মালদা, 21 অগস্ট: ইতিমধ্যে 75 মাইক্রনের নীচের প্লাস্টিক ক্যারিব্যাগ নিষিদ্ধ করেছে রাজ্য সরকার। জেলাজুড়ে ব্যবসায়ী সমিতিদের নিয়ে এ বিষয়ে একাধিকবার বৈঠক করেছে জেলা প্রশাসন (Malda District Administration)। মাইকিং করেও 75 মাইক্রনের নীচের প্লাস্টিক ক্যারিব্যাগের নিষিধাজ্ঞার কথাও জানানো হয়েছে। তারপরেও চলছে নিষিদ্ধ প্লাস্টিক ক্যারিব্যাগের ব্যবহার (Stop Selling Banned Plastic)।
অবশেষে রবিবার নিষিদ্ধ ক্যারিব্যাগ বিক্রি রুখতে অভিযানে নামল মালদা জেলা প্রশাসন। এদিন দুপুরে মালদা শহরের নেতাজি পৌরবাজারে অভিযান চালান সদর মহকুমাশাসক সুরেশচন্দ্র রানো। সঙ্গে ছিল ইংরেজবাজার থানার পুলিশও (Englishbazar Police Station)।
মহকুমাশাসক জানান, 75 মাইক্রনের নীচের প্লাস্টিক ক্যারিব্যাগের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য সরকার। এই নিষেধাজ্ঞা না-মানায় 7 বছর পর্যন্ত জেল ও এক লক্ষ টাকা জরিমানা পর্যন্ত হতে পারে। সেই নির্দেশিকার ভিত্তিতে এদিন নেতাজি পৌরবাজারে অভিযান চালানো হয়েছে। তিনি আরও বলেন, "আমরা এখনও পর্যন্ত বাজার থেকে মোট 22 কেজি নিষিদ্ধ প্লাস্টিক ক্যারিব্যাগ বাজেয়াপ্ত করেছি। এরপর বিক্রেতার বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করা হবে। প্রথম পর্যায়ে যাঁরা বিক্রি করছেন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।"
আরও পড়ুন:
ব্যবসায়ী সমিতির সম্পাদক মানিক জয়সওয়াল বলেন, "জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্দিষ্ট মাপের প্লাস্টিক ক্যারিব্যাগের ব্যবহার বন্ধ করতে অভিযান চালানো হয়েছে। আমরা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে এ নিয়ে মাইকিং করেছে। আজ এক ব্যবসায়ীর থেকে 22 কেজি নিষিদ্ধ প্লাস্টিক পাওয়া গিয়েছে। ওই বিক্রেতা দাবি করেছেন, তাঁর কাছে পুরোনো স্টক ছিল সেগুলোই ব্যবহার করছিলেন। আমরা ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে প্রশাসনকে সমস্তরকম সাহায্য করছি। বাইরে থেকে নিষিদ্ধ প্লাস্টিক শহরে আসছে। সেই প্লাস্টিক যেন শহরে না-আসতে পারে সেদিকে নজর দেওয়ার জন্য প্রশাসনের কাছে ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে আবেদন রাখছি।"