ETV Bharat / state

Kanyashree Money : হরিশ্চন্দ্রপুরে কন্যাশ্রী প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ সরকারি কর্মীর বিরুদ্ধে - কন্যাশ্রী টাকা

কন্যাশ্রী প্রকল্পের জন্য দাবি পাঁচ হাজার । টাকা না দেওয়ায় ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করে কোটি টাকা আত্মসাতের অভিযোগ ডেটা এন্ট্রি অপারেটর ও ক্লার্কের বিরুদ্ধে (Kanyashree Money) ।

Kanyashree Money news
কন্যাশ্রী টাকা আত্মসাতের অভিযোগ
author img

By

Published : Jun 26, 2022, 4:26 PM IST

মালদা, 26 জুন : কন্যাশ্রী প্রকল্পে টাকা পাইয়ে দেওয়ার জন্য কাটমানি দাবি । কাটমানি না দেওয়ায় ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করে কন্যাশ্রী প্রকল্পের কোটি টাকা আত্মসাতের অভিযোগ ব্লকের এক ডেটা এন্ট্রি অপারেটর ও ক্লার্কের বিরুদ্ধে (Kanyashree Money) । কন্যাশ্রী প্রকল্পের টাকা পেতে ব্লক অফিস, জেলা প্রশাসন-সহ প্রিন্সিপাল সেক্রেটারি পর্যন্ত অভিযোগ জানানো হয়েছে । ঘটনাটি হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লক এলাকার ।

অভিভাবকদের অভিযোগ, হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের ডেটা এন্ট্রি অপারেটর আবদুল মোমিন কন্যাশ্রীর টাকা পাইয়ে দেওয়ার জন্য 5 হাজার টাকা দাবি করছেন । তাঁদের অভিযোগ, এই দুর্নীতিতে যোগ রয়েছে ক্লার্ক গোলাম রব্বানিরও । টাকা না দিয়ে ছাত্রীদের বিয়ে হয়ে যাওয়ার অজুহাত দেখিয়ে তালিকা থেকে উপভোক্তাদের নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ উঠেছে । সেই স্থানে অন্য মেয়েদের নাম অন্তর্ভুক্ত করে কন্যাশ্রী প্রকল্পের টাকা আত্মসাৎ করছে ওই ডেটা এন্ট্রি অপারেটর ও ক্লার্ক । এনিয়ে ব্লক অফিস, জেলা প্রশাসন এমনকি প্রিন্সিপাল সেক্রেটারি পর্যন্ত অভিযোগ জানানো হয়েছে। কিন্তু এখনও কোনও সুরাহা হয়নি বলে অভিযোগ । কন্যাশ্রী প্রকল্পের এক উপভোক্তা এরিনা খাতুন বলেন, "আমরা কন্যাশ্রীর জন্য ফর্ম ফিল-আপ করেছি । কিন্তু এখনও টাকা পাইনি । ব্লক অফিসের ডেটা এন্ট্রি অপারেটর আবদুল মোমিন বিয়ে হয়ে যাওয়ার নাম করে আমাদের নাম তালিকা থেকে বাদ দিয়ে দিয়েছে । অথচ আমার বিয়ে হয়নি । এরকম অনেক মেয়েদের নাম বাতিল করা হয়েছে । কন্যাশ্রীর টাকা পাইয়ে দেওয়ার জন্য আবদুল মোমিন আমাদের থেকে 5 হাজার টাকা করে চেয়েছিল । আমরা টাকা না দিতে পারায় আমাদের নাম বাতিল করে দেওয়া হয়েছে ।"

কন্যাশ্রী টাকা আত্মসাতের অভিযোগ

আরও পড়ুন : মৃত ব্যক্তির নামে আবাস যোজনার টাকা আত্মসাতের অভিযোগ, কমিটি গড়ে তদন্তে প্রশাসন

এক অভিভাবক তজিবুর রহমান বলেন, "হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের কন্যাশ্রীর প্রকল্পের টাকা আত্মসাৎ করছে ব্লকের এক ডেটা এন্ট্রি অপারেটর আবদুল মোমিন । বারবার অভিযোগ জানানোর পরেও ওই অপারেটরকে সাসপেন্ডও করা হচ্ছে না, দায়িত্ব থেকে সরানোও হচ্ছে না । একজন গ্রুপ-ডি কর্মচারির বাড়ি মন্ত্রীর বাড়ির থেকেও বড় । ওই অপারেটরের জমি-জায়গা হয়তো প্রাক্তন বিধায়ক মোস্তাক আলমের থেকেও বেশি । বিয়ের কারণ দেখিয়ে হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের বহু ছাত্রীর কন্যাশ্রীর দরখাস্ত বাতিল করেছে আবদুল মোমিন । মোমিন ছাত্রীদের জানিয়েছে 5 হাজার টাকা না দেওয়ার জন্য আগেও আবেদন খারিজ হয়েছে, এবারও খারিজ হবে । বিডিও সাহেব শুধুমাত্র মৌখিকভাবে আশ্বাস দিয়েছেন, বিষয়টি তিনি দেখছেন । শুধুমাত্র একটি হাইমাদ্রাসা থেকেই তিনশো ছাত্রছাত্রীর টাকা আত্মসাৎ করেছে মোমিন ও ব্লকের ক্লার্ক গোলাম রব্বানি । বাইরের ছাত্রীদের নাম তালিকায় রেখে ওদের 3 হাজার টাকা করে দিয়ে বাকি 22 হাজার টাকা করে আত্মসাৎ করা হয়েছে ।"

এই প্রসঙ্গে হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের বিডিও বিজয় গিরি জানিয়েছেন, অবিলম্বে সমস্ত অভিযোগ খতিয়ে দেখা হবে । উপযুক্ত প্রমাণ পেলে দোষীদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে ৷

মালদা, 26 জুন : কন্যাশ্রী প্রকল্পে টাকা পাইয়ে দেওয়ার জন্য কাটমানি দাবি । কাটমানি না দেওয়ায় ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করে কন্যাশ্রী প্রকল্পের কোটি টাকা আত্মসাতের অভিযোগ ব্লকের এক ডেটা এন্ট্রি অপারেটর ও ক্লার্কের বিরুদ্ধে (Kanyashree Money) । কন্যাশ্রী প্রকল্পের টাকা পেতে ব্লক অফিস, জেলা প্রশাসন-সহ প্রিন্সিপাল সেক্রেটারি পর্যন্ত অভিযোগ জানানো হয়েছে । ঘটনাটি হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লক এলাকার ।

অভিভাবকদের অভিযোগ, হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের ডেটা এন্ট্রি অপারেটর আবদুল মোমিন কন্যাশ্রীর টাকা পাইয়ে দেওয়ার জন্য 5 হাজার টাকা দাবি করছেন । তাঁদের অভিযোগ, এই দুর্নীতিতে যোগ রয়েছে ক্লার্ক গোলাম রব্বানিরও । টাকা না দিয়ে ছাত্রীদের বিয়ে হয়ে যাওয়ার অজুহাত দেখিয়ে তালিকা থেকে উপভোক্তাদের নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ উঠেছে । সেই স্থানে অন্য মেয়েদের নাম অন্তর্ভুক্ত করে কন্যাশ্রী প্রকল্পের টাকা আত্মসাৎ করছে ওই ডেটা এন্ট্রি অপারেটর ও ক্লার্ক । এনিয়ে ব্লক অফিস, জেলা প্রশাসন এমনকি প্রিন্সিপাল সেক্রেটারি পর্যন্ত অভিযোগ জানানো হয়েছে। কিন্তু এখনও কোনও সুরাহা হয়নি বলে অভিযোগ । কন্যাশ্রী প্রকল্পের এক উপভোক্তা এরিনা খাতুন বলেন, "আমরা কন্যাশ্রীর জন্য ফর্ম ফিল-আপ করেছি । কিন্তু এখনও টাকা পাইনি । ব্লক অফিসের ডেটা এন্ট্রি অপারেটর আবদুল মোমিন বিয়ে হয়ে যাওয়ার নাম করে আমাদের নাম তালিকা থেকে বাদ দিয়ে দিয়েছে । অথচ আমার বিয়ে হয়নি । এরকম অনেক মেয়েদের নাম বাতিল করা হয়েছে । কন্যাশ্রীর টাকা পাইয়ে দেওয়ার জন্য আবদুল মোমিন আমাদের থেকে 5 হাজার টাকা করে চেয়েছিল । আমরা টাকা না দিতে পারায় আমাদের নাম বাতিল করে দেওয়া হয়েছে ।"

কন্যাশ্রী টাকা আত্মসাতের অভিযোগ

আরও পড়ুন : মৃত ব্যক্তির নামে আবাস যোজনার টাকা আত্মসাতের অভিযোগ, কমিটি গড়ে তদন্তে প্রশাসন

এক অভিভাবক তজিবুর রহমান বলেন, "হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের কন্যাশ্রীর প্রকল্পের টাকা আত্মসাৎ করছে ব্লকের এক ডেটা এন্ট্রি অপারেটর আবদুল মোমিন । বারবার অভিযোগ জানানোর পরেও ওই অপারেটরকে সাসপেন্ডও করা হচ্ছে না, দায়িত্ব থেকে সরানোও হচ্ছে না । একজন গ্রুপ-ডি কর্মচারির বাড়ি মন্ত্রীর বাড়ির থেকেও বড় । ওই অপারেটরের জমি-জায়গা হয়তো প্রাক্তন বিধায়ক মোস্তাক আলমের থেকেও বেশি । বিয়ের কারণ দেখিয়ে হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের বহু ছাত্রীর কন্যাশ্রীর দরখাস্ত বাতিল করেছে আবদুল মোমিন । মোমিন ছাত্রীদের জানিয়েছে 5 হাজার টাকা না দেওয়ার জন্য আগেও আবেদন খারিজ হয়েছে, এবারও খারিজ হবে । বিডিও সাহেব শুধুমাত্র মৌখিকভাবে আশ্বাস দিয়েছেন, বিষয়টি তিনি দেখছেন । শুধুমাত্র একটি হাইমাদ্রাসা থেকেই তিনশো ছাত্রছাত্রীর টাকা আত্মসাৎ করেছে মোমিন ও ব্লকের ক্লার্ক গোলাম রব্বানি । বাইরের ছাত্রীদের নাম তালিকায় রেখে ওদের 3 হাজার টাকা করে দিয়ে বাকি 22 হাজার টাকা করে আত্মসাৎ করা হয়েছে ।"

এই প্রসঙ্গে হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের বিডিও বিজয় গিরি জানিয়েছেন, অবিলম্বে সমস্ত অভিযোগ খতিয়ে দেখা হবে । উপযুক্ত প্রমাণ পেলে দোষীদের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.