ETV Bharat / state

পুরাতন মালদায় উদ্ধার ব্রাউন সুগার ও ফেনসিডিল, ধৃত 3

author img

By

Published : Aug 31, 2020, 11:52 AM IST

গোপন সূত্রে খবর পেয়ে গতরাতে সাহাপুরের ডিস্কো মোড় এলাকায় অভিযান চালায় মালদা থানার পুলিশের একটি দল। উদ্ধার করা হয় 600 বোতল নিষিদ্ধ ফেনসিডিল । এই ঘটনায় গ্রেপ্তার করা হয় তিন কারবারীকে ।

Malda police rescued 600 bottle phensedyl
উদ্ধার 600 বোতল নিষিদ্ধ ফেনসিডিল

মালদা, 30 অগাস্ট : 48 ঘণ্টার মধ্যেই পুরাতন মালদায় উদ্ধার হল ব্রাউন সুগার ও ফেনসিডিল । গতরাতে মালদা-নালাগোলা রাজ্য সড়কে সাহাপুরের ডিস্কো মোড় এলাকায় অভিযান চালায় পুলিশ । উদ্ধার করা হয় 600 বোতল নিষিদ্ধ ফেনসিডিল । এই ঘটনায় গ্রেপ্তার করা হয় তিনজনকে । তারা হল ওহেদুল শেখ, নুর আলম ও কবির শেখ ৷ কবির পুরাতন মালদার মঙ্গলবাড়ি গ্রাম পঞ্চায়েতের জলঙ্গা গ্রামের বাসিন্দা ৷ ওহেদুল ও নুরের বাড়ি মুর্শিদাবাদ জেলার ফরাক্কা থানার অর্জুনপুরে ৷

গত শুক্রবার রাতে পুলিশ হানা দেয় সাহাপুর গ্রাম পঞ্চায়েত সংলগ্ন 34 নম্বর জাতীয় সড়কে ৷ সেখান থেকে 308 গ্রাম ব্রাউন সুগার সহ তিন কারবারীকে গ্রেপ্তার করা হয় । এই ঘটনায় গ্রেপ্তার করা হয় তিনজনকে । ধৃতদের মধ্যে দু'জন কালিয়াচকের বাসিন্দা । আর একজনের বাড়ি পুরাতন মালদার তারাকালী এলাকায় ।

মালদা থানার পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া ফেনসিডিলের বাজারমূল্য লক্ষাধিক টাকা। তা বাংলাদেশে পাচার করার ছক কষেছিল তারা । প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, ধৃতরা মূলত ক্যারিয়ার। এই চক্রের পেছনে অন্য মাথা রয়েছে ।

মালদা, 30 অগাস্ট : 48 ঘণ্টার মধ্যেই পুরাতন মালদায় উদ্ধার হল ব্রাউন সুগার ও ফেনসিডিল । গতরাতে মালদা-নালাগোলা রাজ্য সড়কে সাহাপুরের ডিস্কো মোড় এলাকায় অভিযান চালায় পুলিশ । উদ্ধার করা হয় 600 বোতল নিষিদ্ধ ফেনসিডিল । এই ঘটনায় গ্রেপ্তার করা হয় তিনজনকে । তারা হল ওহেদুল শেখ, নুর আলম ও কবির শেখ ৷ কবির পুরাতন মালদার মঙ্গলবাড়ি গ্রাম পঞ্চায়েতের জলঙ্গা গ্রামের বাসিন্দা ৷ ওহেদুল ও নুরের বাড়ি মুর্শিদাবাদ জেলার ফরাক্কা থানার অর্জুনপুরে ৷

গত শুক্রবার রাতে পুলিশ হানা দেয় সাহাপুর গ্রাম পঞ্চায়েত সংলগ্ন 34 নম্বর জাতীয় সড়কে ৷ সেখান থেকে 308 গ্রাম ব্রাউন সুগার সহ তিন কারবারীকে গ্রেপ্তার করা হয় । এই ঘটনায় গ্রেপ্তার করা হয় তিনজনকে । ধৃতদের মধ্যে দু'জন কালিয়াচকের বাসিন্দা । আর একজনের বাড়ি পুরাতন মালদার তারাকালী এলাকায় ।

মালদা থানার পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া ফেনসিডিলের বাজারমূল্য লক্ষাধিক টাকা। তা বাংলাদেশে পাচার করার ছক কষেছিল তারা । প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, ধৃতরা মূলত ক্যারিয়ার। এই চক্রের পেছনে অন্য মাথা রয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.