ETV Bharat / state

ফরাক্কায় গঙ্গার উপর দ্বিতীয় রেল ব্রিজ নির্মাণের সিদ্ধান্ত রেলের - ফরাক্কা

Second Rail Bridge over Ganga at Farakka: সারা দেশের সঙ্গে উত্তর-পূর্ব ভারতকে রেল এবং সড়ক যোগাযোগে জুড়তে 1972 সালে প্রায় 2.400 মিটার লম্বা ফরাক্কা সেতু চালু হয় ৷ রেল ও সড়ক যোগাযোগ থাকায় এই সেতুর উপর চাপ বাড়ছে ৷ সেতুর বিভিন্ন অংশ খুলেও পড়ছে মাঝেমধ্যে ৷ তাই বিকল্প সেতু নির্মাণ চলছে ৷ তার সঙ্গে দ্বিতীয় রেল ব্রিজ নির্মাণেরও সিদ্ধান্ত নিল রেল ৷

Farakka Bridge
Farakka Bridge
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 25, 2023, 8:25 PM IST

মালদা, 25 ডিসেম্বর: ইতিমধ্যে ফরাক্কায় গঙ্গা নদীর উপর দ্বিতীয় সেতু নির্মাণের কাজ চলছে ৷ এবার নির্মীয়মান ওই সেতুর পাশে দ্বিতীয় রেল ব্রিজ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ এই খবর জানিয়েছেন পূর্ব রেলের মালদা ডিভিশনের ম্যানেজার বিকাশ চৌবে ৷ গঙ্গায় দ্বিতীয় রেল ব্রিজ তৈরি হলে একদিকে যেমন প্রথম সেতুর উপর চাপ কমবে, তেমনই রেল যোগাযোগ ব্যবস্থায় আরও গতি আসবে বলেই মনে করা হচ্ছে ৷

মালদার ডিআরএম বিকাশ চৌবে বলেন, “ফরাক্কায় গঙ্গার উপর দ্বিতীয় রেল ব্রিজ নির্মাণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ আপাতত মাপজোকের কাজ চলছে ৷ নতুন ব্রিজ নির্মাণের জন্য আনুষঙ্গিক দিকগুলিও খতিয়ে দেখা হচ্ছে ৷ এরপর প্রকল্পের এস্টিমেট তৈরি করে রেলমন্ত্রকে পাঠানো হবে ৷ রেল মন্ত্রকও এই নতুন ব্রিজ দ্রুত নির্মাণে আগ্রহী ৷ বর্তমানে গঙ্গার ওপর দ্বিতীয় ফরাক্কা সেতু নির্মাণের কাজ চলছে ৷ ওই সেতুর পাশেই নতুন রেল ব্রিজ নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷”

এদিকে রেল সূত্রে জানা যাচ্ছে, নতুন রেল ব্রিজ নির্মাণের উদ্দেশ্যে মাসখানেক আগেই রেলমন্ত্রকের একটি প্রতিনিধি দল ফরাক্কা পরিদর্শন করে গিয়েছে ৷ নতুন ব্রিজ তৈরির যাবতীয় বিষয় খুঁটিয়ে দেখেছেন ওই দলের প্রতিনিধিরা ৷ তাঁদের সঙ্গে ছিলেন মালদা ডিভিশনের রেল আধিকারিকরাও ৷ ওই প্রতিনিধি দলটি দিল্লি ফিরে যাওয়ার পরেই এই ব্রিজ নির্মাণের তোড়জোর শুরু হয়েছে ৷ আগামী বছরের মধ্যেই দ্বিতীয় ফরাক্কা সেতুর কাজ শেষ হয়ে যাওয়ার কথা ৷ তারপরেই এই রেল ব্রিজ নির্মাণের কাজে হাত পড়ার সম্ভাবনা ৷

সারা দেশের সঙ্গে উত্তর-পূর্ব ভারতকে রেল ও সড়ক যোগাযোগে জুড়তে ছয়ের দশকে গঙ্গার উপর ফরাক্কা ব্যারেজ ও সেতু তৈরির উদ্যোগ নেওয়া হয় ৷ 1972 সালে প্রায় 2.400 মিটার লম্বা সেই সেতু চালু করা হয় ৷ কিন্তু একই সঙ্গে রেল ও সড়ক যোগাযোগ থাকায় সেতুর উপর চাপ বাড়ছে ৷ মাঝেমধ্যে সেতুর বিভিন্ন অংশ খুলে পড়ছে ৷ ফলে বিকল্প সেতু নির্মাণের প্রয়োজনীয়তা দেখা দেয় ৷ সেই সেতুর কাজ চলছে ৷ দ্বিতীয় রেল ব্রিজ নির্মিত হলে প্রথম সেতুর উপর চাপ অনেকটাই কমে যাবে ৷

আরও পড়ুন:

  1. চলতি সপ্তাহেই ফের শুরু দ্বিতীয় ফরাক্কা সেতু তৈরির কাজ
  2. শীতের মরশুমে উত্তরবঙ্গ ভ্রমণে বিশেষ পরিষেবা দেবে বন্দে ভারত, কতদিন পাবেন এই সুবিধা?
  3. উত্তর-পূর্ব ভারতে সফর শুরু করছে ‘ভারত গৌরব ট্রেন’

মালদা, 25 ডিসেম্বর: ইতিমধ্যে ফরাক্কায় গঙ্গা নদীর উপর দ্বিতীয় সেতু নির্মাণের কাজ চলছে ৷ এবার নির্মীয়মান ওই সেতুর পাশে দ্বিতীয় রেল ব্রিজ নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার ৷ এই খবর জানিয়েছেন পূর্ব রেলের মালদা ডিভিশনের ম্যানেজার বিকাশ চৌবে ৷ গঙ্গায় দ্বিতীয় রেল ব্রিজ তৈরি হলে একদিকে যেমন প্রথম সেতুর উপর চাপ কমবে, তেমনই রেল যোগাযোগ ব্যবস্থায় আরও গতি আসবে বলেই মনে করা হচ্ছে ৷

মালদার ডিআরএম বিকাশ চৌবে বলেন, “ফরাক্কায় গঙ্গার উপর দ্বিতীয় রেল ব্রিজ নির্মাণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ আপাতত মাপজোকের কাজ চলছে ৷ নতুন ব্রিজ নির্মাণের জন্য আনুষঙ্গিক দিকগুলিও খতিয়ে দেখা হচ্ছে ৷ এরপর প্রকল্পের এস্টিমেট তৈরি করে রেলমন্ত্রকে পাঠানো হবে ৷ রেল মন্ত্রকও এই নতুন ব্রিজ দ্রুত নির্মাণে আগ্রহী ৷ বর্তমানে গঙ্গার ওপর দ্বিতীয় ফরাক্কা সেতু নির্মাণের কাজ চলছে ৷ ওই সেতুর পাশেই নতুন রেল ব্রিজ নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷”

এদিকে রেল সূত্রে জানা যাচ্ছে, নতুন রেল ব্রিজ নির্মাণের উদ্দেশ্যে মাসখানেক আগেই রেলমন্ত্রকের একটি প্রতিনিধি দল ফরাক্কা পরিদর্শন করে গিয়েছে ৷ নতুন ব্রিজ তৈরির যাবতীয় বিষয় খুঁটিয়ে দেখেছেন ওই দলের প্রতিনিধিরা ৷ তাঁদের সঙ্গে ছিলেন মালদা ডিভিশনের রেল আধিকারিকরাও ৷ ওই প্রতিনিধি দলটি দিল্লি ফিরে যাওয়ার পরেই এই ব্রিজ নির্মাণের তোড়জোর শুরু হয়েছে ৷ আগামী বছরের মধ্যেই দ্বিতীয় ফরাক্কা সেতুর কাজ শেষ হয়ে যাওয়ার কথা ৷ তারপরেই এই রেল ব্রিজ নির্মাণের কাজে হাত পড়ার সম্ভাবনা ৷

সারা দেশের সঙ্গে উত্তর-পূর্ব ভারতকে রেল ও সড়ক যোগাযোগে জুড়তে ছয়ের দশকে গঙ্গার উপর ফরাক্কা ব্যারেজ ও সেতু তৈরির উদ্যোগ নেওয়া হয় ৷ 1972 সালে প্রায় 2.400 মিটার লম্বা সেই সেতু চালু করা হয় ৷ কিন্তু একই সঙ্গে রেল ও সড়ক যোগাযোগ থাকায় সেতুর উপর চাপ বাড়ছে ৷ মাঝেমধ্যে সেতুর বিভিন্ন অংশ খুলে পড়ছে ৷ ফলে বিকল্প সেতু নির্মাণের প্রয়োজনীয়তা দেখা দেয় ৷ সেই সেতুর কাজ চলছে ৷ দ্বিতীয় রেল ব্রিজ নির্মিত হলে প্রথম সেতুর উপর চাপ অনেকটাই কমে যাবে ৷

আরও পড়ুন:

  1. চলতি সপ্তাহেই ফের শুরু দ্বিতীয় ফরাক্কা সেতু তৈরির কাজ
  2. শীতের মরশুমে উত্তরবঙ্গ ভ্রমণে বিশেষ পরিষেবা দেবে বন্দে ভারত, কতদিন পাবেন এই সুবিধা?
  3. উত্তর-পূর্ব ভারতে সফর শুরু করছে ‘ভারত গৌরব ট্রেন’
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.