ETV Bharat / state

পেট্রল-ডিজ়েলের মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রকে আক্রমণ মৌসম নুরের - Malda TMC

নরেন্দ্র মোদি পরিচালিত সরকারকে আক্রমণ রাজ্যসভার সাংসদ মৌসম নুরের ৷ তাঁর অভিযোগ, বিশ্বের বাজারে জ্বালানির দাম কমলেও ভারতে বেড়ে চলেছে ৷ কেন্দ্রীয় সরকার এজন্য দায়ি ৷

Mausam Noor
Mausam Noor
author img

By

Published : Jun 27, 2020, 10:03 PM IST

মালদা, 27 জুন : পেট্রল-ডিজ়েলের মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন রাজ্যসভার তৃণমূলের সাংসদ মৌসম নুর । শনিবার মালদা শহরের জেলা তৃণমূল কার্যালয়, নুর ম্যানসনে সাংবাদিক বৈঠক করেন তিনি । বৈঠকে উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর অম্লান ভাদুড়ি ।

বৈঠকে মৌসম বলেন, “লকডাউনের পর থেকে পেট্রোলের দাম 4.4 শতাংশ ও ডিজ়েলের দাম প্রায় 5.33 শতাংশ বেড়েছে । অথচ বিশ্ববাজারে জ্বালানির মূল্য গত জানুয়ারি মাস থেকে 35.41 শতাংশ কমেছে । কিন্তু গত 20 দিন ধরে আমাদের দেশে পেট্রল-ডিজ়েলের দাম ক্রমাগত বেড়েই চলেছে । যেদিন থেকে মোদি সরকার ক্ষমতায় এসেছে অর্থাৎ 2014 সাল থেকে পেট্রলের দাম 794 শতংশ বেড়েছে । ডিজ়েলের দাম বেড়েছে 247 শতাংশ ৷ অথচ আন্তর্জাতিক বাজারে 2014 সাল থেকে পেট্রোলিয়ামের দাম কমেছে 40 শতাংশ ৷ বর্তমানে দেশে কোরোনা আবহে অর্থনৈতিক অবস্থার সমস্যা চলছে ৷ সমস্ত স্তরের মানুষের নানা সমস্যায় দিন কাটাতে হচ্ছে ৷ এই পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে পেট্রোলিয়ামের দাম কমলেও অতিরিক্ত কর নেওয়ার জন্য পেট্রোলিয়ামের দাম বৃদ্ধি করছে কেন্দ্র সরকার ৷”

কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মৌসম আরও বলেন, “কেন্দ্রীয় সরকার একটি নতুন প্রকল্প এনেছে গরিব কল্যাণ রোজগার অভিযান৷ এই প্রকল্প 116টি জেলায় লাগু করা হয়েছে৷ যে সমস্ত জেলায় 25 হাজারের বেশি পরিযায়ী শ্রমিক ফিরেছেন সেই সমস্ত জেলায় এই প্রকল্পের মাধ্যমে কাজ দেওয়া হবে৷ বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ওড়িশা, ঝাড়খণ্ড, রাজস্থান এই সমস্ত রাজ্য থেকে ওই 116টি জেলাকে নেওয়া হয়েছে৷ পশ্চিমবঙ্গকে এই প্রকল্প থেকে পুরোপুরি বাদ দেওয়া হয়েছে৷ আমাদের কাছে তথ্য রয়েছে পশ্চিমবঙ্গে 13 লাখ 84 হাজারের বেশি পরিযায়ী শ্রমিকরা ফিরেছেন৷ রাজ্যের 23টি জেলার মধ্যে 20টির বেশি জেলাতে 25 হাজারের বেশি পরিযায়ী রয়েছে৷ মুর্শিদাবাদে প্রায় 2 লাখ 24 হাজার, কোচবিহারে প্রায় 1 লাখ 43 হাজার, পশ্চিম মেদিনীপুরে 1 লাখ 3 হাজার, হুগলিতে 93 হাজার, মালদাতে 84 হাজারের বেশি পরিযায়ী শ্রমিক ফিরে এসেছে৷ অথচ পশ্চিমবঙ্গের এই জেলাগুলোকে প্রকল্পের আওতায় আনা হয়নি৷ মোদি সরকার এই পরিস্থিতিতেও রাজনীতি করছে৷”

মালদা, 27 জুন : পেট্রল-ডিজ়েলের মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন রাজ্যসভার তৃণমূলের সাংসদ মৌসম নুর । শনিবার মালদা শহরের জেলা তৃণমূল কার্যালয়, নুর ম্যানসনে সাংবাদিক বৈঠক করেন তিনি । বৈঠকে উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের কো-অর্ডিনেটর অম্লান ভাদুড়ি ।

বৈঠকে মৌসম বলেন, “লকডাউনের পর থেকে পেট্রোলের দাম 4.4 শতাংশ ও ডিজ়েলের দাম প্রায় 5.33 শতাংশ বেড়েছে । অথচ বিশ্ববাজারে জ্বালানির মূল্য গত জানুয়ারি মাস থেকে 35.41 শতাংশ কমেছে । কিন্তু গত 20 দিন ধরে আমাদের দেশে পেট্রল-ডিজ়েলের দাম ক্রমাগত বেড়েই চলেছে । যেদিন থেকে মোদি সরকার ক্ষমতায় এসেছে অর্থাৎ 2014 সাল থেকে পেট্রলের দাম 794 শতংশ বেড়েছে । ডিজ়েলের দাম বেড়েছে 247 শতাংশ ৷ অথচ আন্তর্জাতিক বাজারে 2014 সাল থেকে পেট্রোলিয়ামের দাম কমেছে 40 শতাংশ ৷ বর্তমানে দেশে কোরোনা আবহে অর্থনৈতিক অবস্থার সমস্যা চলছে ৷ সমস্ত স্তরের মানুষের নানা সমস্যায় দিন কাটাতে হচ্ছে ৷ এই পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে পেট্রোলিয়ামের দাম কমলেও অতিরিক্ত কর নেওয়ার জন্য পেট্রোলিয়ামের দাম বৃদ্ধি করছে কেন্দ্র সরকার ৷”

কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মৌসম আরও বলেন, “কেন্দ্রীয় সরকার একটি নতুন প্রকল্প এনেছে গরিব কল্যাণ রোজগার অভিযান৷ এই প্রকল্প 116টি জেলায় লাগু করা হয়েছে৷ যে সমস্ত জেলায় 25 হাজারের বেশি পরিযায়ী শ্রমিক ফিরেছেন সেই সমস্ত জেলায় এই প্রকল্পের মাধ্যমে কাজ দেওয়া হবে৷ বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ওড়িশা, ঝাড়খণ্ড, রাজস্থান এই সমস্ত রাজ্য থেকে ওই 116টি জেলাকে নেওয়া হয়েছে৷ পশ্চিমবঙ্গকে এই প্রকল্প থেকে পুরোপুরি বাদ দেওয়া হয়েছে৷ আমাদের কাছে তথ্য রয়েছে পশ্চিমবঙ্গে 13 লাখ 84 হাজারের বেশি পরিযায়ী শ্রমিকরা ফিরেছেন৷ রাজ্যের 23টি জেলার মধ্যে 20টির বেশি জেলাতে 25 হাজারের বেশি পরিযায়ী রয়েছে৷ মুর্শিদাবাদে প্রায় 2 লাখ 24 হাজার, কোচবিহারে প্রায় 1 লাখ 43 হাজার, পশ্চিম মেদিনীপুরে 1 লাখ 3 হাজার, হুগলিতে 93 হাজার, মালদাতে 84 হাজারের বেশি পরিযায়ী শ্রমিক ফিরে এসেছে৷ অথচ পশ্চিমবঙ্গের এই জেলাগুলোকে প্রকল্পের আওতায় আনা হয়নি৷ মোদি সরকার এই পরিস্থিতিতেও রাজনীতি করছে৷”

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.