ETV Bharat / state

Rail Worker Died: রেলের কাজে অসমে গিয়ে দুর্ঘটনা, আবারও মৃত্যু মালদার পরিযায়ী শ্রমিকের - রেলের ইলেকট্রিক

মিজোরামের আতঙ্ক এখনও কাটেনি ৷ ফের রেলের কাজ করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল মালদার এক পরিযায়ী শ্রমিকের ৷ সোমবার বিকেলে দুর্ঘটনাটি ঘটেছে অসমের জোরহাটের টিটাবার এলাকায় ৷ এই খবর জেলায় এসে পৌঁছোতেই আতঙ্ক আরও বড় আকার ধারণ করেছে ৷

Etv Bharat
দুর্ঘটনায় মৃত মালদার শ্রমিক
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 28, 2023, 10:48 PM IST

মালদা, 28 অগস্ট: মিজোরামের আতঙ্ক এখনও কাটেনি ৷ এরই মধ্যে ফের রেলের কাজ করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল মালদার এক পরিযায়ী শ্রমিকের ৷ সোমবার বিকেলে দুর্ঘটনাটি ঘটেছে অসমের জোরহাটের টিটাবার এলাকায় ৷ এই খবর জেলায় এসে পৌঁছতেই আতঙ্ক আরও বড় আকার ধারণ করেছে ৷ তবে এখনও পর্যন্ত জেলা প্রশাসনের তরফে এই ঘটনা নিয়ে কিছু জানানো হয়নি ৷

মৃত যুবকের নাম ছোটু মোমিন ৷ বাড়ি মানিকচক থানার এনায়েতপুর গ্রামে ৷ প্রাথমিকভাবে জানা গিয়েছে, মাস দেড়েক আগে এলাকার আরও কিছু শ্রমিকের সঙ্গে অসমের জোরহাটে রেলের ইলেকট্রিক লাইনের কাজ করতে যান বছর বাইশের ছোটু ৷ সোমবার বিকেলে সেফটি জ্যাকেট ও বেল্ট পরেই লাইনের কাজ করার সময় ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা ৷

জানা গিয়েছে, দু'টি দড়ির অবলম্বনে ছোটু ঝুলন্ত অবস্থায় লাইনের কাজ করছিলেন ৷ হঠাৎ একটি দড়ি ছিঁড়ে যায় ৷ পাশের লাইনের উপর ঝুলতে থাকেন তিনি ৷ ঠিক সেই সময় ওই লাইনে ঝড়ের গতিতে চলে আসে ট্রেন৷ ট্রেনের ধাক্কায় ছোটু উপর থেকে ছিটকে পড়েন ৷ রক্তাক্ত অবস্থায় তড়িঘড়ি তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন ৷ রাতে এই খবর তাঁর পরিবারের কাছে এসে পৌঁছেছে ৷ গোটা এনায়েতপুর জুড়ে শোকের আবহ ছড়িয়ে পড়ে ৷ ময়নাতদন্তের পর আগামীকাল রাতে ছোটুর দেহ গ্রামে ফিরে আসার সম্ভাবনা ৷

আরও পড়ুন: দত্তপুকুরে বিস্ফোরণস্থলের অদূরে পেঁয়াজ গোডাউনের আড়ালে উদ্ধার বিপুল পরিমাণ বাজি

মিজোরামে রেল ব্রিজ ভেঙে মালদার 23 শ্রমিকের মৃত্যুর ঘটনায় রেলের বিরুদ্ধে শ্রমিকদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে অনেক প্রশ্ন উঠেছে ৷ খোদ মুখ্যমন্ত্রী এ বিষয়ে রেলের বিরুদ্ধে তোপ দেগেছেন ৷ সেই ঘটনার রেশ মিটতে না-মিটতেই রেলের বিরুদ্ধে একই অভিযোগ তুলেছেন তৃণমূলের শ্রমিক সংগঠন, আইএনটিটিইউসির মালদা জেলা সভাপতি শুভদীপ সান্যাল ৷ তিনি বলেন, “মিজোরামের ঘটনা থেকেও রেল শিক্ষা নেয়নি ৷ যথাযথ নিরাপত্তার ব্যবস্থা না করেই শ্রমিকদের তারা কাজ করাচ্ছে ৷ আজ যে ঘটনা ঘটেছে, তাতে চেষ্টা করলেই ছোটুকে বাঁচানো যেত৷ দূর থেকে ট্রেন আসতে দেখেও লাল ঝান্ডা দেখিয়ে সেটাকে থামিয়ে দেওয়া হল না কেন ? আমরা এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করছি ৷ একই সঙ্গে রেলকে মৃত শ্রমিকের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে ৷”

মালদা, 28 অগস্ট: মিজোরামের আতঙ্ক এখনও কাটেনি ৷ এরই মধ্যে ফের রেলের কাজ করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল মালদার এক পরিযায়ী শ্রমিকের ৷ সোমবার বিকেলে দুর্ঘটনাটি ঘটেছে অসমের জোরহাটের টিটাবার এলাকায় ৷ এই খবর জেলায় এসে পৌঁছতেই আতঙ্ক আরও বড় আকার ধারণ করেছে ৷ তবে এখনও পর্যন্ত জেলা প্রশাসনের তরফে এই ঘটনা নিয়ে কিছু জানানো হয়নি ৷

মৃত যুবকের নাম ছোটু মোমিন ৷ বাড়ি মানিকচক থানার এনায়েতপুর গ্রামে ৷ প্রাথমিকভাবে জানা গিয়েছে, মাস দেড়েক আগে এলাকার আরও কিছু শ্রমিকের সঙ্গে অসমের জোরহাটে রেলের ইলেকট্রিক লাইনের কাজ করতে যান বছর বাইশের ছোটু ৷ সোমবার বিকেলে সেফটি জ্যাকেট ও বেল্ট পরেই লাইনের কাজ করার সময় ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা ৷

জানা গিয়েছে, দু'টি দড়ির অবলম্বনে ছোটু ঝুলন্ত অবস্থায় লাইনের কাজ করছিলেন ৷ হঠাৎ একটি দড়ি ছিঁড়ে যায় ৷ পাশের লাইনের উপর ঝুলতে থাকেন তিনি ৷ ঠিক সেই সময় ওই লাইনে ঝড়ের গতিতে চলে আসে ট্রেন৷ ট্রেনের ধাক্কায় ছোটু উপর থেকে ছিটকে পড়েন ৷ রক্তাক্ত অবস্থায় তড়িঘড়ি তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন ৷ রাতে এই খবর তাঁর পরিবারের কাছে এসে পৌঁছেছে ৷ গোটা এনায়েতপুর জুড়ে শোকের আবহ ছড়িয়ে পড়ে ৷ ময়নাতদন্তের পর আগামীকাল রাতে ছোটুর দেহ গ্রামে ফিরে আসার সম্ভাবনা ৷

আরও পড়ুন: দত্তপুকুরে বিস্ফোরণস্থলের অদূরে পেঁয়াজ গোডাউনের আড়ালে উদ্ধার বিপুল পরিমাণ বাজি

মিজোরামে রেল ব্রিজ ভেঙে মালদার 23 শ্রমিকের মৃত্যুর ঘটনায় রেলের বিরুদ্ধে শ্রমিকদের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে অনেক প্রশ্ন উঠেছে ৷ খোদ মুখ্যমন্ত্রী এ বিষয়ে রেলের বিরুদ্ধে তোপ দেগেছেন ৷ সেই ঘটনার রেশ মিটতে না-মিটতেই রেলের বিরুদ্ধে একই অভিযোগ তুলেছেন তৃণমূলের শ্রমিক সংগঠন, আইএনটিটিইউসির মালদা জেলা সভাপতি শুভদীপ সান্যাল ৷ তিনি বলেন, “মিজোরামের ঘটনা থেকেও রেল শিক্ষা নেয়নি ৷ যথাযথ নিরাপত্তার ব্যবস্থা না করেই শ্রমিকদের তারা কাজ করাচ্ছে ৷ আজ যে ঘটনা ঘটেছে, তাতে চেষ্টা করলেই ছোটুকে বাঁচানো যেত৷ দূর থেকে ট্রেন আসতে দেখেও লাল ঝান্ডা দেখিয়ে সেটাকে থামিয়ে দেওয়া হল না কেন ? আমরা এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করছি ৷ একই সঙ্গে রেলকে মৃত শ্রমিকের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে ৷”

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.