ETV Bharat / state

Malda Railway Station: পরিবেশবান্ধব হিসেবে সিলভার স্টেশনের মর্যাদা পেল মালদা টাউন - IGBC

গ্রিন রেলওয়ে প্রোজেক্টে সিলভার স্টেশনের মর্যাদা পেল মালদা টাউন স্টেশন (Malda Railway Station)। হাওড়ার পর এই মর্যাদা পেল মালদা স্টেশন। এই খবর জানিয়েছেন, মালদার ডিআরএম যতেন্দ্র কুমার।

Malda Railway Station
পরিবেশবান্ধব হিসেবে সিলভার স্টেশনের মর্যাদা পেল মালদা স্টেশন
author img

By

Published : Feb 17, 2022, 11:08 PM IST

মালদা, 16 ফেব্রুয়ারি: গ্রিন রেলওয়ে প্রোজেক্টে সিলভার স্টেশনের মর্যাদা পেল মালদা টাউন স্টেশন (Malda Railway Station)। পশ্চিমবঙ্গে হাওড়ার পর মালদা স্টেশন এই মর্যাদা পেল। বৃহস্পতিবার এই খবর জানিয়েছেন, পূর্ব রেলের মালদা ডিভিশনের ডিভিশনাল ম্যানেজার যতেন্দ্র কুমার। এই খবরে উচ্ছ্বসিত রেলকর্মীরাও।

পরিবেশ সচেতনতা নিয়ে প্রায় 3 মাস ধরে মালদা টাউন স্টেশনের উপর নজরদারি চালিয়েছে গ্রিন রেলওয়ে প্রোজেক্টের দায়িত্বপ্রাপ্ত ইন্ডিয়ান গ্রিন বিল্ডিং কাউন্সিল (IGBC)। এরপরেই তারা মালদা স্টেশনকে সিলভার মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত নেয়। এই বিষয়ে ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার যতেন্দ্র কুমার বলেন, "হায়দরাবাদের ইন্ডিয়ান গ্রিন বিল্ডিং কাউন্সিল পরিবেশবান্ধব ব্যবস্থার বিভিন্ন দিক খতিয়ে দেখে গোটা দেশের স্টেশনগুলিকে গ্রিন সার্টিফিকেট দেয়। এই শংসাপত্র পাওয়ার জন্য আমরা মালদা স্টেশনে বায়োগ্যাস প্ল্যান্ট বসিয়েছি। জল ও শক্তি সংরক্ষণেও বেশকিছু ব্যবস্থা গ্রহণ করেছি। তার জন্য আমরা সব জায়গায় এলইডি লাইট ব্যবহার করতে শুরু করেছি। বর্জ্য জল রিসাইক্লিংয়ের ব্যবস্থা করেছি। স্টেশনে এখন ব্যবহার করা হচ্ছে সোলার হিটার। স্টেশন চত্বর ও সংলগ্ন এলাকায় প্রচুর গাছও লাগানো হয়েছে। সব মিলিয়ে পরিবেশ রক্ষায় আমরা যথাসম্ভব ব্যবস্থা নিয়েছি।"

পরিবেশবান্ধব হিসেবে সিলভার স্টেশনের মর্যাদা পেল মালদা টাউন

আরও পড়ুন: পৌরভোটেও গণি মিথে ভরসা শাসকদলের, নির্বাচনী প্রচারে কংগ্রেসের সমালোচনায় ফিরহাদ

যতেন্দ্র কুমার আরও বলেন, "পরিবেশ রক্ষার সমস্ত দিক খতিয়ে দেখেই আইজিবিসি বিভিন্ন স্টেশনকে রেটিং প্রদান করে। প্রায় 3 মাস ধরে তারা মালদা স্টেশনের উপর নজর রেখেছে। এই শংসাপত্র পেতে সমস্ত রেলকর্মী ও আধিকারিকরা অক্লান্ত পরিশ্রম করে গিয়েছেন। যাত্রী সংগঠনও এই কাজে আমাদের অনেক সাহায্য করেছে। ভারতীয় রেলের 11তম স্টেশন হিসেবে মালদা স্টেশন এই স্বীকৃতি পেল। পূর্বরেলে হাওড়া স্টেশনের পর মালদা স্টেশন এই স্বীকৃতি লাভ করল। এই রেটিং পেয়ে আমরা ভীষণ খুশি।"

মালদা, 16 ফেব্রুয়ারি: গ্রিন রেলওয়ে প্রোজেক্টে সিলভার স্টেশনের মর্যাদা পেল মালদা টাউন স্টেশন (Malda Railway Station)। পশ্চিমবঙ্গে হাওড়ার পর মালদা স্টেশন এই মর্যাদা পেল। বৃহস্পতিবার এই খবর জানিয়েছেন, পূর্ব রেলের মালদা ডিভিশনের ডিভিশনাল ম্যানেজার যতেন্দ্র কুমার। এই খবরে উচ্ছ্বসিত রেলকর্মীরাও।

পরিবেশ সচেতনতা নিয়ে প্রায় 3 মাস ধরে মালদা টাউন স্টেশনের উপর নজরদারি চালিয়েছে গ্রিন রেলওয়ে প্রোজেক্টের দায়িত্বপ্রাপ্ত ইন্ডিয়ান গ্রিন বিল্ডিং কাউন্সিল (IGBC)। এরপরেই তারা মালদা স্টেশনকে সিলভার মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত নেয়। এই বিষয়ে ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার যতেন্দ্র কুমার বলেন, "হায়দরাবাদের ইন্ডিয়ান গ্রিন বিল্ডিং কাউন্সিল পরিবেশবান্ধব ব্যবস্থার বিভিন্ন দিক খতিয়ে দেখে গোটা দেশের স্টেশনগুলিকে গ্রিন সার্টিফিকেট দেয়। এই শংসাপত্র পাওয়ার জন্য আমরা মালদা স্টেশনে বায়োগ্যাস প্ল্যান্ট বসিয়েছি। জল ও শক্তি সংরক্ষণেও বেশকিছু ব্যবস্থা গ্রহণ করেছি। তার জন্য আমরা সব জায়গায় এলইডি লাইট ব্যবহার করতে শুরু করেছি। বর্জ্য জল রিসাইক্লিংয়ের ব্যবস্থা করেছি। স্টেশনে এখন ব্যবহার করা হচ্ছে সোলার হিটার। স্টেশন চত্বর ও সংলগ্ন এলাকায় প্রচুর গাছও লাগানো হয়েছে। সব মিলিয়ে পরিবেশ রক্ষায় আমরা যথাসম্ভব ব্যবস্থা নিয়েছি।"

পরিবেশবান্ধব হিসেবে সিলভার স্টেশনের মর্যাদা পেল মালদা টাউন

আরও পড়ুন: পৌরভোটেও গণি মিথে ভরসা শাসকদলের, নির্বাচনী প্রচারে কংগ্রেসের সমালোচনায় ফিরহাদ

যতেন্দ্র কুমার আরও বলেন, "পরিবেশ রক্ষার সমস্ত দিক খতিয়ে দেখেই আইজিবিসি বিভিন্ন স্টেশনকে রেটিং প্রদান করে। প্রায় 3 মাস ধরে তারা মালদা স্টেশনের উপর নজর রেখেছে। এই শংসাপত্র পেতে সমস্ত রেলকর্মী ও আধিকারিকরা অক্লান্ত পরিশ্রম করে গিয়েছেন। যাত্রী সংগঠনও এই কাজে আমাদের অনেক সাহায্য করেছে। ভারতীয় রেলের 11তম স্টেশন হিসেবে মালদা স্টেশন এই স্বীকৃতি পেল। পূর্বরেলে হাওড়া স্টেশনের পর মালদা স্টেশন এই স্বীকৃতি লাভ করল। এই রেটিং পেয়ে আমরা ভীষণ খুশি।"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.