মালদা, ১৪ মার্চ : কোরোনা আতঙ্কে আজ রাত ১২টা থেকে বন্ধ করে দেওয়া হচ্ছে ইন্দো-বাংলা, ইন্দো-ভুটান, ইন্দো-নেপাল ও ইন্দো-মায়নমার সীমান্তের সমস্ত চেকপোস্ট ৷ আজই এই নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ৷ স্বাভাবিকভাবেই বন্ধ হয়ে যাচ্ছে মালদার মহদিপুর সীমান্ত চেক পোস্ট ৷ জানালেন সীমান্ত চেকপোস্টের কাস্টমস সুপার ৷ এদিকে কোরোনা সন্দেহে এই মুহূর্তে মালদা মেডিকেলের বিশেষ আইসোলেশন ওয়ার্ডে ভরতি করা হয়েছে তিনজনকে ৷ তারা সবাই সম্প্রতি ভিন রাজ্য থেকে জেলায় ফিরে এসেছে বলে জানা গিয়েছে ৷ সোমবার থেকে মালদা মেডিকেলের নির্মীয়মান ট্রমা কেয়ার ইউনিটের একতলায় খোলা হচ্ছে ৫০ বেডের বিশেষ আইসোলেশন ওয়ার্ড ৷ সেখানে ৩৫ জন পুরুষ ও ১৫ জন মহিলার চিকিৎসা করা যাবে ৷
দেশে কোরোনায় আক্রান্ত 89 জন ৷ ইতিমধ্যে মৃত্যু হয়েছে দু’জনের ৷ পরিস্থিতি মোকাবিলায় বেশ কিছু ব্যবস্থা নেওয়ার কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার ৷ আজই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক এক নির্দেশিকা জারি করে দেশের সমস্ত সীমান্ত চেকপোস্ট বন্ধ করার কথা জানিয়েছে ৷ রাত 12 টা থেকে সেই নির্দেশিকা কার্যকর হবে ৷ এর ফলে বন্ধ হয়ে যাচ্ছে মালদার মহদিপুর, উত্তর দিনাজপুরের রাধিকারপুর ও দক্ষিণ দিনাজপুরের হিলি সীমান্ত ৷ স্বরাষ্ট্র মন্ত্রকের পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত এই স্থল বন্দরগুলি দিয়ে কোনও মানুষকে দুই দেশের মধ্যে যাতায়াত করতে দেওয়া হবে না ৷ আজ সেকথা জানিয়েছেন মহদিপুর চেকপোস্টের কাস্টমস সুপার দেবাশিস চক্রবর্তী ৷ তিনি বলেন, “আজ কয়েকজন বাংলাদেশি ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ায় সেদেশে ফিরে গিয়েছেন ৷ ওপার থেকেও কয়েকজন ভারতীয় আজ ফিরে এসেছে ন৷ সীমান্তে তাঁদের প্রত্যেককেই যথাযথ স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে ৷ তবে কেন্দ্রীয় সরকারের নির্দেশিকায় আজ রাত 12 টা থেকে চেকপোস্ট বন্ধ করে দেওয়া হচ্ছে ৷ আগামীকাল থেকে কাউকে দুই দেশের মধ্যে যাতায়াত করতে দেওয়া হবে না ৷"
এদিকে কোরোনা সন্দেহে এই মুহূর্তে মালদা মেডিকেলের আইসোলেশন ওয়ার্ডে ভরতি রয়েছেন তিনজন ৷ প্রাথমিক পরীক্ষায় অবশ্য তাঁদের কারোর শরীরে করোনা ভাইরাসের সন্ধান মেলেনি ৷ তবুও সরকারি নির্দেশিকা মেনে তাঁদের 14 দিন সেখানে পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ মেডিকেলের সহকারী অধ্যক্ষ ও হাসপাতাল সুপার অমিত দাঁ জানিয়েছেন, "ওই তিন রোগী জ্বর ও সর্দি-কাশি নিয়ে ভরতি হয়েছেন ৷ তাঁদের পর্যবেক্ষণে রাখা হয়েছে ৷ আগামী 14 দিন তাঁরা পর্যবেক্ষণে থাকবেন ৷ তাঁরা সবাই ভিন রাজ্য থেকে সম্প্রতি জেলায় ফিরেছেন ৷ তবে প্রাথমিক পরীক্ষায় তাঁদের কারোর শরীরেই কোরোনা ভাইরাসের লক্ষ্মণ ধরা পড়েনি ৷"
উল্লেখ্য, বৃহস্পতিবারই জেলাশাসক রাজর্ষি মিত্র জানিয়েছিলেন, "পরিস্থিতি বিবেচনা করে আমরা মালদা মেডিকেলের নির্মীয়মান ট্রমা কেয়ার ইউনিটের একতলায় 50 শয্যার একটি অস্থায়ী আইসোলেশন ওয়ার্ড তৈরি করছি ৷ সেখানে যথাসম্ভব পরিকাঠামো গড়ে তোলা হবে ৷ ইন্দো-বাংলা সীমান্ত এলাকায় দু’দেশে যাতায়াতকারী সমস্ত মানুষের শারীরিক পরীক্ষা করা হচ্ছে ৷" মেডিকেলের তরফে জানানো হয়েছে, এতদিন মেডিকেলে আট বেডের কোরোনা আইসোলেশন ওয়ার্ড চালু থাকলেও পরিস্থিতি বিবেচনা করে বেশি শয্যার আইসোলেশন ওয়ার্ড তৈরির সিদ্ধান্ত হয়েছে ৷ আগামী সোমবারই সেই বিশেষ অস্থায়ী আইসোলেশন ওয়ার্ড খোলা হচ্ছে ৷ ইতিমধ্যে তার কাজ শুরু হয়ে গিয়েছে ৷