ETV Bharat / state

ফের ভিনরাজ্যে কাজে গিয়ে মৃত্যু শ্রমিকের - labour death

বিহারে কাজ করতে গিয়ে মৃত্যু হল মালদা শ্রমিকের।

আবু কালসার
author img

By

Published : Mar 24, 2019, 12:52 PM IST

মালদা, ২৪ মার্চ : ফের ভিনরাজ্যে কাজে গিয়ে মৃত্যু হল এক শ্রমিকের। নাম মহম্মদ আবু কালসার (২২)। সে মালদার মঙ্গলবাড়ির বলাতুলি এলাকার বাসিন্দা। আজ সকালে আবুর মৃতদেহ গ্রামে এসে পৌঁছায়।

আবুর আব্বা আলি হোসেন শারীরিক অসুস্থার কারণে কাজ করতে পারেন না। তার আম্মা নুরেসা বিবি গৃহবধূ। ছ'মাস আগে রেলের ইলেকট্রিক পোলের কাজে বিহারের জামালপুরে গিয়েছিল আবু। গতকাল সকাল সাড়ে দশটা নাগাদ পোলের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় তার। প্রসঙ্গত, এর আগে ভিনরাজ্যে কাজে গিয়ে মালদার ৭জনের মত্যু হয়।

ভিডিয়োয় শুনুন মহম্মদ এমতাজুল হকের বক্তব্য

স্থানীয় এক বাসিন্দা মহম্মদ এমতাজুল হক বলেন, " গতকাল ফোনে আমরা জানতে পারি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে আবুর। তার পরিবারের আর্থিক অবস্থা ভালো নয়। আমরা চাই রাজ্য সরকারের তার পরিবারকে কিছু আর্থিক সাহায্য করুক। রাজ্যে কাজের অভাব রয়েছে। পেটের খিদে মেটাতে বাধ্য হয়ে ভিনরাজ্যে কাজে যেতে হচ্ছে গ্রামের ছেলেদের। রাজ্য সরকারের উচিত এই বেকার ছেলেমেয়েদের কাজের ব্যবস্থা করা।"

মালদা, ২৪ মার্চ : ফের ভিনরাজ্যে কাজে গিয়ে মৃত্যু হল এক শ্রমিকের। নাম মহম্মদ আবু কালসার (২২)। সে মালদার মঙ্গলবাড়ির বলাতুলি এলাকার বাসিন্দা। আজ সকালে আবুর মৃতদেহ গ্রামে এসে পৌঁছায়।

আবুর আব্বা আলি হোসেন শারীরিক অসুস্থার কারণে কাজ করতে পারেন না। তার আম্মা নুরেসা বিবি গৃহবধূ। ছ'মাস আগে রেলের ইলেকট্রিক পোলের কাজে বিহারের জামালপুরে গিয়েছিল আবু। গতকাল সকাল সাড়ে দশটা নাগাদ পোলের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় তার। প্রসঙ্গত, এর আগে ভিনরাজ্যে কাজে গিয়ে মালদার ৭জনের মত্যু হয়।

ভিডিয়োয় শুনুন মহম্মদ এমতাজুল হকের বক্তব্য

স্থানীয় এক বাসিন্দা মহম্মদ এমতাজুল হক বলেন, " গতকাল ফোনে আমরা জানতে পারি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে আবুর। তার পরিবারের আর্থিক অবস্থা ভালো নয়। আমরা চাই রাজ্য সরকারের তার পরিবারকে কিছু আর্থিক সাহায্য করুক। রাজ্যে কাজের অভাব রয়েছে। পেটের খিদে মেটাতে বাধ্য হয়ে ভিনরাজ্যে কাজে যেতে হচ্ছে গ্রামের ছেলেদের। রাজ্য সরকারের উচিত এই বেকার ছেলেমেয়েদের কাজের ব্যবস্থা করা।"

Intro:মালদা, ২৯ অক্টোবরঃ ফেথাইয়ের হানায় হঠাৎ করে জাঁকিয়ে বসেছে শীত৷ এক ধাক্কায় তাপমাত্রা ২৬ ডিগ্রি থেকে নেমে এসেছে ১৪ ডিগ্রিতে৷ কনকনে শীতে গায়ে শীতবস্ত্র চাপাতে সাধারণ মানুষ ছুটছে দোকানে দোকানে৷ সকাল থেকেই উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে মালদা শহরের অস্থায়ী ভুটিয়া মার্কেটে৷ শুধু শহর নয়, গ্রাম থেকেও ক্রেতারা হাজির হচ্ছেন ভিনরাজ্যের ব্যবসায়ীদের ঠিকানায়৷ মাস দুয়েক আগে শহরে আস্তানা গেড়েছেন ভিনরাজ্যের শীতবস্ত্র বিক্রেতারা৷ মাস দুয়েক ধরে শহরে তেমন শীত না পড়ায় কিছুটা হলেও হতাশ হয়েছিলেন ভিনরাজ্যের ব্যবসায়ীরা৷ তবে ফেথাইয়ের দাপটে হঠাৎ করেই অতিথি হয়েছে শীত৷ চনমনে হয়ে উঠেছেন ব্যবসায়ীরা৷ অস্থায়ী ভুটিয়া মার্কেটে ভিড় সামলাতে রীতিমতো হিমসিম খেতে হচ্ছে ব্যবসায়ীদের৷Body:প্রতিবছর মালদা শহরের ডিএসএ ময়দান সংলগ্ন এলাকায় অস্থায়ী দোকান খুলে বসেন এই পাহাড়ি ব্যবসায়ীরা৷ এবছরও গরম মরশুমের শেষে শহরে হাজির হয়েছিলেন সঞ্জিত টাসি-বিবেক লামারা৷ দোকানের ভিড় সামলাতে সামলাতেই সঞ্জিতবাবু জানান, প্রায় ৩০-৩৫ বছর ধরে তিনি মালদায় শীতবস্ত্র নিয়ে হাজির হন৷ প্রতিবছর ২-৩ মাসের জন্য তাঁরা মালদায় ব্যবসা করতে আসেন৷ তিনি হিমাচলপ্রদেশ থেকে এসেছেন৷ হিমাচলপ্রদেশ ছাড়াও কেউ দিল্লি, কেউ কুলু বা মানালি, কেউ বা দার্জিলিং থেকে এখানে আসেন৷ অক্টোবরের শেষের দিকে তাঁরা মালদায় এসেছেন৷ তবে মালদায় গত ২-৩ দিন ধরে শীত পড়েছে৷ প্রথম দিকে ব্যবসা সেরকমভাবে না চললেও হঠাৎ করে শীত পড়ায় ক্রেতাদের আনাগোনা বেড়েছে৷ এখানে তাঁরা নতুন নতুন ডিজাইনের সোয়েটার, জ্যাকেট, শাল প্রভৃতি সামগ্রী নিয়ে আসেন৷ প্রত্যেক ব্যবসায়ী ৯০ হাজার থেকে দেড় লক্ষ টাকার শীতবস্ত্র নিয়ে আসেন৷ প্রতিবছর শীতের মরশুমে এই মার্কেটে ২৫-৩০ লক্ষ টাকার ব্যবসা হয়ে থাকে৷ শীত পেরিয়ে গেলে তাঁরা নিজেদের রাজ্যে ফিরে যান৷ সেখানে গ্রীষ্মকালীন পোশাক বিক্রি করেন৷ ক্রেতারা মূলত ভালোমানের পোশাকের জন্যই তাঁদের এই অস্থায়ী মার্কেটে ভিড় জমান৷ একই বক্তব্য হিমাচল থেকে আসা আরেক ব্যবসায়ী দোরজেরও৷
বাঙ্গীটোলার বাসিন্দা, ভুটিয়া মার্কেটে সোয়েটার নাড়াচাড়া করতে করতে আইরিন সুলতানা জানান, গত ২-৩ দিন তাপমাত্রা হুহু করে কমেছে৷ শীতের মরশুমে শীতবস্ত্র নিতে তাঁরা প্রতিবছরই এখানে আসেন৷ অন্যান্য মার্কেটের থেকে অস্থায়ী ভুটিয়া মার্কেটে ভালোমানের শীতবস্ত্র পাওয়া যায়৷ দামও সাধ্যের মধ্যে৷ তাই তাঁরা এই মার্কেটে আসেন৷ মার্কেটে নানা রকমের শীতবস্ত্র এসেছে৷ একই কথা শোনা গেল আরেক ক্রেতা, মোথাবাড়ির বাসিন্দা পিংকি চৌধুরির গলায়৷Conclusion:মাস দুয়েক আগে শহরে এসেছেন ভিনরাজ্যের ব্যবসায়ীরা৷ জেলায় শীত অনেক দেরিতে আসায় খানিকটা হতাশ হয়ে পড়েছিলেন তাঁরা৷ তবে ফেথাইয়ের হানায় হঠাৎ করেই শীতের আগমন৷ কনকনে শীতের হাত থেকে রেহাই পেতেই শীতবস্ত্র কিনতে ছুটছেন সকলেই৷ উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে এই অস্থায়ী ভুটিয়া মার্কেটে৷ অনলাইন শপিংয়ের যুগে শহরের নামী শপিংমলগুলোকে টেক্কা দিয়ে শীতবস্ত্র বিকোচ্ছেন অস্থায়ী এই ব্যবসায়ীরা৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.