মালদা, 17 জুন : জমি বিবাদের (Land Problem) জেরে যুবককে খুনের (Malda Murder) অভিযোগ উঠল স্থানীয়দের বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে রতুয়ার সামসি গ্রাম পঞ্চায়েতের ভগবানপুরে । মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজে পাঠিয়েছে পুলিশ ।
মৃত যুবকের নাম নাসিম আক্তার (25)। নাসিম মাছের গাড়িতে কাজ করতেন । তাঁর তিন ছেলেমেয়ে । পরিবার সূত্রে জানা গিয়েছে, স্থানীয় যুবক মতিউর রহমান, আইয়ুব আলির সঙ্গে গতকাল নাসিমের বাবার জমি নিয়ে ঝামেলা হয় । সেই সময় মতিউররা নাসিমকে খুনের হুমকি দিয়েছিল । অভিযোগ, আজ ভোরে নাসিম মাছের গাড়ি থেকে বাড়ি ফেরার সময় ধারাল অস্ত্র নিয়ে হামলা চালায় মতিউর ও আইয়ুব । ভোজালির কোপে গুরুতর আহত হন নাসিম । তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে প্রথমে সামসি গ্রামীণ হাসপাতাল ও পরে মালদা মেডিক্যাল কলেজে যাওয়া হয় । সেখানেই মৃত্যু হয় নাসিমের ।
আরও পড়ুন: শোভনের দানের সম্পত্তি নিয়ে বিপদে পড়তে পারেন বৈশাখীও, মত আইনজীবীদের
এদিকে, ঘটনার সময়ে জিনিষ ফেরি করতে বেরিয়েছিলেন নাসিমের প্রতিবেশী হবিবুর রহমান (60)। তাঁর উপরেও হামলা চালায় অভিযুক্তরা । ধারাল অস্ত্রের কোপে গুরুতর আহত হয়েছেন তিনিও । খবর পেয়ে ঘটনাস্থলে যায় রতুয়া থানার পুলিশ । মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।
হবিবুর বলেছেন, “গতকাল থেকে জমি নিয়ে বিবাদ চলছিল । ওরা গতকালই হুমকি দিয়েছিল, তোরা বেশি বাড়াবাড়ি করছিস, তোদের মেরে ফেলব দেব । এই এলাকায় আমার অনেক লোক আছে । আজ সকালে ভোজালি দিয়ে নাসিমকে মেরে খুন করেছে ওরা । আমি সেই সময় ফেরি করতে যাচ্ছিলাম । আমাকেও প্রাণে মারার চেষ্টা করেছিল।”
আরও পড়ুন: বাংলায় ভোটের পর কোনও রাজনৈতিক হিংসা হয়নি, দাবি মমতার
নাসিমের বাবা মহম্মদ মোকিব বলেন, “ছেলে মাছের গাড়ি থেকে ভোরে বাড়ি ফিরছিল । বাড়ি থেকে 30 ফিট দূরে ওরা ছেলেকে মারার জন্য ধারাল অস্ত্রশস্ত্র নিয়ে অপেক্ষা করছিল । ছেলে আসতেই তার গলায় ভোজালি মারে ওরা । ছেলেকে উদ্ধার করে সামসি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাই । সেখানে তিনটি সেলাই করার পরেও রক্ত থামানো যায়নি । সেখান থেকে ছেলেকে মালদা মেডিক্যাল কলেজে নিয়ে আসি । সেখানে আসার পরেই ছেলের মৃত্যু হয় । আইয়ুব ও মতিউরের পুরো পরিবার মিলে এই ঘটনা ঘটিয়েছে ।”
আরও পড়ুন : Mamata Banerjee : দ্বিগুণ হচ্ছে কৃষকবন্ধু-র প্রাপ্য, ঘোষণা মুখ্যমন্ত্রীর
রতুয়া থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় এখনও পর্যন্ত লিখিত অভিযোগ জমা পড়েনি । মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে । এই ঘটনায় আপাতত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।