ETV Bharat / state

প্রেমিকাকে পেতে তাঁর বাড়ির সামনে ধর্না যুবকের

পাকুয়াহাটের মীর্জাপুর গ্রামের যুবক সঞ্জয় মণ্ডল ৷ কৃষিকাজ করেন ৷ মোটামুটি স্বচ্ছল পরিবার ৷ দীর্ঘদিন ধরে তিনি কামারডাঙা গ্রামের যুবতী মমতা দাসের সঙ্গে প্রেমের বাঁধনে জড়িয়ে ৷ কিন্তু গত একমাস ধরে মমতা তাঁর সঙ্গে কোনও যোগাযোগ রাখছেন না ৷

agitation
যুবকের ধর্না
author img

By

Published : May 1, 2021, 6:01 PM IST

মালদা, ১ মে : জয় করতেই হবে ভালোবাসার মানুষের মন ৷ ঘর বাঁধতে হবে তার সঙ্গে ৷ আট বছরের সম্পর্ক এভাবে নষ্ট হতে দেওয়া যায় না ৷ মনের মানুষের ভালোবাসা ফিরে পেতে প্রেমিকার বাড়ি থেকে সামান্য দূরে ধর্নায় বসেছেন প্রেমিক ৷ ঘটনাটি বামনগোলা ব্লকের পাকুয়াহাট গ্রাম পঞ্চায়েতের কামারডাঙা গ্রামে ৷

যুবকের বক্তব্য় শুনুন

আরও পড়ুন- তৃতীয় দফার প্রথম দিনে রাজ্য়ের বেসরকারি হাসপাতালে বন্ধ টিকাকরণ

পাকুয়াহাটের মীর্জাপুর গ্রামের যুবক সঞ্জয় মণ্ডল ৷ কৃষিকাজ করেন ৷ মোটামুটি স্বচ্ছল পরিবার ৷ দীর্ঘদিন ধরে তিনি কামারডাঙা গ্রামের যুবতী মমতা দাসের সঙ্গে প্রেমের বাঁধনে জড়িয়ে ৷ কিন্তু গত একমাস ধরে মমতা তাঁর সঙ্গে কোনও যোগাযোগ রাখছেন না ৷ খোঁজখবর নিয়ে তিনি জানতে পারেন, মমতার অভিভাবকরা তাঁর বিয়ে অন্যত্র ঠিক করেছেন ৷ মনের মানুষকে অন্য কোথাও যেতে দিতে নারাজ সঞ্জয় ৷ তাই তিনি আজ মমতার বাড়িতে ছুটে আসেন ৷ কিন্তু প্রেমিকা কিংবা তাঁর পরিবারের কাউকে না পেয়ে তিনি মমতার বাড়ি থেকে ১০০ মিটার দূরে ধর্নায় বসেছেন ৷

সঞ্জয় বলেন, “আট বছর ধরে আমি মমতাকে ভালোবাসি ৷ সেও আমাকে ভালোবাসে ৷ কিন্তু বাড়ির লোকের চাপে সে এখন বলছে, আমাকে বিয়ে করবে না ৷ আজ ওদের বাড়িতে এসেছিলাম ৷ কিন্তু বাড়িতে কাউকে পাইনি ৷ আমি আমার ভালোবাসা ফিরে পেতে চাই ৷”

এর আগে প্রেমিকের কাছে প্রেমের স্বীকৃতি আদায়ে বেশ কয়েকজন যুবতীর ধর্নার সাক্ষী থেকেছে মালদা ৷ একইভাবে এবারও কিন্তু প্রেমিকার কাছে প্রেমের স্বীকৃতি আদায়ের দাবিতে প্রেমিকের ধর্না জেলায় এই প্রথম ৷ স্বাভাবিকভাবেই এনিয়ে কৌতুহলি মানুষজনও সঞ্জয়ের চারপাশে ভিড় জমাতে শুরু করেছেন ৷

মালদা, ১ মে : জয় করতেই হবে ভালোবাসার মানুষের মন ৷ ঘর বাঁধতে হবে তার সঙ্গে ৷ আট বছরের সম্পর্ক এভাবে নষ্ট হতে দেওয়া যায় না ৷ মনের মানুষের ভালোবাসা ফিরে পেতে প্রেমিকার বাড়ি থেকে সামান্য দূরে ধর্নায় বসেছেন প্রেমিক ৷ ঘটনাটি বামনগোলা ব্লকের পাকুয়াহাট গ্রাম পঞ্চায়েতের কামারডাঙা গ্রামে ৷

যুবকের বক্তব্য় শুনুন

আরও পড়ুন- তৃতীয় দফার প্রথম দিনে রাজ্য়ের বেসরকারি হাসপাতালে বন্ধ টিকাকরণ

পাকুয়াহাটের মীর্জাপুর গ্রামের যুবক সঞ্জয় মণ্ডল ৷ কৃষিকাজ করেন ৷ মোটামুটি স্বচ্ছল পরিবার ৷ দীর্ঘদিন ধরে তিনি কামারডাঙা গ্রামের যুবতী মমতা দাসের সঙ্গে প্রেমের বাঁধনে জড়িয়ে ৷ কিন্তু গত একমাস ধরে মমতা তাঁর সঙ্গে কোনও যোগাযোগ রাখছেন না ৷ খোঁজখবর নিয়ে তিনি জানতে পারেন, মমতার অভিভাবকরা তাঁর বিয়ে অন্যত্র ঠিক করেছেন ৷ মনের মানুষকে অন্য কোথাও যেতে দিতে নারাজ সঞ্জয় ৷ তাই তিনি আজ মমতার বাড়িতে ছুটে আসেন ৷ কিন্তু প্রেমিকা কিংবা তাঁর পরিবারের কাউকে না পেয়ে তিনি মমতার বাড়ি থেকে ১০০ মিটার দূরে ধর্নায় বসেছেন ৷

সঞ্জয় বলেন, “আট বছর ধরে আমি মমতাকে ভালোবাসি ৷ সেও আমাকে ভালোবাসে ৷ কিন্তু বাড়ির লোকের চাপে সে এখন বলছে, আমাকে বিয়ে করবে না ৷ আজ ওদের বাড়িতে এসেছিলাম ৷ কিন্তু বাড়িতে কাউকে পাইনি ৷ আমি আমার ভালোবাসা ফিরে পেতে চাই ৷”

এর আগে প্রেমিকের কাছে প্রেমের স্বীকৃতি আদায়ে বেশ কয়েকজন যুবতীর ধর্নার সাক্ষী থেকেছে মালদা ৷ একইভাবে এবারও কিন্তু প্রেমিকার কাছে প্রেমের স্বীকৃতি আদায়ের দাবিতে প্রেমিকের ধর্না জেলায় এই প্রথম ৷ স্বাভাবিকভাবেই এনিয়ে কৌতুহলি মানুষজনও সঞ্জয়ের চারপাশে ভিড় জমাতে শুরু করেছেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.