ন তোলা হচ্ছে তা অবান্তর । রাজ্যপাল রাজ্যের সাংবিধানিক প্রধান । তিনি রাজ্যের যে কোনও জেলায় যেতে পারেন । এটা তাঁর সাংবিধানিক অধিকার । তবে তাঁর সফরে যেভাবে প্রশাসনিক আধিকারিকরা অসহযোগিতা করছেন, তা দেশের সংবিধানের পক্ষে বিপজ্জনক ।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

উল্লেখ্য , রাজ্যের যে তিনটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে তার মধ্যে উত্তরবঙ্গে একমাত্র কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রটি রয়েছে । ওই কেন্দ্রের কংগ্রেসের বিধায়ক প্রমথনাথ রায়ের মৃত্যুতে সেখানে উপনির্বাচন হবে । গত লোকসভা নির্বাচনে কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্র এলাকায় ব্যাপক সাফল্য পেয়েছিল BJP । তাই স্বাভাবিকভাবেই উপনির্বাচনে ওই কেন্দ্রটিকে পাখির চোখ করেছে গেরুয়া শিবির । নির্বাচন সংক্রান্ত দলীয় কর্মসূচিতে আজ কালিয়াগঞ্জে যান মুকুলবাবু । যদিও তার সঙ্গে দলের সংকল্প যাত্রার বিষয়টিও রয়েছে । কালিয়াগঞ্জ যাওয়ায় আগে আজ সকালে মালদায় সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিনি ।

মালদা, 21 অক্টোবর : পৌরসভা ও পৌরনিগমের নির্বাচন নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন BJP নেতা মুকুল রায় ৷ তিনি বলেন, " রাজ্যের 128টি পৌরসভা ও 10টি পৌরনিগমে নির্বাচন হলে অধিকাংশতেই BJP জিতবে ৷ কারণ মুখ্যমন্ত্রী সংবিধানই মানেন না । আর নির্বাচনে তিনি জেলাশাসক ও পুলিশ সুপারদের কাজে লাগালে আখেরে লাভ হবে বিরোধীদেরই । " সোমবার উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে যাওয়ার পথে মালদায় একথা বলেন BJP এই নেতা ।

মুকুলবাবু বলেন, " রাজ্যের কোথাও এখন আইনের শাসন নেই । বাংলায় লোকতন্ত্র থাকবে নাকি সেই বিষয়টিও প্রশ্ন সাপেক্ষ । পঞ্চায়েত নির্বাচনের পর থেকে এখনও পর্যন্ত এই রাজ্যে 89 জনের মৃত্যু হয়েছে । লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর সেই সংখ্যাটি এখনও পর্যন্ত 35 । যার কারণেই কেন্দ্রীয় সরকার ও BJP সংকল্প যাত্রার ডাক দিয়েছে । সেই যাত্রাকে কেন্দ্র করে এখন জেলায় জেলায় দলীয় কর্মসূচি চলছে । তৃণমূল কটাক্ষের মুখোমুখি হতে হতে আমরা শূন্য থেকে আমরা আজ এই অবস্থায় পৌঁছেছি । আর মমতার আসন সংখ্যা জোর করে 34 থেকে 22 হয়েছে । না হলে ওটা আসলে 18 হত । তবে এই যাত্রাকে কেন্দ্র করে আমাকে এখনও পর্যন্ত কোনও ব্যারাকিং-এর মুখোমুখি হতে হয়নি । কারণ, মানুষ আমাদের সঙ্গে রয়েছে । এর আগে দেখেছি, কেউ জয় শ্রীরাম বলে মুখ্যমন্ত্রী তাকে তাড়া করছে । এমন ঘটনা এবার এখনও পর্যন্ত ঘটেনি । মুখ্যমন্ত্রী এখন পাহাড় কিংবা সমতল, যেখানেই থাকুন না কেন, বাংলার জনাদেশ এখন পরিষ্কার, বাংলা থেকে মমতা ব্যানার্জি সরকারকে উৎখাত করতে হবে । যে তিনটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে, তার প্রতিটিতেই BJP জিতবে । তবে যেসব পৌরসভার মেয়াদ ফুরিয়ে গেছে, সেসব জায়গায় এরা নির্বাচন করবে না । জেলাশাসক ও পুলিশ সুপারদের কাজে লাগিয়ে এক সময় বুদ্ধদেব ভট্টাচার্যও ক্ষমতা পুনরুদ্ধার করার চেষ্টা করেছিলেন । কিন্তু ইতিহাস বলছে, জেলাশাসক ও পুলিশ সুপাররা যত কাজ করবেন, বিরোধীদের ততই লাভ হবে । আর রাজ্যপালের ভূমিকা নিয়ে যেসব প্রশ্ন তোলা হচ্ছে তা অবান্তর । রাজ্যপাল রাজ্যের সাংবিধানিক প্রধান । তিনি রাজ্যের যে কোনও জেলায় যেতে পারেন । এটা তাঁর সাংবিধানিক অধিকার । তবে তাঁর সফরে যেভাবে প্রশাসনিক আধিকারিকরা অসহযোগিতা করছেন, তা দেশের সংবিধানের পক্ষে বিপজ্জনক ।"

ভিডিয়োয় শুনুন বক্তব্য

উল্লেখ্য , রাজ্যের যে তিনটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে তার মধ্যে উত্তরবঙ্গে একমাত্র কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রটি রয়েছে । ওই কেন্দ্রের কংগ্রেসের বিধায়ক প্রমথনাথ রায়ের মৃত্যুতে সেখানে উপনির্বাচন হবে । গত লোকসভা নির্বাচনে কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্র এলাকায় ব্যাপক সাফল্য পেয়েছিল BJP । তাই স্বাভাবিকভাবেই উপনির্বাচনে ওই কেন্দ্রটিকে পাখির চোখ করেছে গেরুয়া শিবির । নির্বাচন সংক্রান্ত দলীয় কর্মসূচিতে আজ কালিয়াগঞ্জে যান মুকুলবাবু । যদিও তার সঙ্গে দলের সংকল্প যাত্রার বিষয়টিও রয়েছে । কালিয়াগঞ্জ যাওয়ায় আগে আজ সকালে মালদায় সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিনি ।

Intro:মালদা, 21 অক্টোবর : "রাজ্যের 128টি পৌরসভার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলেও সেগুলিতে নির্বাচন হবে না। কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী সংবিধানটাই মানেন না। আর নির্বাচনে তিনি জেলাশাসক ও পুলিশ সুপারদের কাজে লাগালে আখেরে লাভ হবে বিরোধীদেরই।" সোমবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে যাওয়ার পথে মালদায় সংবাদমাধ্যমকে একথা জানালেন বিজেপি নেতা মুকুল রায়।


Body:রাজ্যের যে তিনটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হতে চলেছে তার মধ্যে উত্তরবঙ্গে একমাত্র কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্রটি রয়েছে। ওই কেন্দ্রের কংগ্রেসের বিধায়ক প্রমথনাথ রায়ের মৃত্যুতে সেখানে উপনির্বাচন হবে। গত লোকসভা নির্বাচনে কালিয়াগঞ্জ বিধানসভা কেন্দ্র এলাকায় ব্যাপক সাফল্য পেয়েছিল বিজেপি। তাই স্বাভাবিকভাবেই উপনির্বাচনে ওই কেন্দ্রটিকে পাখির চোখ করেছে গেরুয়া শিবির। নির্বাচন সংক্রান্ত দলীয় কর্মসূচিতে এদিন কালিয়াগঞ্জে যান মুকুলবাবু। যদিও তার সঙ্গে দলের সংকল্প যাত্রার বিষয়টিও রয়েছে। কালিয়াগঞ্জ যাওয়ায় আগে আজ সকালে মালদায় সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিনি।


Conclusion:মুকুলবাবু বলেন, "মালদা সহ রাজ্যের কোথাও এখন আইনের শাসন নেই। এখন একটাই প্রশ্ন, বাংলায় লোকতন্ত্র থাকবে নাকি থাকবে না। পঞ্চায়েত নির্বাচনের পর থেকে এখনও পর্যন্ত এই রাজ্যে 89 জনের মৃত্যু হয়েছে। লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে এখনও পর্যন্ত সংখ্যাটি 35। এই অবস্থায় সারা দেশে একটাই প্রশ্ন, বাংলায় গণতন্ত্র থাকবে নাকি থাকবে না। এদিকে তাকিয়েই কেন্দ্রীয় সরকার ও বিজেপি সংকল্প যাত্রার ডাক দিয়েছে। সেই যাত্রাকে কেন্দ্র করে এখন জেলায় জেলায় দলীয় কর্মসূচি চলছে। তৃণমূলের কটাক্ষের মুখোমুখি হতে হতে শূন্য থেকে আমরা আজ এই অবস্থায় পৌঁছেছি। মমতা জোর করে 34 থেকে 22 হয়েছে। তা না হলে ওটা আসলে 18 হত। তবে এই যাত্রাকে কেন্দ্র করে আমাকে এখনো পর্যন্ত কোন ব্যারাকিং-এর মুখোমুখি হতে হয়নি। কারণ, মানুষ আমাদের সঙ্গে রয়েছে। এর আগে দেখেছি, কেউ জয় শ্রীরাম বলে মুখ্যমন্ত্রী তাকে তাড়া করছে। এমন ঘটনা এবার এখনও পর্যন্ত ঘটেনি। মুখ্যমন্ত্রী এখন পাহাড় কিংবা সমতল, যেখানেই থাকুন না কেন, বাংলার জনাদেশ এখন পরিষ্কার, বাংলা থেকে মমতা ব্যানার্জি সরকারকে উৎখাত করতে হবে। যে তিনটি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে, তার প্রতিটিতেই বিজেপি জিতবে। তবে যেসব পৌরসভার মেয়াদ ফুরিয়ে গেছে, সেসব জায়গায় এরা নির্বাচন করবে না। মমতা বন্দ্যোপাধ্যায় সংবিধান মানে না। কিন্তু যদি সব জায়গায় নির্বাচন হয়, তবে রাজ্যের 128টি পৌরসভা আর 10টি কর্পোরেশনের অধিকাংশই বিজেপির দখলে আসবে। জেলাশাসক ও পুলিশ সুপারদের কাজে লাগিয়ে বুদ্ধদেব ভট্টাচার্যও ক্ষমতা পুনরুদ্ধার করার চেষ্টা করেছিলেন। কিন্তু ইতিহাস বলছে, জেলাশাসক ও পুলিশ সুপাররা যত কাজ করবেন, বিরোধীদের ততই লাভ হবে। আর রাজ্যপালের ভূমিকা নিয়ে যেসব প্রশ্ন তোলা হচ্ছে তা অবান্তর। রাজ্যপাল রাজ্যের সাংবিধানিক প্রধান। তিনি রাজ্যের যে কোনও জেলায় যেতে পারে। এটা তাঁর সাংবিধানিক অধিকার। তবে তাঁর সফরে যেভাবে প্রশাসনিক আধিকারিকরা অসহযোগিতা করছেন, তা দেশের সংবিধানের পক্ষে বিপদজনক।"
Last Updated : Oct 21, 2019, 2:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.