ETV Bharat / state

392 বোতল ফেনসিডিল-সহ এক পাচারকারীকে গ্রেপ্তার করল BSF - মালদায় ফেনসিডিল সহ গ্রেপ্তার 1

BSF এর পক্ষ থেকে প্রেস বিবৃতি দিয়ে বলে হয় যে, শুক্রবার রাতে নওদা BOP তে কর্মরত জওয়ানরা 8 থেকে 9 জন পাচারকারীকে বস্তা নিয়ে কাঁটাতারের দিকে এগোতে দেখেন ।

Malda
Malda
author img

By

Published : Oct 10, 2020, 4:52 PM IST

মালদা, 10 অক্টোবর : বাংলাদেশে পাচারের আগেই 392 বোতল ফেনসিডিল সহ এক ভারতীয় পাচারকারীকে গ্রেপ্তার করল BSF এর 24 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা । উদ্ধার হওয়া ফেনসিডিল ও ধৃতকে পুলিশের হাতে তুলে দিয়েছে BSF কর্তৃপক্ষ। মালদা জেলার নওদা এলাকার ঘটনা ।

BSF এর পক্ষ থেকে প্রেস বিবৃতি দিয়ে বলে হয় যে, শুক্রবার রাতে নওদা BOP তে কর্মরত জওয়ানরা 8 থেকে 9 জন পাচারকারীকে বস্তা নিয়ে কাঁটাতারের দিকে এগোতে দেখেন । ধাওয়া করে এক পাচারকারীকে আটক করে জওয়ানরা । ধৃতদের কাছ থেকে থেকে উদ্ধার হয় 250 বোতল ফেনসিডিল । উদ্ধার হওয়া ফেনসিডিলের আনুমানিক বাজারমূল্য 66 হাজার 518 টাকা । জানা গিয়েছে, ধৃতের নাম বিশ্বরূপ মণ্ডল (24) । বাড়ি কালিয়াচকের রামনগর এলাকায় । জিজ্ঞাসাবাদে সে জানায় যে, কালিয়াচকের ভোলু মণ্ডল নামে এক ব্যক্তির থেকে ফেনসিডিলগুলো সংগ্রহ করেছিল । সেগুলো বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জের আশা শেখ নামে এক ব্যক্তির কাছে পৌঁছে দেওয়া তার কাজ ছিল । প্রতি 100 বোতল পাচারের জন্য তাদের 9 থেকে 10 হাজার টাকা দেওয়া হতো বলেও জানায় সে ।

BSF এর পক্ষ থেকে জানানো হয়েছে যে, ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে । উদ্ধার হওয়া ফেনসিডিল সহ ধৃতকে কালিয়াচক থানার অন্তর্গত গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে

অপরদিকে, বর্ডার সংলগ্ন এলাকার গোপন ডেরায় হানা দিয়ে আরও 142 বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে । চলতি বছরে BSF এর 24 নম্বর ব্যাটেলিয়নএর জওয়ানরা পাচারের আগে 64 হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করেছে ।

মালদা, 10 অক্টোবর : বাংলাদেশে পাচারের আগেই 392 বোতল ফেনসিডিল সহ এক ভারতীয় পাচারকারীকে গ্রেপ্তার করল BSF এর 24 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা । উদ্ধার হওয়া ফেনসিডিল ও ধৃতকে পুলিশের হাতে তুলে দিয়েছে BSF কর্তৃপক্ষ। মালদা জেলার নওদা এলাকার ঘটনা ।

BSF এর পক্ষ থেকে প্রেস বিবৃতি দিয়ে বলে হয় যে, শুক্রবার রাতে নওদা BOP তে কর্মরত জওয়ানরা 8 থেকে 9 জন পাচারকারীকে বস্তা নিয়ে কাঁটাতারের দিকে এগোতে দেখেন । ধাওয়া করে এক পাচারকারীকে আটক করে জওয়ানরা । ধৃতদের কাছ থেকে থেকে উদ্ধার হয় 250 বোতল ফেনসিডিল । উদ্ধার হওয়া ফেনসিডিলের আনুমানিক বাজারমূল্য 66 হাজার 518 টাকা । জানা গিয়েছে, ধৃতের নাম বিশ্বরূপ মণ্ডল (24) । বাড়ি কালিয়াচকের রামনগর এলাকায় । জিজ্ঞাসাবাদে সে জানায় যে, কালিয়াচকের ভোলু মণ্ডল নামে এক ব্যক্তির থেকে ফেনসিডিলগুলো সংগ্রহ করেছিল । সেগুলো বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জের আশা শেখ নামে এক ব্যক্তির কাছে পৌঁছে দেওয়া তার কাজ ছিল । প্রতি 100 বোতল পাচারের জন্য তাদের 9 থেকে 10 হাজার টাকা দেওয়া হতো বলেও জানায় সে ।

BSF এর পক্ষ থেকে জানানো হয়েছে যে, ধৃতের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে । উদ্ধার হওয়া ফেনসিডিল সহ ধৃতকে কালিয়াচক থানার অন্তর্গত গোলাপগঞ্জ ফাঁড়ির পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে

অপরদিকে, বর্ডার সংলগ্ন এলাকার গোপন ডেরায় হানা দিয়ে আরও 142 বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে । চলতি বছরে BSF এর 24 নম্বর ব্যাটেলিয়নএর জওয়ানরা পাচারের আগে 64 হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করেছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.