মালদা, 20 এপ্রিল : কোরোনার জেরে লকডাউনের আগেই দেশের সমস্ত আন্তর্জাতিক স্থলসীমান্ত বন্ধ করার নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় সরকার ৷ এর জেরে রাজ্যে থাকা ইন্দো-বাংলা সীমান্তের 5 টি করিডরও বন্ধ হয়ে যায় ৷ বন্ধ রয়েছে মালদা জেলার মহদিপুর আন্তর্জাতিক চেকপোস্ট ৷ এই সীমান্ত আন্তর্জাতিক স্থল বাণিজ্য বন্দরও ৷ কোরোনার জেরে দীর্ঘদিন ধরে বন্ধ আন্তর্জাতিক বাণিজ্য ৷ বন্ধ রয়েছে দু’দেশের মধ্যে মানুষের যাতায়াত ৷ বর্তমান সীমান্ত পরিস্থিতি কেমন রয়েছে, তা খতিয়ে দেখতে আজ জেলায় আসেন রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল সি বীরেন্দ্র ৷ মহদিপুর থেকে সীমান্ত পথ ধরেই মালদা আসেন তিনি ৷
আজ মুর্শিদাবাদ থেকে মালদায় পৌঁছান তিনি ৷ সেখান থেকে তিনি পৌঁছান সার্কিট হাউসে ৷ জেলা পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠক শেষে তিনি যান মহদিপুর সীমান্তে ৷ সঙ্গে ছিলেন পুলিশ সুপার অলোক রাজোরিয়াসহ অন্যান্য পুলিশকর্তারা ৷ মহদিপুরে তাঁরা BSF - এর 24 নম্বর ব্যাটেলিয়নের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন ৷ ঘুরে দেখেন সীমান্ত এলাকা ৷ এরপর সেখান থেকে সীমান্ত পথ ধরেই শহরে ফেরেন ৷ আজ মালদায় রাত কাটিয়ে আগামীকাল দুই দিনাজপুর জেলার ইন্দো-বাংলা সীমান্ত পরিদর্শন করবেন তিনি ৷
ডিরেক্টর জেনারেল সি বীরেন্দ্র বলেন, “ আজ স্টেট সিকিউরিটি অ্যাডভাইজ়ারের সঙ্গে লকডাউনের পরিস্থিতি রিভিউ করতে এসেছি ৷ আন্তর্জাতিক সীমান্ত ও আন্তরাজ্য সীমান্ত থেকে যাতে কেউ এদেশে প্রবেশ না করতে পারে ৷ তার জন্য কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে সেসবই খতিয়ে দেখছি ৷ এখানে BSF কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক হল ৷ মালদা জেলায় এই ব্যবস্থা সবঠিকই রয়েছে ৷” আলিপুরদুয়ারের ঘটনাপ্রসঙ্গে তিনি বলেন, “ কোনও ঘটনা নিয়ে এভাবে পুলিশের সঙ্গে মারামারি করা উচিত নয় ৷ ওই ঘটনায় 20 জন পুলিশকর্মী আহত হয়েছেন ৷ 8 জন নর্থবেঙ্গল মেডিকেল কলেজে ভরতি রয়েছেন ৷ তাঁদের মধ্যে একজন আশঙ্কাজনক ৷ পুলিশ সবসময় সাধারণ মানুষের সঙ্গে রয়েছে ৷ এই ধরনের ঘটনা বাঞ্ছনীয় নয় ৷ ”