মালদা, 3 জুলাই : এবার বিদেশে আয়োজিত আন্তর্জাতিক আম প্রদর্শনীতে মুখ দেখাতে চলেছে মালদার আম । আগেই বিদেশযাত্রা হলেও আন্তর্জাতিক কোনও প্রদর্শনীতে যাচ্ছে এই প্রথম । আগামী সপ্তাহে কাতারে (Qatar) আয়োজিত আন্তর্জাতিক আম প্রদর্শনীতে মুখ দেখাবে মালদার সুর্মা ফজলি । সেই সাজগোজের পালাই চলছে জেলায় । তবে শুধু সুর্মা ফজলিই নয়, ওই প্রদর্শনীতে মালদার আরও চারটি প্রজাতির আমকে উপস্থাপন করার চেষ্টা চালানো হচ্ছে বলে জানালেন জেলা উদ্যানপালন ও খাদ্য প্রক্রিয়াকরণ দফতরের ডেপুটি ডিরেক্টর কৃষ্ণেন্দু নন্দন । তিনি আরও জানিয়েছেন, ইংল্যান্ড ও জার্মানির সঙ্গে গতকাল মালদার ল্যাংড়া পাড়ি দিয়েছে ফ্যাশনের শহর ইতালির মিলানেও ।
আধিকারিক বলেন, "সম্প্রতি দুই ধাপে প্রায় তিন টন আম জার্মানি ও লন্ডনে পাঠানো হয়েছিল । দেড় টন করে মোট তিন টন ল্যাংড়া ও হিমসাগর ওই দুই দেশে পাঠানো হয় । গতকাল প্রায় 500 কেজি ল্যাংড়া কালিয়াচক থেকে ইতালির মিলানে গিয়েছে । আগামী সপ্তাহে কাতারে আন্তর্জাতিক আম প্রদর্শনী রয়েছে । সেখানে পৃথিবীর অন্যান্য দেশের আম থাকবে । ওই মেলায় মালদার আমও যাতে প্রদর্শিত করা যায়, আমরা তার চেষ্টা করছি । তার জন্য আমরা লক্ষ্মণভোগ, ল্যাংড়া, আম্রপালি, মল্লিকা, ফজলি ও সুর্মা ফজলির মতো পাঁচটি প্রজাতির আম পাঠানোর ব্যবস্থা করছি । প্রতিটি প্রজাতির 200 কেজি করে আম পাঠাতে চাইছি । এনিয়ে রফতানিকারকদের সঙ্গে আমাদের কথা হয়েছে । তাঁদের জেলায় আসার কথা রয়েছে । কাতারের প্রদর্শনীতে মালদার আম পাঠাতে আমরা প্রস্তুতিও শুরু করে দিয়েছি ।"
কৃষ্ণেন্দু আরও বলেন, "এখনও পর্যন্ত আমরা হয়তো বিশাল পরিমাণে আম বিদেশে পাঠাতে পারিনি । কিন্তু এবার একাধিক দেশে মালদার আম গিয়েছে । এতে মালদার আম বিদেশে পরিচিতি পাবে । এতে নিশ্চিতভাবে বিদেশে এই জেলার আমের বাজার বাড়তে শুরু করবে । আমরা জানতে পেরেছি, এবার লন্ডন ও জার্মানিতে এই জেলার ল্যাংড়া ও হিমসাগরের চাহিদা তৈরি হয়েছে । আমরা চাইছি, বিদেশিরা মালদার আমের দাবি তুলুন । বিদেশে আমদানিকারকরা মালদার আম নিতে চাইলে তবেই এখানকার রফতানিকারকরা তা পাঠাতে পারবেন ৷ বিদেশে মালদার আমের বাজার তৈরি হলে এখানে রফতানি করার পরিকাঠামো তৈরি হতে সময় লাগবে না । সেক্ষেত্রে সরকারের পাশাপাশি বেসরকারি পরিকাঠামোও তৈরি হয়ে যাবে । এখন জেলার আম বিদেশে পাঠাতে কিছু সমস্যা হচ্ছে । কলকাতা থেকে সব দেশে সরাসরি বিমান যাচ্ছে না । ফলে এতে একদিকে যেমন সময় লাগছে, তেমনই খরচ বাড়ছে । তবে আমাদের আশা, এবার আরও অন্তত এক হাজার কেজি আম মালদা থেকে বিদেশে যাবে ।"
আরও পড়ুন : মালদা থেকে দিল্লি, ফলের রাজার রাজকীয় যাত্রা