ETV Bharat / state

Katihar-Howrah Express : চালকের তৎপরতায় রক্ষা পেল কাটিহার-হাওড়া এক্সপ্রেস, সুরক্ষিত যাত্রীরা - Katihar Howrah Express saved from accident in Malda

ট্রেনের একটি এক্সেল বক্সে ত্রুটি ধরা পড়ে (Katihar-Howrah Express saved from accident in Malda) ৷ চালকের তৎপরতায় রক্ষা পান কাটিহার-হাওড়া এক্সপ্রেসের যাত্রীরা । ঘটনাটি ঘটে সামসী স্টেশনে ৷

Malda News
চালকের তৎপরতায় রক্ষা পেল কাটিহার হাওড়া এক্সপ্রেস
author img

By

Published : Mar 24, 2022, 9:48 AM IST

মালদা, 24 মার্চ : চালকের তৎপরতায় রক্ষা পান হাওড়াগামী 13034 কাটিহার-হাওড়া এক্সপ্রেসের যাত্রীরা (Katihar-Howrah Express saved from accident in Malda) । আজ এই ট্রেনের একটি এক্সেল বক্সে ত্রুটি দেখা দেয় । শেষ পর্যন্ত সামসি স্টেশনে ট্রেনটি দাঁড় করিয়ে দেন চালক । প্রায় তিন ঘণ্টা পর একটি কামরা বাদ দিয়ে ট্রেনটি হাওড়ার উদ্দেশ্যে রওনা দেয় । সামসি স্টেশনটি নর্দার্ন ফ্রন্টিয়ার রেলওয়ের অধীনে ।

সামসির জিআরপি থানার আইসি উদয় সিং জানিয়েছেন, ঘটনাটি ঘটেছিল D/7 নম্বর কোচে । কোচটি বসার জন্য সংরক্ষিত । ওই কোচের চাকার সঙ্গে থাকা এক্সেল বক্স অত্যন্ত গরম হয়ে গিয়েছিল । ফলে চাকা ঠিকমতো ঘুরছিল না । সামসি স্টেশন ঢোকার মুখে চালক বুঝতে পারেন কোথাও কোনও সমস্যা হচ্ছে । সামসি স্টেশনে তিনি ট্রেনের চাকা পরীক্ষা করতে শুরু করেন । তখনই বিষয়টি তাঁর নজরে পড়ে । তিনি গোটা ঘটনাটি সামসি স্টেশন ম্যানেজারকে জানান ।

Malda News
কাটিহার-হাওড়া এক্সপ্রেসের যন্ত্রাংশে ত্রুটি ধরা পড়ে সামসি স্টেশনে ঢোকার মুখে

আরও পড়ুন: সুপ্রিম কোর্টের নির্দেশে আত্মসমর্পণ বন্যাত্রাণ দুর্নীতির প্রধান অভিযুক্তের

ম্যানেজারের কাছে খবর পেয়ে টেকনিক্যাল টিম এক্সেল বক্সটি পরীক্ষা করে । কিন্তু দীর্ঘক্ষণ চেষ্টা করেও সমস্যা ঠিক না হওয়ায় শেষ পর্যন্ত নির্দিষ্ট ওই কামরাটি ট্রেন থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় । শেষ পর্যন্ত ওই কোচটি ছাড়াই বাকি কোচ নিয়ে ট্রেনটি রাত 9টা নাগাদ ফের হাওড়ার উদ্দেশ্যে রওনা দেয় । রেলের একটি সূত্র জানাচ্ছে, চালক সময়মতো বিষয়টি খেয়াল না করলে ট্রেনে বড়সড় দুর্ঘটনার আশঙ্কা ছিল । এই কোচটিতে আগুন পর্যন্ত লেগে যেতে পারত । তবে যাইহোক, ওই কোচের যাত্রীরা প্রত্যেকেই নিরাপদে রয়েছেন ।

মালদা, 24 মার্চ : চালকের তৎপরতায় রক্ষা পান হাওড়াগামী 13034 কাটিহার-হাওড়া এক্সপ্রেসের যাত্রীরা (Katihar-Howrah Express saved from accident in Malda) । আজ এই ট্রেনের একটি এক্সেল বক্সে ত্রুটি দেখা দেয় । শেষ পর্যন্ত সামসি স্টেশনে ট্রেনটি দাঁড় করিয়ে দেন চালক । প্রায় তিন ঘণ্টা পর একটি কামরা বাদ দিয়ে ট্রেনটি হাওড়ার উদ্দেশ্যে রওনা দেয় । সামসি স্টেশনটি নর্দার্ন ফ্রন্টিয়ার রেলওয়ের অধীনে ।

সামসির জিআরপি থানার আইসি উদয় সিং জানিয়েছেন, ঘটনাটি ঘটেছিল D/7 নম্বর কোচে । কোচটি বসার জন্য সংরক্ষিত । ওই কোচের চাকার সঙ্গে থাকা এক্সেল বক্স অত্যন্ত গরম হয়ে গিয়েছিল । ফলে চাকা ঠিকমতো ঘুরছিল না । সামসি স্টেশন ঢোকার মুখে চালক বুঝতে পারেন কোথাও কোনও সমস্যা হচ্ছে । সামসি স্টেশনে তিনি ট্রেনের চাকা পরীক্ষা করতে শুরু করেন । তখনই বিষয়টি তাঁর নজরে পড়ে । তিনি গোটা ঘটনাটি সামসি স্টেশন ম্যানেজারকে জানান ।

Malda News
কাটিহার-হাওড়া এক্সপ্রেসের যন্ত্রাংশে ত্রুটি ধরা পড়ে সামসি স্টেশনে ঢোকার মুখে

আরও পড়ুন: সুপ্রিম কোর্টের নির্দেশে আত্মসমর্পণ বন্যাত্রাণ দুর্নীতির প্রধান অভিযুক্তের

ম্যানেজারের কাছে খবর পেয়ে টেকনিক্যাল টিম এক্সেল বক্সটি পরীক্ষা করে । কিন্তু দীর্ঘক্ষণ চেষ্টা করেও সমস্যা ঠিক না হওয়ায় শেষ পর্যন্ত নির্দিষ্ট ওই কামরাটি ট্রেন থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় । শেষ পর্যন্ত ওই কোচটি ছাড়াই বাকি কোচ নিয়ে ট্রেনটি রাত 9টা নাগাদ ফের হাওড়ার উদ্দেশ্যে রওনা দেয় । রেলের একটি সূত্র জানাচ্ছে, চালক সময়মতো বিষয়টি খেয়াল না করলে ট্রেনে বড়সড় দুর্ঘটনার আশঙ্কা ছিল । এই কোচটিতে আগুন পর্যন্ত লেগে যেতে পারত । তবে যাইহোক, ওই কোচের যাত্রীরা প্রত্যেকেই নিরাপদে রয়েছেন ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.