মালদা, 26 এপ্রিল : মালদার প্রতিটি কোয়ারানটিন সেন্টারে ভিনরাজ্য থেকে ফেরা শ্রমিকদের সোয়াবের নমুনা পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ জেলাশাসকের নির্দেশে আজ থেকেই সেই কাজ শুরু হয়েছে ৷ আজ পুরাতন মালদা ব্লকের দু'টি কোয়ারানটিন সেন্টারে 40 জনের সোয়াবের নমুনা সংগ্রহ করা হয় ৷ সেই নমুনা পাঠিয়ে দেওয়া হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ৷ আগামীকাল এই পরীক্ষার রিপোর্ট জানা যাবে বলে স্বাস্থ্য বিভাগের তরফে জানানো হয়েছে ৷
রাজ্যে কোরোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার কয়েকদিন পর মালদা মেডিকেলে ভরতি সন্দেহজনক রোগীদের সোয়াবের নমুনা সংগ্রহ এবং পরীক্ষার কাজ শুরু হয় ৷ পরে জেলার দু'টি নার্সিংহোমকে কোরোনা হাসপাতালে পরিণত করা হয় ৷ সেখানেও সোয়াবের নমুনা সংগ্রহের ব্যবস্থা করা হয়েছে ৷ কিন্তু এখনও সেখানে রোগী ভরতি হয়নি ৷ মেডিকেলের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত সেখানে 325 জনের সোয়াবের নমুনা পরীক্ষা করা হয়েছে ৷ তবে, প্রত্যেকেরই রিপোর্ট নেগেটিভ এসেছে ৷
সরকারি নির্দেশিকা অনুযায়ী, এবার নমুনা পরীক্ষার সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য বিভাগ ৷ প্রথমে কোয়ারানটিন সেন্টারে থাকা সব শ্রমিকের সোয়াবের নমুনা পরীক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ আজ পুরাতন মালদা ব্লকের যাত্রাডাঙা গ্রাম পঞ্চায়েতের বলাতুলি হাইস্কুলের হস্টেলে তৈরি কোরায়ানটিন সেন্টারে থাকা 32জন শ্রমিকের সোয়াবের নমুনা সংগ্রহ করা হয় ৷ একইভাবে নারায়ণপুরে পথসাথীতে কোয়ারানটিন সেন্টারে থাকা আট মহিলা শ্রমিকেরও সোয়াবের নমুনা সংগ্রহ করা হয়েছে ৷ এই নমুনা সংগ্রহ করেন মালদা মেডিকেলের টেকনিশিয়ন মহম্মদ রুহুল আমিন ও মৌলপুর স্বাস্থ্যকেন্দ্রের সুদীপ মণ্ডল ৷ ছিলেন BDO ইরফান হাবিব, ব্লক স্বাস্থ্য আধিকারিক সৌভিক দাস, মালদা থানার IC শান্তিনাথ পাঁজা সহ অন্যরা ৷
এ প্রসঙ্গে পুরাতন মালদা ব্লক কোয়ারানটিন সেন্টারের সুপারভাইজ়ার সুশান্ত কুণ্ডু বলেন, "জেলাশাসকের নির্দেশে আজ মেডিকেল টিম এখানকার দুই কোয়ারানটিন সেন্টারে থাকা শ্রমিকদের সোয়াবের নমুনা সংগ্রহ করেছে ৷ এই নমুনা পরীক্ষার জন্য মালদা মেডিকেলে পাঠানো হবে ৷ এই ব্লক থেকে মোট 40 জনের সোয়াবের নমুনা সংগ্রহ করা হয়েছে ৷" BDO ইরফান হাবিব বলেন, "ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী, আজ দুই কোয়ারানটিন সেন্টারে থাকা 32জন পুরুষ ও আটজন মহিলার লালারস সংগ্রহ করা হয়েছে ৷ পরবর্তীতে কোনও শ্রমিক সেন্টারে এলে তাঁর লালারসও পরীক্ষার জন্য সংগ্রহ করা হবে ৷"