ETV Bharat / state

মালদায় 410 গ্রাম ব্রাউন সুগার সহ গ্রেপ্তার 1 - NDPS

পাচারের আগেই মালদায় ব্রাউন সুগার সহ গ্রেপ্তার 1 ৷ ধৃতের বিরুদ্ধে 21(C) NDPS ধারায় মামলা রুজু করেছে পুলিশ ৷

Man arrested with brown sugar
উদ্ধার মাদক
author img

By

Published : Feb 2, 2020, 8:06 PM IST

কালিয়াচক, 2 ফেব্রুয়ারি : মালদার মণ্ডলপাড়া এলাকা থেকে 410 গ্রাম ব্রাউন সুগারসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল কালিয়াচক থানার পুলিশ ৷ ধৃতের নাম মহবুব রহমান ৷

গোপন সূত্রে খবর পেয়ে গতরাতে কালিয়াচক থানার পুলিশ মণ্ডলপাড়া এলাকায় হানা দেয় ৷ সেখানে এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ ৷ তল্লাশি চালাতেই কালো প্লাস্টিকে মোড়ানো অবস্থায় উদ্ধার হয় 410 গ্রাম ব্রাউন সুগার ৷ গ্রেপ্তার করা হয় মহবুব রহমান ওরফে এম্ফা নামে ওই ব্যক্তিকে ৷ সে কালিয়াচক থানার সায়েদপুরের বিবিগ্রামের বাসিন্দা ৷

কালিয়াচক থানার পুলিশ জানিয়েছে, গতরাতেই এম্ফাকে গ্রেপ্তার করা হয়েছে ৷ ধৃতের বিরুদ্ধে 21(C) NDPS ধারায় মামলা রুজু করা হয়েছে ৷ মাদক কোথায় পাচার করার কথা ছিল ? আর কেউ এই পাচারের সঙ্গে জড়িত আছে কি না তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ ৷ আজ মালদা জেলা আদালতে তোলা হলে তার তিন দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন বিচারক ৷

কালিয়াচক, 2 ফেব্রুয়ারি : মালদার মণ্ডলপাড়া এলাকা থেকে 410 গ্রাম ব্রাউন সুগারসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল কালিয়াচক থানার পুলিশ ৷ ধৃতের নাম মহবুব রহমান ৷

গোপন সূত্রে খবর পেয়ে গতরাতে কালিয়াচক থানার পুলিশ মণ্ডলপাড়া এলাকায় হানা দেয় ৷ সেখানে এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ ৷ তল্লাশি চালাতেই কালো প্লাস্টিকে মোড়ানো অবস্থায় উদ্ধার হয় 410 গ্রাম ব্রাউন সুগার ৷ গ্রেপ্তার করা হয় মহবুব রহমান ওরফে এম্ফা নামে ওই ব্যক্তিকে ৷ সে কালিয়াচক থানার সায়েদপুরের বিবিগ্রামের বাসিন্দা ৷

কালিয়াচক থানার পুলিশ জানিয়েছে, গতরাতেই এম্ফাকে গ্রেপ্তার করা হয়েছে ৷ ধৃতের বিরুদ্ধে 21(C) NDPS ধারায় মামলা রুজু করা হয়েছে ৷ মাদক কোথায় পাচার করার কথা ছিল ? আর কেউ এই পাচারের সঙ্গে জড়িত আছে কি না তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ ৷ আজ মালদা জেলা আদালতে তোলা হলে তার তিন দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেন বিচারক ৷

Intro:মালদা, ২ ফেব্রুয়ারিঃ গোপনসূত্রে খবর পেয়ে ৪১০ গ্রাম ব্রাউন শ্যুগার সহ এক ব্যক্তিকে গ্রেফতার করল কালিয়াচক থানার পুলিশ৷ ধৃত ব্যক্তিকে আজ পুলিশি হেপাজতের আবেদন জানিয়ে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে৷Body:গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে কালিয়াচক থানার পুলিশ মণ্ডলপাড়া এলাকায় হানা দেয়৷ তথ্য অনুযায়ী এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশকর্মীরা৷ সন্তোষজনক উত্তর না মেলায় তল্লাশি চালাতেই কালো প্লাস্টিকে মোড়ানো অবস্থায় উদ্ধার হয় ৪১০ গ্রাম ব্রাউন শ্যুগার৷ গ্রেফতার করা হয় মহবুব রহমান ওরফে এম্ফা (৩৭) নামে ওই ব্যক্তিকে৷ মহবুব কালিয়াচক থানার সায়েদপুরের বিবিগ্রামের বাসিন্দা৷
কালিয়াচক থানার পুলিশ জানিয়েছে, গতকাল রাতে ৪১০ গ্রাম ব্রাউন শ্যুগার সহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে৷ ধৃতের বিরুদ্ধে 21(C) NDPS ধারায় মামলা রুজু করা হয়েছে৷ ধৃত ব্যক্তিকে আজ পাঁচ দিনের পুলিশি হেপাজতের আবেদনে মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে৷ ধৃত ব্যক্তি ব্রাউন শ্যুগার কোথায় পাচার করছিল তা জানার চেষ্টার পাশাপাশি এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে৷
Conclusion:আদালত সূত্রে জানা গেছে, ধৃত ব্যক্তিকে তিন দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছেন বিচারক৷
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.