ETV Bharat / state

নেটে ভাইরাল ডাক্তারি পড়ুয়ায় গান, ভবিষ্যতে গায়ক-চিকিৎসক দুই'ই হতে চান অরিজিৎ সিংয়ের ভক্ত - Sayak Roy

Medical Student Viral Song: ছোটবেলা থেকেই গান ও পড়াশোনায় ভালো মালদার সায়ক ৷ তবে অরিজিৎ সিংয়ের ভক্ত এই ডাক্তারি পড়ুয়ার গান এখন নেটমাধ্যমে ভাইরাল ৷

Etv Bharat
ভবিষ্যতে গায়ক ডাক্তার দুই'ই হতে চান অরিজিৎ সিংয়ের ভক্ত
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 7, 2023, 10:02 PM IST

মালদার ডাক্তারি পড়ুয়া সায়কের গান ভাইরাল নেটপাড়ায়

মালদা, 7 ডিসেম্বর: তিনি ডাক্তারি পড়ুয়া ৷ গান গাইতে ভালোবাসেন ৷ কিন্তু কখনও গান শেখেননি ৷ ছোটবেলায় টিভিতে গান শুনতে শুনতে গুনগুন করতেন ৷ সেভাবেই তাঁর গান শেখা ৷ স্কুলে থাকতে বিভিন্ন অনুষ্ঠানে গান গাইতেন তারিফও কুড়িয়েছেন ৷ দু'বার অডিশন দিয়েছেন একটি টেলিভিশন চ্যানেলের রিয়েলিটি শোয়ে ৷ দু'বারই সফল ৷ গান শুনতে শুনতে কবে যে তিনি অরিজিৎ সিংয়ের ভক্ত হয়ে গিয়েছেন, বুঝতে পারেননি ৷ এখন গঙ্গার ওপারের অরিজিৎই তাঁর আইডল ৷ ইতিমধ্যে তাঁর একটি গান নেট দুনিয়ায় ঝড় তুলেছে ৷ এইভাবে একইসঙ্গে ডাক্তারি পড়াশোনা আর গান চালিয়ে যাচ্ছেন মালদার সায়ক রায় ৷

সায়কের বাড়ি হরিশ্চন্দ্রপুরে ৷ মালদা মেডিক্যাল কলেজের এমবিবিএসের দ্বিতীয় বর্ষের ছাত্র তিনি ৷ বাবা সমীরণ রায় প্রাথমিক শিক্ষক ৷ মা রুহু ভাদুড়ি হরিশ্চন্দ্রপুরের কিরণবালা বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা ৷ ছোট থেকে পড়াশোনাতেও বেশ ভালো সায়ক ৷ 2022 সালে বাড়িতে বসেই অনলাইনে পড়াশোনা করে নিট পরীক্ষায় উত্তীর্ণ হন ৷ তাঁর ব়্যাংক ছিল 830 ৷ ভর্তি হন মালদা মেডিক্যাল কলেজে ৷ তবে তিনি গান ছাড়েননি ৷ এই হরিশ্চন্দ্রপুরেরই ভূমিপুত্র বাংলা ব্যান্ড 'ভূমি' গায়ক সৌমিত্র রায় ৷ কয়েকবছর আগে রুহুদেবীর স্কুলে একটি অনুষ্ঠানে এসেছিলেন তিনি ৷ সেখানে সায়কের গান শুনে মুগ্ধ হয়ে সায়ককে বলেছিলেন, সুযোগ এলে তিনি তাঁকে প্লেব্যাক সিঙ্গার হওয়ার সুযোগ করে দেবেন ৷

সেই সায়ক বলছেন, "ডাক্তারি পড়ার সঙ্গে সঙ্গে গানটাও করি ৷ ওটা আমার অক্সিজেন ৷ অরিজিৎ সিং আর রূপম ইসলামকে মডেল ধরে এগিয়ে যাচ্ছি ৷ গান ছাড়া আমার পক্ষে বাঁচা খুব মুশকিল ৷ ছোট থেকেই নানা অনুষ্ঠানে গান গাই ৷ তাঁদের ফলো করি ৷ 2013 সালে প্রথমবার একটি রিয়্যালিটি শোয়ের অডিশনে অংশ নিই ৷ সুযোগও পাই ৷ 2018 সালেও সেই সুযোগ এসেছিল ৷ তবে কয়েক রাউন্ড পর আর সামনে যেতে পারিনি ৷ আমার গান মানুষ পছন্দ করছে, এটাই আমার কাছে বিশাল বড় ব্যাপার ৷ আমি হরিশ্চন্দ্রপুরের ছেলে ৷ এখানে গান শেখার মতো সুযোগ খুব একটা নেই ৷ তাই প্রথাগত গান শেখা আমার হয়নি ৷ তবে গান গেয়ে মানুষের যে ভালোবাসা পাচ্ছি, সেটাই বা কম কীসের ! আমার কাছে পড়াশোনা একটা জায়গায়, গান আরেক জায়গায় ৷ সকালে ক্লাস থাকে, বিকেলটা ফাঁকা ৷ সেই সময়ই আমি গানের অভ্যেস করি ৷"

সায়কের বাবা সমীরণবাবুর কথায়, "মানুষ বিশেষ গুণ নিয়েই জন্মায় ৷ সেটা ঘষে মেজে আরও চকচকে করতে হয় ৷ কিন্তু ছেলে যে জায়গা থেকে বড় হয়েছে, সেখানে গান শেখার সুযোগ বড্ড কম ৷ তারমধ্যেও যতটা পেরেছি, ওকে সাপোর্ট দিয়েছি ৷ ওর মা জিয়াগঞ্জের রাজেন্দ্র হাজারির কাছে গান শিখেছে ৷ রাজেন্দ্রবাবুর কাছে গান শিখেই আজ এই জায়গায় পৌঁছেছেন অরিজিৎ সিং ৷ ছেলে ওর মায়ের থেকে অনেক মোটিভেশন পেয়েছে ৷ আমাদের দু'জনেরই সময় খুব কম ৷ তাই ছেলেকে বাইরে কোথাও গান শেখাতে নিয়ে যেতে পারিনি ৷ আমার মাও গান বুঝতেন ৷ এক বছর আগে তিনি প্রয়াত হন ৷ তিনিও নাতির মধ্যে এই বিশেষ গুণ দেখতে পেয়েছিলেন ৷ ছেলেকে ভালো জায়গায় গান শেখাতে নিয়ে যেতে বলতেন ৷ কিন্তু সময়ের অভাবে পারিনি ৷ তাছাড়া আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের মূল লক্ষ্য, পড়াশোনা করে নিজেকে প্রতিষ্ঠিত করা ৷ ছেলে পড়াশোনা এবং গান, দুটোই স্মার্টলি করে ৷ ওর গান সবাই এখন পছন্দ করছে ৷ ওকে গায়ক সায়ক নামে ডাকছে ৷ আমরা চাই, ও ডাক্তার গায়ক সায়ক নামে পরিচিত হোক ৷"

আরও পড়ুন :

1 হৃদয়ে টিম ইন্ডিয়া, বিশ্বকাপ জয়ের আশায় গান বাঁধলেন শহরের একঝাঁক তরুণী

2 বিশ্রী গান, রহমানের মতিভ্রম হয়েছে; বিচার চাই ! নজরুলগীতির বিকৃতিতে চাঁছাছোলা 2 বঙ্গশিল্পী

3 চিকিৎসকের সুরের মূর্ছনায় সুস্থ হচ্ছেন রোগীরা, সঙ্গীত দিবসে বাগুইহাটির হাসপাতালের অন্য ছবি ইটিভি ভারতে

মালদার ডাক্তারি পড়ুয়া সায়কের গান ভাইরাল নেটপাড়ায়

মালদা, 7 ডিসেম্বর: তিনি ডাক্তারি পড়ুয়া ৷ গান গাইতে ভালোবাসেন ৷ কিন্তু কখনও গান শেখেননি ৷ ছোটবেলায় টিভিতে গান শুনতে শুনতে গুনগুন করতেন ৷ সেভাবেই তাঁর গান শেখা ৷ স্কুলে থাকতে বিভিন্ন অনুষ্ঠানে গান গাইতেন তারিফও কুড়িয়েছেন ৷ দু'বার অডিশন দিয়েছেন একটি টেলিভিশন চ্যানেলের রিয়েলিটি শোয়ে ৷ দু'বারই সফল ৷ গান শুনতে শুনতে কবে যে তিনি অরিজিৎ সিংয়ের ভক্ত হয়ে গিয়েছেন, বুঝতে পারেননি ৷ এখন গঙ্গার ওপারের অরিজিৎই তাঁর আইডল ৷ ইতিমধ্যে তাঁর একটি গান নেট দুনিয়ায় ঝড় তুলেছে ৷ এইভাবে একইসঙ্গে ডাক্তারি পড়াশোনা আর গান চালিয়ে যাচ্ছেন মালদার সায়ক রায় ৷

সায়কের বাড়ি হরিশ্চন্দ্রপুরে ৷ মালদা মেডিক্যাল কলেজের এমবিবিএসের দ্বিতীয় বর্ষের ছাত্র তিনি ৷ বাবা সমীরণ রায় প্রাথমিক শিক্ষক ৷ মা রুহু ভাদুড়ি হরিশ্চন্দ্রপুরের কিরণবালা বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা ৷ ছোট থেকে পড়াশোনাতেও বেশ ভালো সায়ক ৷ 2022 সালে বাড়িতে বসেই অনলাইনে পড়াশোনা করে নিট পরীক্ষায় উত্তীর্ণ হন ৷ তাঁর ব়্যাংক ছিল 830 ৷ ভর্তি হন মালদা মেডিক্যাল কলেজে ৷ তবে তিনি গান ছাড়েননি ৷ এই হরিশ্চন্দ্রপুরেরই ভূমিপুত্র বাংলা ব্যান্ড 'ভূমি' গায়ক সৌমিত্র রায় ৷ কয়েকবছর আগে রুহুদেবীর স্কুলে একটি অনুষ্ঠানে এসেছিলেন তিনি ৷ সেখানে সায়কের গান শুনে মুগ্ধ হয়ে সায়ককে বলেছিলেন, সুযোগ এলে তিনি তাঁকে প্লেব্যাক সিঙ্গার হওয়ার সুযোগ করে দেবেন ৷

সেই সায়ক বলছেন, "ডাক্তারি পড়ার সঙ্গে সঙ্গে গানটাও করি ৷ ওটা আমার অক্সিজেন ৷ অরিজিৎ সিং আর রূপম ইসলামকে মডেল ধরে এগিয়ে যাচ্ছি ৷ গান ছাড়া আমার পক্ষে বাঁচা খুব মুশকিল ৷ ছোট থেকেই নানা অনুষ্ঠানে গান গাই ৷ তাঁদের ফলো করি ৷ 2013 সালে প্রথমবার একটি রিয়্যালিটি শোয়ের অডিশনে অংশ নিই ৷ সুযোগও পাই ৷ 2018 সালেও সেই সুযোগ এসেছিল ৷ তবে কয়েক রাউন্ড পর আর সামনে যেতে পারিনি ৷ আমার গান মানুষ পছন্দ করছে, এটাই আমার কাছে বিশাল বড় ব্যাপার ৷ আমি হরিশ্চন্দ্রপুরের ছেলে ৷ এখানে গান শেখার মতো সুযোগ খুব একটা নেই ৷ তাই প্রথাগত গান শেখা আমার হয়নি ৷ তবে গান গেয়ে মানুষের যে ভালোবাসা পাচ্ছি, সেটাই বা কম কীসের ! আমার কাছে পড়াশোনা একটা জায়গায়, গান আরেক জায়গায় ৷ সকালে ক্লাস থাকে, বিকেলটা ফাঁকা ৷ সেই সময়ই আমি গানের অভ্যেস করি ৷"

সায়কের বাবা সমীরণবাবুর কথায়, "মানুষ বিশেষ গুণ নিয়েই জন্মায় ৷ সেটা ঘষে মেজে আরও চকচকে করতে হয় ৷ কিন্তু ছেলে যে জায়গা থেকে বড় হয়েছে, সেখানে গান শেখার সুযোগ বড্ড কম ৷ তারমধ্যেও যতটা পেরেছি, ওকে সাপোর্ট দিয়েছি ৷ ওর মা জিয়াগঞ্জের রাজেন্দ্র হাজারির কাছে গান শিখেছে ৷ রাজেন্দ্রবাবুর কাছে গান শিখেই আজ এই জায়গায় পৌঁছেছেন অরিজিৎ সিং ৷ ছেলে ওর মায়ের থেকে অনেক মোটিভেশন পেয়েছে ৷ আমাদের দু'জনেরই সময় খুব কম ৷ তাই ছেলেকে বাইরে কোথাও গান শেখাতে নিয়ে যেতে পারিনি ৷ আমার মাও গান বুঝতেন ৷ এক বছর আগে তিনি প্রয়াত হন ৷ তিনিও নাতির মধ্যে এই বিশেষ গুণ দেখতে পেয়েছিলেন ৷ ছেলেকে ভালো জায়গায় গান শেখাতে নিয়ে যেতে বলতেন ৷ কিন্তু সময়ের অভাবে পারিনি ৷ তাছাড়া আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের মূল লক্ষ্য, পড়াশোনা করে নিজেকে প্রতিষ্ঠিত করা ৷ ছেলে পড়াশোনা এবং গান, দুটোই স্মার্টলি করে ৷ ওর গান সবাই এখন পছন্দ করছে ৷ ওকে গায়ক সায়ক নামে ডাকছে ৷ আমরা চাই, ও ডাক্তার গায়ক সায়ক নামে পরিচিত হোক ৷"

আরও পড়ুন :

1 হৃদয়ে টিম ইন্ডিয়া, বিশ্বকাপ জয়ের আশায় গান বাঁধলেন শহরের একঝাঁক তরুণী

2 বিশ্রী গান, রহমানের মতিভ্রম হয়েছে; বিচার চাই ! নজরুলগীতির বিকৃতিতে চাঁছাছোলা 2 বঙ্গশিল্পী

3 চিকিৎসকের সুরের মূর্ছনায় সুস্থ হচ্ছেন রোগীরা, সঙ্গীত দিবসে বাগুইহাটির হাসপাতালের অন্য ছবি ইটিভি ভারতে

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.