মালদা, 15 এপ্রিল: নামী ভারতীয় সংস্থার হেলথ সেন্টার ও ওষুধের দোকান খোলার প্রলোভন দিয়ে লক্ষ টাকা হাতানোর অভিযোগ উঠেছিল দুষ্কৃতীদের বিরুদ্ধে । সেই অভিযোগের ভিত্তিতে কলকাতা থেকে দুই ব্যক্তিকে গ্রেফতার করল মালদা সাইবার ক্রাইম থানার পুলিশ ।
মালদা সাইবার ক্রাইম থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত 19 ডিসেম্বর মালদা শহরের এক বাসিন্দা এক লক্ষ টাকা প্রতারণার অভিযোগ দায়ের করেন । পুলিশি অভিযোগে তিনি জানান, একটি নামী সংস্থার হেলথ সেন্টার ও ওষুধের দোকান খোলার জন্য তাঁর কাছে ফোন আসে । এরপর ওই ব্যক্তি আরও দু’জনকে সঙ্গে নিয়ে জায়গা দেখতে আসেন । পরবর্তীতে ইমেল করে তাঁকে এগ্রিমেন্টের ড্রাফট পাঠানো হয় । সঙ্গে লিজ এগ্রিমেন্টের জন্য তাঁর থেকে 3 লক্ষ 24 হাজার টাকা চাওয়া হয় । তিনি 1 লক্ষ টাকা পাঠিয়ে দেন । কিন্তু দীর্ঘদিন পরেও কাজ শুরু না হওয়ায় তিনি বুঝতে পারেন তাঁর সঙ্গে প্রতারণা হয়েছে । এরপর তিনি সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন ।
সেই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নামে সাইবার ক্রাইম থানা পুলিশ । মোবাইল নম্বর, ব্যাংক অ্যাকাউন্ট ট্রেস করে কলকাতার দুই ব্যক্তির কাছে পৌঁছান তদন্তকারী অফিসাররা । গ্রেফতার করা হয় ওই দুই ব্যক্তিকে । ধৃতদের নাম শান্তনু চক্রবর্তী ও সঞ্জয় দে । ধৃতদের সঙ্গে আরও কোনও ব্যক্তির যোগাযোগ রয়েছে কি না, প্রতারণার টাকা কোথায় রয়েছে, তা জানতে চায় পুলিশ ৷ প্রাথমিকভাবে সাইবার ক্রাইম থানার পুলিশের অনুমান, এই ঘটনার পেছনে একটি চক্র কাজ করছে । ধৃতরা সেই চক্রের পাণ্ডা । ধৃতদের জেরা করে সেই চক্রের হদিশ পেতে চাইছে সাইবার ক্রাইম থানার তদন্তকারী অফিসাররা ৷
উল্লেখ্য, সাইবার ক্রাইমের প্রতারণা থেকে বাঁচতে সাধারণ মানুষকে সচেতন করতে পথে নেমেছে মালদা জেলা পুলিশ । জেলার বিভিন্ন প্রান্তে অভিনয় করে, হ্যান্ডবিল বিলি করে সাধারণ মানুষকে সচেতন করা হচ্ছে । পাশাপাশি স্কুলে স্কুলে সচেতনতা শিবিরও করা হচ্ছে জেলা পুলিশের তরফে । তার পরও সচেতনতা যে পুরোপুরি ছড়ায়নি, তার প্রমাণ ঘটনা থেকেই মিলল ৷
আরও পড়ুন: ব্যাংকের ভল্ট থেকে উধাও 35 লক্ষ টাকার সোনা, গ্রেফতার 2