মালদা, 23 জুলাই: ধারালো অস্ত্রের কোপে মৃত্যু মাদক কারবারীর । মাদকের ঠেকে বিবাদের জেরেই ওই মাদক কারবারীকে খুন করা হয়েছে বলে অনুমান স্থানীয় বাসিন্দাদের । রবিবার ঘটনাটি ঘটেছে মালদার কালিয়াচকের জালালপুর গ্রাম পঞ্চায়েত এলাকার গন্ধর্ব গ্রাম সংলগ্ন এলাকায় । মৃত ব্যক্তির নাম বরকত আলি ওরফে বাক্কর (42) । তাঁর বাড়ি গয়েশবাড়ি জোলামোড় এলাকায় ।
জানা গিয়েছে, বরকতের গ্রিলের দোকান ছিল । পাশাপাশি এলাকায় মাদক বিক্রিতেও বরকতের হাত ছিল বলে দাবি স্থানীয় বাসিন্দাদের । স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, অন্যান্য দিনের মতো এদিন সকালেও কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন বরকত । বিকেলে দোকান থেকে খানিক দূরে বাগানের ভিতর বরকতের মৃতদেহ উদ্ধার হয় । যে এলাকা থেকে বরকতের মৃতদেহ উদ্ধার হয়েছে সেই এলাকায় মাদকের ঠেক বসে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের । বরকতের মাদক বিক্রির সঙ্গে যোগ থাকায় স্থানীয়দের একাংশের অনুমান, মাদকের ঠেকে বিবাদের জেরে কেউ বা কারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাঁকে খুন করে ৷
আরও পড়ুন: বৈধ কাগজ ছাড়া ভারতীয় সীমান্তে প্রবেশের চেষ্টা, ধৃত 2 চিনা নাগরিক
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কালিয়াচক থানার বিশাল পুলিশবাহিনী । ঘটনাস্থলে এসে পৌঁছয় কেন্দ্রীয় বাহিনীও । মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যালে নিয়ে যায় পুলিশ ৷ স্থানীয় বাসিন্দা মহম্মদ মোক্তাজুল এই ঘটনা প্রসঙ্গে বলেন,"সকালে আমি বাক্করের দোকানে গ্রিল বানাতে দিয়ে এসেছিলাম । বিকেলে আমি গ্রিল আনতে গিয়েছিলাম । কিন্তু দোকান বন্ধ থাকায় বাড়ি ফিরে আসছিলাম । হঠাৎ দেখি খানিক দূরে লোকজন ভিড় করে রয়েছে । শুনতে পেলাম, বাক্করকে খুন করা হয়েছে । কিন্তু ভয়ে কেউ ওই এলাকায় যাচ্ছিল না । আমি গিয়ে দেখি, মৃতদেহ পড়ে রয়েছে । আমিই পরিবারের লোকজনকে ফোন করে ঘটনাটি জানাই ।"
আরও পড়ুন: অনলাইন গেমের ফাঁদে ফেলে প্রতারণা, অভিযুক্তের বাড়ি থেকে উদ্ধার 17 কোটি !
কালিয়াচক থানার পুলিশের প্রাথমিক অনুমান, মাদক নিয়ে দেনা-পাওনার জেরেই এই ঘটনা ঘটেছে ৷ এই ঘটনায় মৃতের পরিবারের তরফে এখনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি । মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়ে আপাতত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।