ETV Bharat / state

পরস্পরকে মারধরের অভিযোগ তৃণমূল ও ছাত্র পরিষদের নেতার - Malda TMC

তৃণমূল ছাত্র পরিষদের নেতাকে মারধরের অভিযোগ কংগ্রেসের এক ছাত্র নেতার বিরুদ্ধে ৷ যদিও কংগ্রেসের ছাত্র নেতার দাবি, তাঁকে মারধর করে ওই তৃণমূল ছাত্র পরিষদের নেতা ৷ ঘটনায় দুই পক্ষই থানায় অভিযোগ দায়ের করেছে ৷

Malda
মালদা
author img

By

Published : Dec 1, 2020, 3:09 PM IST

মালদা, 30 নভেম্বর : কলেজে ভরতি সংক্রান্ত পুরনো বিবাদের জেরে সোশাল মিডিয়ায় বেশ কিছুদিন ধরেই চলছিল বচসা ৷ বচসার জেরে ছাত্র পরিষদের এক নেতার বাড়িতে ঢুকে তাঁকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল ছাত্র পরিষদের এক নেতার বিরুদ্ধে ৷ এমনকি ওই কংগ্রেস নেতার বিবি সহ পরিবারের মহিলাদের শ্লীলতাহানিরও অভিযোগ ওঠে ৷ অভিযোগ এই ঘটনায় ওই তৃণমূল নেতার সঙ্গে সঙ্গে ছিল স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান ৷ অপরদিকে, তৃণমূল ছাত্র নেতার পালটা দাবি ছাত্র পরিষদের লোকজন তাকে মারধর করেছে ৷ ঘটনায় দুই পক্ষই থানায় অভিযোগ দায়ের করেছে ৷ মালদার চাঁচল এলাকার ঘটনা ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

জানা গিয়েছে, গতকাল গভীর রাতে স্থানীয় TMC নেতা বাবু সরকার, স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান মোক্তার আলি সহ আরও কয়েকজনকে নিয়ে এলাকার ছাত্র পরিষদ নেতা দিলু কাজির বাড়িতে চড়াও হয় ৷ চাঁচল কলেজে ছাত্র ভরতি সংক্রান্ত পুরনো বিবাদের জেরেই এই ঘটনা ঘটে ৷ দিলু কাজির সঙ্গে তাঁর বিবি ও পরিবারের লোকজনকেও মারধর করা হয় বলে অভিযোগ ৷ দিলু কাজির বক্তব্য, “ওরা চাঁচল কলেজে ছাত্র ভরতি নিয়ে কাটমানি খেত ৷ আমি তার প্রতিবাদ করি ৷ তখন থেকেই ওদের সঙ্গে আমার ঝামেলা শুরু হয় ৷ কিছুদিন ধরে ওরা সোশাল মিডিয়ায় আমাকে ক্রমাগত হুমকি দিচ্ছিল ৷ যদিও আমি তাতে পাত্তা দিইনি ৷ গতকাল রাত সাড়ে 12টা নাগাদ বাবু সরকার আমার বাড়িতে চড়াও হয় ৷ কিন্তু কিছু করতে না পেরে সে পঞ্চায়েত প্রধান মোক্তারের বাড়িতে চলে যায় ৷ প্রধান ও তার চার ভাইকে নিয়ে সে ফের আমাদের বাড়িতে আসে ৷ বাড়ি ভাঙচুর করে ৷ আমার বউ আর বোনের শ্লীলতাহানি করে ৷ আমাকে বেধড়ক মারে ৷ পরে গ্রামের লোকজন এগিয়ে এলে তারা সেখান থেকে চলে যায় ৷ গ্রামবাসীরাই আমাকে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করে ৷ আমি এ-নিয়ে চাঁচল থানায় অভিযোগ দায়ের করেছি ৷”

অপরদিকে, বাবু সরকারের পালটা অভিযোগ দিলু কাজি ও তাঁর সঙ্গীরা তাঁকে মারধর করে ৷ তাঁর দাবি, “আগামী 7 ডিসেম্বর আমাদের সংগঠনের একটি সম্মেলন রয়েছে ৷ সেই সম্মেলন নিয়ে আলোচনার জন্য আমি মোক্তারদার বাড়িতে যাচ্ছিলাম ৷ সেই সময় দিলু কাজি ও তার সঙ্গীরা হাতে অস্ত্রশস্ত্র নিয়ে দাঁড়িয়েছিল ৷ কিছু বুঝে ওঠার আগেই তারা আমাকে মারধর করে ৷ রক্তাক্ত অবস্থায় আমি মোক্তারদার বাড়িতে গিয়ে সব কথা খুলে বলি ৷ মোক্তারদা আমার বাইকটি নিতে আসলে ওরা তাঁকেও মারধর করে ৷ আমি কংগ্রেসের কিছু ভুল তুলে ধরতাম ৷ তার জন্যই এই হামলা কিনা আমি জানি না ৷ আমি গোটা ঘটনা জানিয়ে চাঁচল থানায় অভিযোগ দায়ের করেছি ৷”

এবিষয়ে চাঁচল থানার পুলিশ জানিয়েছে, এই ঘটনায় দুই তরফেই থানায় অভিযোগ দায়ের হয়েছে ৷ গোটা ঘটনা নিয়ে তদন্ত শুরু হয়েছে ৷ এদিকে কলেজ সূত্রের খবর, বাবু সরকারের বিরুদ্ধে ছাত্র ভরতি নিয়ে কাটমানি নেওয়ার অভিযোগ দীর্ঘদিনের ৷ তাঁর বিরুদ্ধে এনিয়ে আগেও থানায় অভিযোগ দায়ের হয়েছিল ৷ কলেজ কর্তৃপক্ষের কাছেও সেই অভিযোগ দায়ের হয় ৷ কিন্তু এখনও পর্যন্ত পুলিশ কিংবা কলেজ কর্তৃপক্ষ তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিতে পারেনি ৷

মালদা, 30 নভেম্বর : কলেজে ভরতি সংক্রান্ত পুরনো বিবাদের জেরে সোশাল মিডিয়ায় বেশ কিছুদিন ধরেই চলছিল বচসা ৷ বচসার জেরে ছাত্র পরিষদের এক নেতার বাড়িতে ঢুকে তাঁকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল ছাত্র পরিষদের এক নেতার বিরুদ্ধে ৷ এমনকি ওই কংগ্রেস নেতার বিবি সহ পরিবারের মহিলাদের শ্লীলতাহানিরও অভিযোগ ওঠে ৷ অভিযোগ এই ঘটনায় ওই তৃণমূল নেতার সঙ্গে সঙ্গে ছিল স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান ৷ অপরদিকে, তৃণমূল ছাত্র নেতার পালটা দাবি ছাত্র পরিষদের লোকজন তাকে মারধর করেছে ৷ ঘটনায় দুই পক্ষই থানায় অভিযোগ দায়ের করেছে ৷ মালদার চাঁচল এলাকার ঘটনা ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

জানা গিয়েছে, গতকাল গভীর রাতে স্থানীয় TMC নেতা বাবু সরকার, স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান মোক্তার আলি সহ আরও কয়েকজনকে নিয়ে এলাকার ছাত্র পরিষদ নেতা দিলু কাজির বাড়িতে চড়াও হয় ৷ চাঁচল কলেজে ছাত্র ভরতি সংক্রান্ত পুরনো বিবাদের জেরেই এই ঘটনা ঘটে ৷ দিলু কাজির সঙ্গে তাঁর বিবি ও পরিবারের লোকজনকেও মারধর করা হয় বলে অভিযোগ ৷ দিলু কাজির বক্তব্য, “ওরা চাঁচল কলেজে ছাত্র ভরতি নিয়ে কাটমানি খেত ৷ আমি তার প্রতিবাদ করি ৷ তখন থেকেই ওদের সঙ্গে আমার ঝামেলা শুরু হয় ৷ কিছুদিন ধরে ওরা সোশাল মিডিয়ায় আমাকে ক্রমাগত হুমকি দিচ্ছিল ৷ যদিও আমি তাতে পাত্তা দিইনি ৷ গতকাল রাত সাড়ে 12টা নাগাদ বাবু সরকার আমার বাড়িতে চড়াও হয় ৷ কিন্তু কিছু করতে না পেরে সে পঞ্চায়েত প্রধান মোক্তারের বাড়িতে চলে যায় ৷ প্রধান ও তার চার ভাইকে নিয়ে সে ফের আমাদের বাড়িতে আসে ৷ বাড়ি ভাঙচুর করে ৷ আমার বউ আর বোনের শ্লীলতাহানি করে ৷ আমাকে বেধড়ক মারে ৷ পরে গ্রামের লোকজন এগিয়ে এলে তারা সেখান থেকে চলে যায় ৷ গ্রামবাসীরাই আমাকে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করে ৷ আমি এ-নিয়ে চাঁচল থানায় অভিযোগ দায়ের করেছি ৷”

অপরদিকে, বাবু সরকারের পালটা অভিযোগ দিলু কাজি ও তাঁর সঙ্গীরা তাঁকে মারধর করে ৷ তাঁর দাবি, “আগামী 7 ডিসেম্বর আমাদের সংগঠনের একটি সম্মেলন রয়েছে ৷ সেই সম্মেলন নিয়ে আলোচনার জন্য আমি মোক্তারদার বাড়িতে যাচ্ছিলাম ৷ সেই সময় দিলু কাজি ও তার সঙ্গীরা হাতে অস্ত্রশস্ত্র নিয়ে দাঁড়িয়েছিল ৷ কিছু বুঝে ওঠার আগেই তারা আমাকে মারধর করে ৷ রক্তাক্ত অবস্থায় আমি মোক্তারদার বাড়িতে গিয়ে সব কথা খুলে বলি ৷ মোক্তারদা আমার বাইকটি নিতে আসলে ওরা তাঁকেও মারধর করে ৷ আমি কংগ্রেসের কিছু ভুল তুলে ধরতাম ৷ তার জন্যই এই হামলা কিনা আমি জানি না ৷ আমি গোটা ঘটনা জানিয়ে চাঁচল থানায় অভিযোগ দায়ের করেছি ৷”

এবিষয়ে চাঁচল থানার পুলিশ জানিয়েছে, এই ঘটনায় দুই তরফেই থানায় অভিযোগ দায়ের হয়েছে ৷ গোটা ঘটনা নিয়ে তদন্ত শুরু হয়েছে ৷ এদিকে কলেজ সূত্রের খবর, বাবু সরকারের বিরুদ্ধে ছাত্র ভরতি নিয়ে কাটমানি নেওয়ার অভিযোগ দীর্ঘদিনের ৷ তাঁর বিরুদ্ধে এনিয়ে আগেও থানায় অভিযোগ দায়ের হয়েছিল ৷ কলেজ কর্তৃপক্ষের কাছেও সেই অভিযোগ দায়ের হয় ৷ কিন্তু এখনও পর্যন্ত পুলিশ কিংবা কলেজ কর্তৃপক্ষ তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিতে পারেনি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.