ETV Bharat / state

Durga Puja 2022: 'শারদময় পঞ্চপ্রভা, সমুজ্জল দীপ্তশিখা' থিমে সেজে উঠেছে মালদার কৃষ্ণকালীতলা কল্যাণ সমিতি

পৃথিবীকে বাঁচিয়ে রেখেছে সূর্য ৷ সৌরশক্তিই এই পৃথিবীর চালিকাশক্তি ৷ 'শারদময় পঞ্চপ্রভা, সমুজ্জল দীপ্তশিখা' থিমে নিজেদের দুর্গাপুজোয় (Durga Puja) সেই শক্তিরই আরাধনা করছেন মালদা শহরের কৃষ্ণকালীতলা কল্যাণ সমিতি ও গ্রন্থাগারের সদস্যবৃন্দ (Malda KrishnaKalitala Kalyan Samiti) ৷

Durga Puja 2022
শারদময় পঞ্চপ্রভা, সমুজ্জল দীপ্তশিখা থিমে সেজে উঠেছে কৃষ্ণকালীতলা কল্যাণ সমিতি
author img

By

Published : Sep 28, 2022, 8:07 PM IST

মালদা, 28 সেপ্টেম্বর: ধ্বংস কিংবা সৃষ্টি, সবার পিছনেই সৌরশক্তি ৷ এই থিমেই পুজো কৃষ্ণকালীতলা কল্যাণ সমিতি ও গ্রন্থাগারের (Malda KrishnaKalitala Kalyan Samiti) ৷

এখানে দেবীর হাতে কোনও অস্ত্র নয়, রয়েছে 10টি সূর্যগোলক ৷ গত কয়েক বছর ধরে ক্লাবের সদস্যরাই থিম তৈরি করেন (Durga Puja 2022) ৷ প্যান্ডেলের নকশা তাঁদেরই তৈরি ৷ এমনকী ক্লাবের এক সদস্যই প্রতিমা তৈরি করেন ৷ এভাবেই গত কয়েক বছর তাঁরা দুর্গাপুজোয় সরকারি ও বেসরকারি একাধিক পুরস্কার পেয়েছেন ৷

গত কয়েক বছরের মতো এবারও পুজোর থিমের ভাবনা ক্লাব সদস্য বুবাই দাসের ৷ তিনি জানান, গত পাঁচ বছরের পুজোর ভাবনা নিয়ে এবার আমরা একটা ফিউশন তৈরি করেছি ৷ সেকারণে আমরা পঞ্চপ্রভা বলছি ৷ এতদিন ক্লাবের অন্যতম সদস্য উজ্জ্বল মণ্ডল পুজোয় আমাদের সহযোগিতা করতেন ৷ আজ তিনি নেই ৷ তাঁকে উৎসর্গ করতেই এবারের থিমে আমরা দীপ্তশিখা শব্দটি এনেছি ৷ সৌরশক্তি আমাদের পৃথিবীকে এগিয়ে নিয়ে যায় ৷ তাই এবার পুরো মণ্ডপটাই প্রদীপের শিখায় সেজে উঠছে ৷

গত কয়েক বছর তাঁরা দুর্গাপুজোয় সরকারি ও বেসরকারি একাধিক পুরস্কার পেয়েছেন কৃষ্ণকালীতলা কল্যাণ সমিতি

আরও পড়ুন: 75 বছরে পা দিল রায়গঞ্জের দত্ত বাড়ির পুজো

ক্লাবের আরেক সদস্য মানস সরকার বলেন, "এবার আমাদের পুজো 44 বছরে পা দিচ্ছে (44 Years Durga Puja) ৷ ক্লাবের তিনটি ছেলে গত 5-6 বছর ধরে আমাদের পুজোর যাবতীয় কাজ করে আসছেন ৷ তাঁরা বুবাই, দিব্যেন্দু আর উজ্জ্বল ৷ উজ্জ্বল আজ আমাদের মধ্যে নেই ৷ আমরা এবার তাঁকেই নিজেদের পুজো উৎসর্গ করছি ৷ তাঁকে নিয়েই আমাদের থিম ৷ সৌরশক্তি অশুভ শক্তিকে বিনাশ করে, সেই শক্তিই পৃথিবীকে চালনা করে ৷ এবার পুজোয় আমরা সেটাই তুলে ধরার চেষ্টা করছি ৷ এবার আমাদের পুজোর বাজেট প্রায় সাড়ে আট লাখ টাকা ৷ চতুর্থীর দিন আমাদের পুজো মণ্ডপ দর্শকদের জন্য খুলে দেওয়া হবে ৷"

মালদা, 28 সেপ্টেম্বর: ধ্বংস কিংবা সৃষ্টি, সবার পিছনেই সৌরশক্তি ৷ এই থিমেই পুজো কৃষ্ণকালীতলা কল্যাণ সমিতি ও গ্রন্থাগারের (Malda KrishnaKalitala Kalyan Samiti) ৷

এখানে দেবীর হাতে কোনও অস্ত্র নয়, রয়েছে 10টি সূর্যগোলক ৷ গত কয়েক বছর ধরে ক্লাবের সদস্যরাই থিম তৈরি করেন (Durga Puja 2022) ৷ প্যান্ডেলের নকশা তাঁদেরই তৈরি ৷ এমনকী ক্লাবের এক সদস্যই প্রতিমা তৈরি করেন ৷ এভাবেই গত কয়েক বছর তাঁরা দুর্গাপুজোয় সরকারি ও বেসরকারি একাধিক পুরস্কার পেয়েছেন ৷

গত কয়েক বছরের মতো এবারও পুজোর থিমের ভাবনা ক্লাব সদস্য বুবাই দাসের ৷ তিনি জানান, গত পাঁচ বছরের পুজোর ভাবনা নিয়ে এবার আমরা একটা ফিউশন তৈরি করেছি ৷ সেকারণে আমরা পঞ্চপ্রভা বলছি ৷ এতদিন ক্লাবের অন্যতম সদস্য উজ্জ্বল মণ্ডল পুজোয় আমাদের সহযোগিতা করতেন ৷ আজ তিনি নেই ৷ তাঁকে উৎসর্গ করতেই এবারের থিমে আমরা দীপ্তশিখা শব্দটি এনেছি ৷ সৌরশক্তি আমাদের পৃথিবীকে এগিয়ে নিয়ে যায় ৷ তাই এবার পুরো মণ্ডপটাই প্রদীপের শিখায় সেজে উঠছে ৷

গত কয়েক বছর তাঁরা দুর্গাপুজোয় সরকারি ও বেসরকারি একাধিক পুরস্কার পেয়েছেন কৃষ্ণকালীতলা কল্যাণ সমিতি

আরও পড়ুন: 75 বছরে পা দিল রায়গঞ্জের দত্ত বাড়ির পুজো

ক্লাবের আরেক সদস্য মানস সরকার বলেন, "এবার আমাদের পুজো 44 বছরে পা দিচ্ছে (44 Years Durga Puja) ৷ ক্লাবের তিনটি ছেলে গত 5-6 বছর ধরে আমাদের পুজোর যাবতীয় কাজ করে আসছেন ৷ তাঁরা বুবাই, দিব্যেন্দু আর উজ্জ্বল ৷ উজ্জ্বল আজ আমাদের মধ্যে নেই ৷ আমরা এবার তাঁকেই নিজেদের পুজো উৎসর্গ করছি ৷ তাঁকে নিয়েই আমাদের থিম ৷ সৌরশক্তি অশুভ শক্তিকে বিনাশ করে, সেই শক্তিই পৃথিবীকে চালনা করে ৷ এবার পুজোয় আমরা সেটাই তুলে ধরার চেষ্টা করছি ৷ এবার আমাদের পুজোর বাজেট প্রায় সাড়ে আট লাখ টাকা ৷ চতুর্থীর দিন আমাদের পুজো মণ্ডপ দর্শকদের জন্য খুলে দেওয়া হবে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.